সকলকে জানাই সালাম/নমষ্কার
কেমন আছেন সকলে আসা করি ভালই আছেন।
প্রতিবারের মতো আবার ও আপনাদের মাঝে হাজির হলাম অসাধারন একটা থ্রিলার মুভি নিয়ে। বেশি কথা না বলে মূল কাজে চলে যাচ্ছি।
Movie Name: Thupparivaalan (Dashing Detective)
Genres: Action, Crime, Thriller
Stars: Vishal, Andrea Jeremiah, Anu Emmanuel,
Rating: 7.6/10 From 1,843
Country: India
Language: Tamil | Telugu | Hindi
Release Date: 13 September 2017 (USA)
Director: Myshkin
Writer: Myshkin
Duration: 153 Minutes
★ এই ডিটিকটিভ মুভি টা দেখে অনেক কিছু শিখতে পেরেছি আমি। যতই থ্রিলার মুভি দেখবেন ততই আপনার চিন্তাধারা ডিটেকটিভ এর মত হওয়া শুরু করবে কিন্তু। সেটা কিন্তু ভাল দিক একটা।
★ শারলক হোমস মুভি টি যারা দেখেছেন ঠিক সেরকমই একটা মুভি।
★ভিসাল এর মুভি আসলেই সুন্দর। ভিসাল এর ১ম মুভি দেখেছি যার নাম poojay সেটা ছিল খুবই Action..সেই থেকে ভিসাল এর মুভি আমার খুব ভাল লাগে।
★ইদানিং ভিসাল বেশিই ডিটেক্টিভ ধরনের বেশি মুভি করে। irambu theray হ্যাকিং এর মুভি টা দেখে ত আমি পুরাই ২ দিন ভাবছি মুভি তে আমি কি দেখলাম। ভিসাল এর মুভি তে উড়াধুরা কোন Action পাবেন না।
★একটা কুকুর কে মাড়ার পর তা থেকে কিভাবে কি তদন্ত করতে করতে নাম করা একটা গ্যাং এর সন্ধান পাওয়া। এক কথায় কেচো খুড়তে গিয়ে কেউটে বেড়িয়ে গেল। সত্তিই অসাধারন।
★ চিন্তার একটা বিষয় মুভি তে হটাৎ একটা বজ্র পাত হয়ে ২ জন মারা গেল। বাট সেটা কিভাবে কি করল সেটাই আমার মাথায় কাজ করতেছে না। যাই হহুক সেটা বুজতে পেরেছি মুভি টার লাস্ট এর দিকে সিন টা দেখে।
★থ্রিলার মুভি গুলা আমার কাছে সবসময় প্রিয়।
আপনি এরকম মুভি দেখে একটু বিরক্ত হবেন না। প্রথম ৩০ মিনিট দেখার পর থেকে আপনি মনিটরের পর্দা থেকে চোখ একটিবারের জন্য ফিরাতে পারবেন না।
★ প্রতিটি থ্রিলার মুভি থেকেই আমরা কিছু না কিছু শিক্ষা অর্জন করি থাকি।
★যারা থ্রিলার মুভি ভালবাসেন তাদের জন্য পারফেক্ট একটা মুভি।
মুভির শুরুতেই এক লোকের Happy Birthday তে বাবা ও ছেলে হটাৎ করেই বজ্র পাতে দুজন মারা যায়। এরপরে একটা শপিং মলে একটা ঝামেলা সৃষ্টি হলে সেখানে এক পুলিশ অফিসার (পল) এর মাঝা তে এমন ভাবে একটা সিরিঞ্জ পুশ আপ করা হয় যা কেউ টের পায় নি কে করেছে, এমন কি পুলিশ অফিসার (পল) সে নিজেও টের পায় নি। তার কিছুক্ষন পরই সব অফিসার এরা একটা মিটিং বসল সেখানে হটাৎ করে পুলিশ অফিসার (পল) নাক মুখ থেকে রক্ত বের হতে থাকে এরপর সে মারা যায় সেখানে।
আর অন্যদিকে আমাদের ডিটেক্টিভ কানি (বিশাল) এমন একটা চ্যালেঞ্জিং কেইচ খুজছে যা তার কাছে মনের মত হবে। অনেক কেইচ তার কাছে আসছিল তা সব রিজেক্ট করে দিয়েছে কানি (ডিটেক্টিভ)। এরপর একদিন একটা বাচ্চা ছেলে (নাভিন) ডিটেকটিভ (কানি) এর কাছে আসল একটা কেইচ নিয়ে। বাচ্চা ছেলেটির (নাভিন) এর শখের একটা কুকুর কে বা কারা যেন গুলি করে মেরে ফেলেছে। আর যারা গুলি করেছে কুকুর টিকে, তারা প্রমান হিসেবে একটা গুলি পেয়েছে। এখন বাচ্চা ছেলেটি চায় কুকুর (নেমোর) খুনিকে বের করতে। আর এই জন্যই ডিটিকটিভ (কানি) এর কাছে আসা ডিটকটিভ (কানি) এর কাছে মনে হল এইটা একটা চ্যালেঞ্জিং কেইচ তাই সে এটা নিশ্চিত করল। এবং তাকে কথা দিল।
এরপর কানি (ডিটেকটিভ) তদন্ত করা শুরু করে দিল আর সেখানে গিয়ে অনেক তথ্য পেল প্রথম গিয়ে যে তথ্য পেল তা হল একটা মানুষের দাঁত। আর সেখান থেকেই অল্প অল্প করে প্রমান বের হতে লাগল। এভাবে প্রমান সংগ্রহ করার মাদ্ধমেই সে এক বিরাট গ্যাং এর খোঁজ পেতে লাগল। আর খোঁজ পাওয়ার সাথে সাথেই তাদের অনেক বিপদের সম্মুক্ষিন হতে হয়েছে।
এখন কথা হল সে কি আসলেই সত্যিকারের খুনিদের বের করতে পারবে আর প্রথমে যাদের মৃত্যু হয়েছে তারাও কি এই গ্যাং এর সাথে জড়িত এই সকল প্রশ্নের সমাধান পেতেই আপনাদের দেখতে হবে এই ডিটেকটিভ মুভি টি।
এবার জলদি জলদি নিজের পছন্দ অনুযায়ি সাইজ দেখে ডাওনলোড করে নিন।
2GB link
Movie Downlod Link Click Here
900 MB Link
Movie Downlod Link Click Here
500 MB Link
Movie Downlod Link Click Here
400 MB Link
Movie Downlod Link Click Here
সাউথ ইন্ডিয়ান মুভির নতুন নতুন হিন্দি ডাব/বাংলা সাবটাইটেল পেতে ও মুভির সকল আপডেট পেতে এক্ষনি Click Here Page এই পেইজটি তে like/Follow বাটনে ক্লিক করুন। আর বেশি ভাল লাগলে পেইজ টি শেয়ার করতে ভুলবেন না।
আমাকে ফেইসবুকে পেতে।
Click Here Facebook
মুভিটা কেমন লেগেছে তা কিন্তু অব্যশই কমেন্ট বক্সে জানাবেন। এরকম রিভিউ সহ আর ও মুভি পেতে হলে আপনাদের সকলের অনেক অনেক রেসপন্স চাই কমেন্টে।
Watching
এই সিনেমার ইউটিউব লিংকঃ Thupparivaalan (Dashing Detective)
Vidmate অথবা Snaptube ব্যবহার করলে Best Speed পাবেন।
Drive er upore r ki can??
tobe unar link gula problem kore.
না হলে কপি পোস্টের দায়ে ট্রেইনার পদ হারাতে পারেন।
কারন এই রিভিউ আগেও দেওয়া হয়েছে।
লিংকে গিয়ে দেখুন।
https://trickbd.com/lifestyle/514943
তবে আমি ট্রিক বিডির এত নিয়ম জানি না।
তাই এই রিভিউ নিয়ে আরেকটি পোস্ট আছে দেখে আপনাকে বললাম।
ভাই সাবধান থাকবেন।
কখন কি হয়ে যায় বলা যায় না।
এক পোস্ট থাকতে একই রকম আরেকটি পোস্ট থাকা,এর মানে ত এক ধরণের কপিই।
তাই না?
ট্রিক বিডিতে সার্চ বার আছে।
আপনি যেই বিষয় নিয়ে পোস্ট করতে চান,তা আগে সার্চ করে দেখুন ট্রিক বিডিতে এই পোস্টটা করা হয়েছে কিনা?
যদি দেখেন যে,আপনি যেই পোস্টটি করতে চেয়েছিলেন, সেই পোস্ট অলরেডি আছে।
তাহলে ঐ পোস্টটি না করাই ভাল