Be a Trainer! Share your knowledge.
Home » Apps review » bKash অ্যাজেন্টধারীর জন্য এইবার বিকাশ অ্যাপ!

bKash অ্যাজেন্টধারীর জন্য এইবার বিকাশ অ্যাপ!

বাংলাদেশের জনপ্রিয় মোবাইল ব্যাংকিং ব্যবস্থা bKash এইবার চালু করেছে বিকাশ অ্যাজেন্টধারীদের জন্য অ্যাপ। সম্প্রতি কিছুদিন আগে তারা সকল বিকাশ ব্যবহারকারীদের অর্থাৎ পার্সোনাল বিকাশ অ্যাকাউন্টধারীদের জন্য একটি অ্যাপ তৈরি করেছে। যা বিকাশ পার্সোনাল ব্যবহারকারীদের কাছে বিশেষ সাড়াও ফেলে ছিল। আর ঠিক এরই মাঝে এখন আবার বিকাশ অ্যাজেন্টধারীদের জন্য তারা অ্যাপ তৈরি করেছে। এই অ্যাপটির মাধ্যমে এখন বিকাশ অ্যাজেন্টধারীরা তাদের কার্যক্রম একদম সহজভাবে সম্পাদন করতে পারবেন। যাকে এক কথায় বলা যায় একটি দিনের স্টকিংমেন্ট এবং একটি বিকাশ অ্যাজেন্টের লেনদেনের ব্যবস্থাপনা করার জন্য এক স্টপ সমাধান।

bKash অ্যাজেণ্ট অ্যাকাউন্টধারীরা প্রথমে অ্যাপটি ডাউনলোড করতে এই https://play.google.com/store/apps/details?id=com.bkash.businessapp লিংকে ক্লিক করুন। যা সরাসরি গুগল প্লে-স্টোরের লিংক।

অ্যাপটির মাধ্যমে অ্যাজেন্টধারী একদম নিশ্চিন্তে নিরাপদে ও সহজভাবে লেনদেন করিতে পারিবেন। যা এসএমএসের মাধ্যমে সিকিউরিটি ভেরিফিকেশন করে তারপর অ্যাজেন্টের পিন দিয়ে লগইন করতে হবে। আর সহজ এবং দ্রুততার সাথে আপনি ক্যাশ ইন এবং ক্যাশ আউট করতে পারবেন অ্যাপটির মাধ্যমে।

এই অ্যাপটিও পার্সোনাল বিকাশ অ্যাপের মতই দুই ভাষায় ব্যবহার করা যাবে বাংলা এবং ইংরেজি।

পার্সোনাল বিকাশ অ্যাপের মতই এটিতেও এক চাপের (টাচ/ট্যাপ) মাধ্যমেই আপনার ব্যালেন্স চেক করতে পারবেন।

হোম স্ক্রিনে সর্বশেষ লেনদেনের ট্রানজেকশন নম্বরসহ সকল ধরনের তথ্য দেখতে পারবেন একদম সহজে। যা আপনার ব্যবসায়ীক কাজে অনেক সময় বাঁচাবে।

অ্যাপটিতে পার্সোনাল বিকাশ অ্যাপের মতই নোটিফিকেশন ব্যবস্থা রাখা হয়েছে। যার ফলে আপনি টাকা লেনদেন সবকিছুই নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারবেন।

অ্যাপটির মাধ্যমে লেনদেনকৃত সকল ট্রানজেকশন হিস্টোরি দেখতে পারবেন একদম সহজে এবং সহজে অনুসন্ধান করেও খুঁজে নিতে পারবেন।

এছাড়াও এই অ্যাপটি ব্যবহারের মাধ্যমে বিকাশ অ্যাজেণ্ট অ্যাকাউন্টধারী একদম সহজভাবে তাদের ব্যবসায়ীক কার্যক্রম পরিচলনা করতে পারবে। সেই চিন্তা নিয়ে জনপ্রিয় মোবাইল ব্যাংকিং বিকাশ কোম্পানি এই উদ্যোগ নিয়েছে। আশা করি আমার আজকের এই টিউটোরিয়াল বা পোস্টটি আপনাদের ভালো লেগেছে এবং অনেক উপকারে এসেছে।

সৌজন্যে – বাংলাদেশের বিভিন্ন বিষয়ের উপর তৈরি করা বিভিন্ন ধরনের টিউটোরিয়াল পেতে এই – www.TutorialBD71.blogspot.com ব্লগ সাইটে ভিজিট করুন। বিশেষ করে এই সাইটটিতে বিভিন্ন ধরনের আবেদন সম্পর্কিত টিউটোরিয়াল পাবেন।

6 years ago (Oct 13, 2018)

About Author (349)

Mahbub Pathan
author

ইউটিউব লিংক - https://www.youtube.com/c/PathanTechBD টিউটোরিয়াল সাইট - http://tutorialbd71.blogspot.com

Trickbd Official Telegram

39 responses to “bKash অ্যাজেন্টধারীর জন্য এইবার বিকাশ অ্যাপ!”

    • Mahbub Pathan Author Post Creator says:

      tnx

    • Muhammad Saiful Islam Contributor says:

      ভাই কেউ ট্রিকবিডি তে কিভাবে পোস্ট করবো এ বিষয়ে একটা পোস্ট লেখেন।প্লিজ

    • Naim sdq Author says:

      আসলে এ বিষয় নিয়ে পোষ্ট করাটা বোকামি হবে। আপনি ফেইসবুকে যোগাযোগ করুন পর্যাপ্ত সাহায্য করছি।
      facebook.com/naimsdq1

  1. MMRFanz Contributor says:

    বিটুবি এটার অর্থ কি বুঝলাম। এই ব্যাপারে একটু বুঝিয়ে বলবেন কি?

    • Mahbub Pathan Author Post Creator says:

      আসলে এটা যাদের অ্যাজেন্ট আছে তারাই বলতে পারবে। আপনার পার্শ্ববর্তী কোনো অ্যাজেন্টধারীকে জিজ্ঞেস করে নিতে পারেন।

  2. MMRFanz Contributor says:

    বিটুবি এটার অর্থ কি বুঝলাম না। এই ব্যাপারে একটু বুঝিয়ে বলবেন কি?

    • Mahbub Pathan Author Post Creator says:

      নিচে একজন কমেন্ট করে জানিয়েছেন যে, বি টু বি বলতে কম্পানির ডিএসারের সাথে লেনদেন।

  3. Ashikur Rahman Shuvo Contributor says:

    অসাধারণ

  4. AP DON RANGBAZZ Contributor says:

    আর্জেন্টধারী মানে কি?

  5. saifur rahman Contributor says:

    বি টু বি বলতে কম্পানির ডিএসারের সাথে লেনদেন।

  6. Shadin Contributor says:

    সুন্দর পোস্ট ভাইয়া।

  7. SN King Contributor says:

    Kitkat 4.4.2 e support dibe naki

  8. 444mdzahid Contributor says:

    ভাই এই এ্যপের পরিক্ষা মুলক ব্যবহার চলছে। সকল এজেন্ট ব্যবহার করতে পারবে না

  9. IH Rony25 Contributor says:

    bkash refer link ta Dan kau

  10. Nabil1122 Contributor says:

    অ্যাপ এ হ্যাকার বাগ পেলে কি হবে?

  11. Mehedi hasan Contributor says:

    4.2.2 বিকাশ আ্যপ চালানো কোনো sestem আছে কি?? জানা থাকলে একটু help করেন।,?????

Leave a Reply

Switch To Desktop Version