হ্যালো বন্ধুরা কি খবর সাবার। আজ আমি আপনাদের সাথে আরও একটি চমৎকার অ্যাপ শেয়ার করবো যেটি শুধুমাত্র কৃষক ভাইদের জন্য অনেকটা উপকারে আসবে আশা করি।
কৃষি বিষয়ে নানা সমস্যায় কৃষকরা প্রায় পড়ে থাকে। সঠিক সময়ে সঠিক তথ্য না জানতে পারায় ফসল নিয়ে ক্ষতির মুখে পড়তে হয় তাদের।
কৃষি অফিস দূরে হওয়ায় ছোটখাটো অনেক সমস্যা নিয়ে সেখানে যাওয়া কঠিন হয়ে পরে আমাদের কৃষক ভাইদের।
এখন থেকে আর নাই দূরে কোথাও আপনার হাতের স্মার্ট ফোন দিয়েই অ্যাপের মাধ্যমেই কৃষি বিষয়ে সকল তথ্য নিতে পারবেন।
*আজকের কৃষি* বলে একটি অ্যাপ্লিকেশন আপনার ফোনে যদি ইনস্টল করে নেন তাইলে কৃষি বিষয়ে বেশ কিছু জেনে নিতে পারবেন।
বন্ধুরাই কৃষি বিষয়ে নানা সমস্যার সমাধান, খবর ও ফসল ফলানোর কৌশল আছে এই অ্যাপ টির মধ্যে।

অ্যাপটিতে যে চমৎকার চমৎকার ফিচার গুলো পাবেন?
বন্ধুরা এতে থাকা ক্যাটাগরিতে কৃষি বিষয়ে নানা বিষয় রয়েছে যা আপনার অনেক উপকারে আসবে। যা অ্যাপটি ওপেন করলেই হোম পেজে দেখতে পারবেন।

অ্যাপটির সাহায্যে মৎস্য, প্রাণী, চাষাবাদ কিভাবে করতে হবে তা অনেকটাই জানতে পারবেন।
ফসলের সবচেয়ে বড় শক্রু রোগবালাই ও পোকামাকড় থেকে কিভাবে মুক্তি পাওয়া যাবে সেগুলোও ছবিসহ আছে এই অ্যাপ টির মধ্যে। যা আমার কাছে অনেক চমৎকার লেগেছে।
একটা বিষয় যেটা সব থেকে আমার কাছে ভালো লেগেছে সেটা হলো কৃষি বিষয়ে নানা রকম পরামর্শ চাওয়া যাবে এই অ্যাপ এর মধ্যে থেকে।
বন্ধুরা একটা কথা বলতে ভুলে গেছি সেটা হলো অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে হলে ইন্টারনেট কানেকশন থাকতে হবে। অন্যথায় অ্যাপটিতে কোন ক্যাটাগরিতে প্রবেশ করা যাবে না।
এখন আসি অ্যাপটি কিভাবে ডাউনলোড করবেন অ্যাপটি ডাউনলোড করার জন্য বরাবর যেটা করেন। আপনার ফোনের মধ্যে থাকা প্লে স্টোরে চলে যান এবং সার্চ করুন *আজকের কৃষি* তাহলে পেয়ে যাবেন আশা করি।
তাছাড়াএখানে ক্লিক করে অ্যাপ টি ডাউনলোড করতে পারেন। এ্যাপটির সাইজও অনেক কম মাত্র ৩ মেগাবাইট।
এখন আ্যাপটির কিছু স্ক্রীনশট দিন।



বন্ধুরা আজকের এই পোস্টটি বিশেষ করে কৃষক ভাইদের জন্য অনেক উপকারে আসবে আশা করি।
তো পোস্টটি ভাল লাগলে একটা লাইক করতে পারেন আর আপনি যদি এমন আনকমন এবং ইন্টারেস্ট পোস্ট পেতে পছন্দ করেন। তাহলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন।।
তো দেখা হচ্ছে আগামী পোস্টে ততক্ষণ সবাই ভালো থাকুন ধন্যবাদ।
আপনি চাইলে যেকোন ধরনের ডলার কিনতে কিংবা সেল করতে পারেন এখান থেকে।

11 thoughts on "এবার আপনার হাতের স্মার্টফোনের মাধ্যমেই কৃষি বিষয় নানা সমস্যার সমাধান নিন।"

  1. Shadin Contributor says:
    ভালো।
    আপনিতো আবার পূর্বের মতো নিয়মিত পোস্টকারী হয়ে গেলেন। আরো ভালো।
    1. Imran Khan Contributor Post Creator says:
      আপনাদের দোয়ায় ভাই থ্যাংকস।
    1. Imran Khan Contributor Post Creator says:
      ধন্যবাদ ভাই।
    2. EvansKhanTanbir Subscriber says:
      bro amke fb te knock dte prba drkr ase
  2. Contributor says:
    আমাদের পক্ষে ভালো Agriculture Training Institute (ATI) , Ishwardi, Pabna তে আমি পরি
  3. Samiulla Contributor says:
    খুব ভালো একটা app মনে হচ্ছে কিন্তু এখন এমবি নাই বলে ডাউনলোড করতে পারছি না। পরে করবো।
  4. Ami Mahfuz Khan Contributor says:
    install.ache 8.month dhore…valo ekta app
  5. Ami Mahfuz Khan Contributor says:
    install.ache 8.month dhore…valo ekta app

Leave a Reply