নতুন মোবাইল ইউটিউবারদের জন্য Kinemaster নিয়ে আসলাম। কোনো Promotional Watermark ছাড়া App

আসসালামুয়ালাইকুম ট্রিকবিডিবাসী বন্ধুরা !

আসলে এই পোষ্ট আগেও করা হয়েছে। কিন্তু আমি দেখেছি লাষ্ট একটা থেকে অ্যাপ ডাউনলোড করে। আমার এটা লেটেষ্ট।। আমার সিম্ফোনি ফোন দিয়ে আগে 720P ভিডিও বানানো যেত না। এটা দিয়ে তা করতে পারি। তাই কমেন্ট করার আগে পুরাতন একটি পোষ্ট থেকে প্লিজ ডাউনলোড করে নিবেন।

আজ আপনাদের সাথে এন্ড্রুয়েড ইউজারদের জন্য একটি ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশন নিয়ে হাজির হলাম।

So, কথা না বাড়িয়ে দেখে নিই অ্যাপটির প্লে ষ্টোরে দেওয়া স্ক্রিনশট গুলি।

অ্যাপটি দিয়ে আপনি মোটামোটি ভালোই এডিটিং করতে পারবেন যদি আপনার এতে সময় দিতে ভালোলাগে তবে।

এতে আবার আপনি আপনার ভিডিও বা কন্টেন্টের উপরে বিভিন্ন ছবি,লেখা,ড্রয়িং ইত্যাদি যোগ করতে পারবেন। এবং উভই আবার সরাসরি প্লে করে দেখতে পারবেন।

ক্রোমা কি, ক্রোমা চাবি, যাইহোক এটা আমাগো বাংগালী গরীবদের মিডিয়াটেক ফোনে খুব স্বল্প পরিমানে সাপোর্ট করে। তাই এটা May be For Borolox.. তবুও বলে দেওয়া ভাল এটা দিয়ে আপনি আপনার কন্টেন্টের উপর ভিডিও এড করতে পারবেন এবং অ্যাড করা ভিডিও এর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে চমকাইতে পারেন।

এতে আবার আপনার প্রত্যেকটা Subject,Object এর কালার এডজাষ্টমেন্ট আবার অডিও এর ক্ষেত্রে Pitch, অটো টোন এইসব মেনেজ করতে পারবেন।

ওর এক বাত,

এতে আবার ইফেক্ট,ট্রান্সমিশনের ও কিছু ব্যাপার সেপার আছে। যেগুলা ইউজ করে অসাধারন কন্টেন্ট বানাতে পারবেন আপনার ইউটিউব চ্যানেলের জন্য।

লাষ্ট কিছু কথা-!!

অনেকেই হয়তো অলরেডি ইউজ করছেন এটা৷।

তাদের জন্য কিছু বলার নাই। তবে যারা এখনোও এর ওয়াটারমার্ক মানে Kinemaster লেখাটায় ভুগছেন তারা Description থেকে আমার দেয়া অ্যাপটি ডাউনলোড করেনিন।

আশাকরি সমাধান পেয়ে যাবেন।

তো, এখানেই বিদায়!

ও হ্যা, লাইক কমেন্ট কইড়া যান 😛

Description

Kinemaster Pro Download Link:

Google Drive

এই অ্যাপ দিয়ে বানানো একটা ভিডিও নিন্মে দিলাম।
ভিডিওটিঃ

21 thoughts on "নতুন মোবাইল ইউটিউবারদের জন্য Kinemaster নিয়ে আসলাম। কোনো Promotional Watermark ছাড়া App"

  1. NS Sabur Legend Author says:
    link দিয়েছেন কেন ইমবেড করে দিতে হবে ভিডিও
    1. Fahim Author Post Creator says:
      Vai ami [embed][/embed] এভাবেই তো দিলাম।। সমস্যা কি বুঝলাম নাহ।। আর সব HTML রুপে দেখাচ্ছে মানেটা কি। প্লিজ একজন এক্সপার্ট হেল্প করুন।
  2. NS Sabur Legend Author says:
    এই অ্যাপস নিয়ে পোস্ট না করাই ভালো অনেক আছে এটা নিয়ে পোস্ট
    1. Fahim Author Post Creator says:
      জি ভাই। এর পরেও নিচের কমেন্ট পরুন একজন বলেছেন ওয়াটারমার্ক কি চেনেন নাহ।
    2. Fahim Author Post Creator says:
      ইম্বেড করেই দিয়েছিলাম ভাই।। ধন্যবাদ তবুও।। ঐটা হয়তো ট্রিকবিডির কোডিং এ সমস্যা করেছিলো।। পোষ্ট কন্টেন্ট ডাবল হইয়া গিয়াছিল।। এখন আবার নতুন করে করেছি ভাই।
  3. সক্রিনসট দেখা যায় না কেন ?
  4. Abedin Contributor says:
    Vai watermark mane ki ami buji na
    1. Fahim Author Post Creator says:
      ভাই পোষ্টের নিচে একটা ভিডিও দিয়েছি।। আপনার জন্য।। ঐটা দেখলেই বুঝবেন ওয়াটার মার্ক কি। এতে আংগুল দিয়া দেখানো হইয়াছে।
  5. Fahim Author Post Creator says:
    ফাহাদ ভাই। পোষ্ট আবার লিখতে হইছে। সকিনশর্টের জন্য।। এখন আশাকরি ঠিক হইয়া গেছে। আমার এখানে ঠিক দেখাচ্ছে।। ধন্যবাদ ভাই। কমেন্ট করার জন্য। আপনাকে ভ্যাংগাইছি বলে আবার রাগ কইরেন নাহ কিন্তু ভাই-!
  6. mdRafi Contributor says:
    ভাই এতে কি হান্ড পি এন জি এর উপর আমার ভিডিও টা সেট করতে পারব?
    1. Fahim Author Post Creator says:
      Na vai.. Tobe app e system ache. Amar phone e support korena..
  7. Asik Contributor says:
    এটা মনে হয় সবাই জানে, তাই পোস্ট না করলেই ভালো হতো ।
  8. A.M Farabi Contributor says:
    Good!!!!!!!!!
    1. Fahim Author Post Creator says:
      Thanks
  9. A.M Farabi Contributor says:
    I need your help,
    Can u give me ur fb link?
    1. Fahim Author Post Creator says:
      fb.me/f905605

Leave a Reply