আসসালামু-আলাইকুম, আজকে আমি আমার নিজের তৈরি অ্যাপ আপনাদের সাথে সেয়ার করব। তবে শুরু করার আগে কিছু কথা বলে নেই। এই অ্যাপ টা দিয়ে আপনি অনেক কাজই করতে পারবেন। এটার নাম দিয়েছি Html Tools Pro এটা মুলত আমি আমার নিজের প্রয়োজনেই তৈরি করেছি এবং দরকারি কিছু টুল যোগ করেছি। আর অনেক বার নিজে নিজে মোডিফাইও করেছি। এবং এতে কোন বিজ্ঞাপন নেই । আপনাদের উপকারের কথা ভেবেই আমি আজ আমি এই অ্যাপ টা সেয়ার করলাম।

এবার আসুন দেখে নেই এতে কি কি পাবেন।

সবার প্রথমে আছে Age Calculator এতে আপনি আপনার নিজের বয়স বেড় করতে পারবেন।

এর পরে আছে কোড টেস্টার যা দিয়ে আপনি Html কোড চেক করতে পারবেন।

WordPress Post Editor দিয়ে আপনি আপনার পোস্ট এ বিবি কোড ব্যবহার করতে পারবেন।

সবচেয়ে কার্যকারি বিষয় হলো এখানে আপনি পাবেন বিজয় থেকে ইউনিকোডে কনভার্ট করার টুলস যেটা অনেক দরকার। যেমন ইউনিকোড বাংলা ফন্ট ব্যবহার করার জন্য ইউনিকোডে কনভার্ট করার দরকার পরে।

আসাকরি আপনার এই পোস্ট এবং অ্যাপ টি অনেক ভালো লাগবে। এই পোস্ট আর বারিয়ে লাভ নেই আসা করি বুঝে গেছেন।
Download Now From Google Drive
ভালো লাগলে লাইক দিবেন। কোন জানার থাকলে কমেন্ট এ জানিয়ে দিবেন।

12 thoughts on "অনেক দরকারি একটা এ্যাপ Html Tool Pro, তাই কেউ মিস করবেন না"

    1. Soyeb Khan Author Post Creator says:
      Thanks for your comment.
    1. Soyeb Khan Author Post Creator says:
      Thanks
    1. Soyeb Khan Author Post Creator says:
      Thanks
  1. mdRafi Contributor says:
    ব্রো এটা দিয়ে কি ট্রিকবিডিতে পোস্ট করা যাবে
    1. Soyeb Khan Author Post Creator says:
      Na bro. tobe post edit jemon লেখা বোল্ড করা, পোস্টে লিঙ্ক করা, এসব কাজ খুব সহযে করতে পারবেন।
  2. mdRafi Contributor says:
    Koi Vai Parlam Nato, Ekta Post Den Eta Niye Je Kivabe Apnar App Diye Post Dibo
    1. Soyeb Khan Author Post Creator says:
      Vaiya eta diye post edit kora jabe.. Wait koro ami trickbd te druto post korar tutorial dibo.

Leave a Reply