——–
আসসালামু আলাইকুম।
আপনারা সকলে কেমন আছেন?
আশা করি ভাল আছেন?
আপনারদের জন্য নিয়ে এলাম অসাধারণ একটি গেমের রিভিউ।
আমি রিভিউ পোস্ট করার উৎসাহ পাই zx ভাই এবং rio chakma ভাইয়ের এবং আরো অন্য অথরদের কাছ থেকে যারা রিভিউ লিখেন।
আর স্বাধীন ভাইয়ের পোস্ট গুলাত আমায় মুগ্ধ করে।কিন্তু স্বাধীন ভাইয়ের কিছু সুন্দর সুন্দর পোস্ট আছে,যা শুধু পিসি অথবা কম্পিউটারের জন্য।এটাই খারাপ লাগে।কারণ আমার পিসি বা কম্পিউটার কোনোটাই নেই।
বেশি কথা বলে ফেলছি মনে হয়।আচ্ছা আর কথা বাড়াব না।
আজ আমি জাভা ইউজারদের জন্য নিয়ে এলাম অসাধারণ একটি গেম।
গেমটি সম্পর্কে অনেকে জানে এবং অনেকে জানে না।ভাই আপনি জানেন,তাহলে অন্যদের জানাতে ত সমস্যা নাই।যারা জানেন না পোস্টটি তাদের জন্য।আর যারা জানেন আল্লার দোহাই লাগে ১০০ হাত দূরে থাকুন।তবুও অন্যদের জানাতে দিন।যারা বলবেন যে,গেমটি ২০/৩০ বছর আগে বা জন্মের আগে খেলে শেষ করে দিয়েছেন তাদেরকে বলছি, আপনি যা জানেন তা অন্যকে জানান।অযথা চেচামেচি করবেন না।
আর আপনারা আপনাদের অতি সুন্দর কমেন্ট করতে গিয়ে নিজেদের বংশের পরিচয় দিবেন না প্লিজ।
আচ্ছা,মনে হয় বেশি কথা বলে ফেলছি।
চলুন তাহলে কাজে লেগে পড়ি।
নিচের লিংক থেকে গেমটি ডাউনলোড করে নিন।
DOWNLOAD
Gama Name:Beowulf
Game size:600 kb
গেমের কিছু স্ক্রিনশট।
আমার সংগ্রহ করা গেমের কিছু তথ্য:-মহাকাব্যের পটভূমি স্ক্যান্ডিনেভিয়া । গেটস
জাতীয় যোদ্ধা বেউলফ ডেনসদের রাজা
হ্রথগারের সাহায্যার্থে আসেন। হ্রথগারের
হেওরট-স্থিত মিড হলে গ্রেন্ডেল নামে এক
দৈত্য হানা দিচ্ছিল। বেউলফ তাকে হত্যা করেন।
তারপর গ্রেন্ডেলের মা তাঁকে আক্রমণ করে।
বেউলফ তাকেও পরাজিত করেন। জয় লাভ করে
বেউলফ গেটল্যান্ডে (অধুনা সুইডেনের
গোটল্যান্ড ) নিজের বাড়িতে ফিরে যান। পরে
তিনি গেটস জাতির রাজা হন। পঞ্চাশ বছর পর
বেউলফ এক ড্রাগনকে পরাজিত করেন। কিন্তু এই
যুদ্ধে তিনি গুরুতর আহত হয়ে মারা যান। তাঁর মৃত্যুর
পর তাঁর অনুচরেরা তাঁকে গেটল্যান্ডে একটি
সমাধিস্তুতে সমাধি দেন।
হ্যা,এভাবেই গেমটি তৈরি হয়েছে।
কিন্তু কিছু অংশ বাদ আছে।
উপরে বলা হয়েছে যে,ড্রাগনের সাথে যুদ্ধ করে বেউলফ মারা যায়।
কিন্তু গেমে বেউলফ গুরুতর আহত হয় ঠিকই,কিন্তু মারা যাওয়ার অংশটি নেই।
গেমটি সম্পর্কে আমার মন্তব্য:-খুব সুন্দর করেই গেমটি তৈরি করা হয়েছে।গ্রাফিক্সও মোটামুটি ভাল।গেমের প্রথম পর্যায়েই মোটামুটি অনেক শত্রু রয়েছে।
গেমের মূল অংশ হচ্ছে ড্রাগনরা আপনার রাজ্যে তাদের সৈন্য নিয়ে আক্রমণ করেছে।এখন আপনাকে তাদের মেরে আপনার রাজ্যকে তাদের হাত থেকে বাচাতে হবে।
এখন আর কিছু বললব না।
সব যদি বলেই দিই,তাহলে নতুনরা ত গেমের মজাটাই পাবে না।লে
গেমটি খেলে অবশ্যই আপনার মূল্যবান কমেন্ট করে যানাবেন যে, গেমটি কেমন।
আপনার একট রুচিপূর্ণ কমেন্টই পারে আমাদের পোস্ট লিখার উৎসাহ করতে।
আর আপনাদের কেমন গেম খেলতে ভাল লাগে?কি ধরণের গেমে আপনি আসক্ত সেটা যদি পারেন তাহলে অবশ্যই বলবেন।
কারণ ট্রিক বিডিতে ত শুধু আপনাদের জন্যই পোস্ট করা হয়।
——–
আমার ব্যবহারে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে ছোট ভাই হিসেবে মাফ করে দিবেন।
কিছু দিন পর ssc পরিক্ষা আসছে।
এলরেডি এক বিষয়ে ক্রস করে ফেলেছি।তাই আপনাদের কাছে একটাই অনুরোধ, আমার জন্য দোয়া করবেন।না হলে কিন্তু দাবি থাকব।??
——–
যেকোনো গেমের বিষয়ে কিছু জানতে চাইলে বা জানাতে চাইলে আমাকে অবশ্যই ফেইসবুকে নক করবেন।
ফেইসবুকে আমি
মুভির কথা ত জানতামই না
আমি আপিনাকে সাজেস্ট করব winmax wx13 কিনুন।সব ধরণের জাভা এপস সাপোর্ট করে।আপনি এই মোবাইলটি দিয়ে লাইভ টিভি দেখতে পারবেন।আমি ২ বছর আগে ব্যবহার করেছি
আপনাদের মত মানুষ আছে বলেই ত সঠিক,ভুল ধরিয়ে দিতে পারেন।
আর আমরা আমাদের ভুল শুদ্রে নেওয়ার সুযোগ পাই।
কারন এই নামে অনেক গেম আছে।
গুগল মামাও হার মেনেছে।
আপনি একটি দয়া করে বলুন যে,গেমটি একশন গেম নাকি অন্য কেটাগরির?
http://dedomil.net/games/7816