নতুন মোবাইল ইউটিউবারদের জন্য Kinemaster নিয়ে আসলাম। কোনো Promotional Watermark ছাড়া App
আসসালামুয়ালাইকুম ট্রিকবিডিবাসী বন্ধুরা !
আজ আপনাদের সাথে এন্ড্রুয়েড ইউজারদের জন্য একটি ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশন নিয়ে হাজির হলাম।
So, কথা না বাড়িয়ে দেখে নিই অ্যাপটির প্লে ষ্টোরে দেওয়া স্ক্রিনশট গুলি।
অ্যাপটি দিয়ে আপনি মোটামোটি ভালোই এডিটিং করতে পারবেন যদি আপনার এতে সময় দিতে ভালোলাগে তবে।
এতে আবার আপনি আপনার ভিডিও বা কন্টেন্টের উপরে বিভিন্ন ছবি,লেখা,ড্রয়িং ইত্যাদি যোগ করতে পারবেন। এবং উভই আবার সরাসরি প্লে করে দেখতে পারবেন।
ক্রোমা কি, ক্রোমা চাবি, যাইহোক এটা আমাগো বাংগালী গরীবদের মিডিয়াটেক ফোনে খুব স্বল্প পরিমানে সাপোর্ট করে। তাই এটা May be For Borolox.. তবুও বলে দেওয়া ভাল এটা দিয়ে আপনি আপনার কন্টেন্টের উপর ভিডিও এড করতে পারবেন এবং অ্যাড করা ভিডিও এর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে চমকাইতে পারেন।
এতে আবার আপনার প্রত্যেকটা Subject,Object এর কালার এডজাষ্টমেন্ট আবার অডিও এর ক্ষেত্রে Pitch, অটো টোন এইসব মেনেজ করতে পারবেন।
ওর এক বাত,
এতে আবার ইফেক্ট,ট্রান্সমিশনের ও কিছু ব্যাপার সেপার আছে। যেগুলা ইউজ করে অসাধারন কন্টেন্ট বানাতে পারবেন আপনার ইউটিউব চ্যানেলের জন্য।
লাষ্ট কিছু কথা-!!
অনেকেই হয়তো অলরেডি ইউজ করছেন এটা৷।
তাদের জন্য কিছু বলার নাই। তবে যারা এখনোও এর ওয়াটারমার্ক মানে Kinemaster লেখাটায় ভুগছেন তারা Description থেকে আমার দেয়া অ্যাপটি ডাউনলোড করেনিন।
আশাকরি সমাধান পেয়ে যাবেন।
তো, এখানেই বিদায়!
ও হ্যা, লাইক কমেন্ট কইড়া যান 😛
Description
Kinemaster Pro Download Link:
এই অ্যাপ দিয়ে বানানো একটা ভিডিও নিন্মে দিলাম।
ভিডিওটিঃ
Can u give me ur fb link?