Hellow! বন্দুরা ……। সবাই কেমন আছো ? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো । আজ আমারা শিখব কিভাবে কোন প্রকার কোডিং জ্ঞান ছাড়া খুব সহজ এ পিসি গেমস তেরি করা যাই । তো কথা না বারিয়ে কাজের কথাই আসি । প্রথমে নিচের লিঙ্ক থেকে

https://agetintopc.com/gameguru-free-download/

“GamesGuru” সফটওয়্যার তি ডাউনলোড করে “Unzip” করি । এবার সফটওয়্যার টি ইন্সটল করি …….

ইন্সটল হয়ে গেলে “Finish” batton এ ক্লিক দিয়ে , সফটওয়্যার টি ওপেন করি । এটি ওপেন করার পর নিচের মত পেজ আসবে ।

এখন এটি লোড নিবে , সফটওয়্যার টি ওপেন করার সময় “Ran As Administer” এ ওপেন করবেন ।
এ রকম পেজ এলে ক্লোজ বাটন এ ক্লিক দিয়া ক্লোজ করে দেন ।

এবার আই রকম একটা পেজ আসবে, এখান থেকে আপনি একটা মডেল সিলেক্ট করতে পারেন , আবার নিজে কাস্টম মডেল ও বানাতে পারেন ।

এটা ক্লোজ করার পর আপনি এই রকম পেজ পাবেন, আখানে আপনাকে কাজ করতে হবে , লাল গোল করা টুল গুলা দিয়া ডিজাইন করতে পারবেন । আপনি আপনার ইচ্ছা মত ডিজাইন করেন ।

এখানে লাল গোল এর মধ্যে যে পয়েন্ট গুলা দেখছেন , এই গুলা দিয়া পেলেয়ার এর অবস্থান দেয়া যাই, নিজে জাস্ট ট্রয় করেন সব বুঝবেন ।

এখানে আপনি এইসব অ্যাড করতে পারবেন ।

আরও অনেক কিছু আছে । তো এখন তো আর পুরা একটা প্রোজেক্ট বানানো সম্ভব নই , তাই আমি আমার আগে করা একটা ডিজাইন লোড দিলাম ।

এখানে আমি একটা আর্মি অ্যাড করলাম । এটি অটোমেটিক কাজ করবে , আপনি নিজে করেন খুব সহজে সব বুঝে যাবেন ।

মনে করেন আমার গেম বানানো শেষ । তো এই বার স্ক্রীনশট এর মত “Test Games” এ click দেন ।

স্ক্রীনশট এর মত Games টি ওপেন হবে , স্ক্রীনশট গুলা ভাল করে দেখুন ।

গেমস টি স্ক্রীনশট এর মত সেভ করুন ।

এটি সেভ হয়ে আপনার “\Documents\Game Guru Files\My Games” এই লোকেসন এ যাবে ।

এবার গেম টা ওপেন করেন , আর দেখুন

তো বন্দুরা তেরি হয়ে গেল পিসি গেম , খেলুন আর মজা করুন ।

কোন পব্লেম হলে কমেন্ট করেন । খোদা হাফেজ …।।

12 thoughts on "খুব সহজ এ তেরি করুন পিসি গেমস (প্রকার কোডিং জ্ঞান ছাড়া)"

  1. V Author says:
    Awesome! ?????

    I loved it, it is working very well on mine.

    1. Ariyan Ahmed Akash Author Post Creator says:
      Tnq for nice comment
  2. V Author says:
    Can I use my coding skills on the software to make game, alternatively?
  3. Ajidur Rahman Subscriber says:
    wow,,,very nice post???
  4. sifatboy Author says:
    পিসির জন্য কোন ল্যাঙ্গুয়েজ প্রোয়জন হয় ? আর ফোনের জন্য কোনটা…? জানালে উপকৃত হতাম…
    শেখার ইচ্ছা আছে 🙂
  5. Shovon Ahmed Author says:
    অনেক সুন্দর পোস্ট। আমি কি এখানে কোডিং করে আরো সুন্দর করতে পারবো??
    1. Ariyan Ahmed Akash Author Post Creator says:
      এটাতে কোন গেমস তৈরি করতে কোডিং এর প্রয়োজন হয়, আপনি পুরো একটা গেমস কোডিং ছাড়া তৈরি করে ফেলতে পারবেন । আর এটাতে কোডিং এর আপশন নেই ।
    1. Ariyan Ahmed Akash Author Post Creator says:
      কমেন্টের জন্য ধন্যবাদ

Leave a Reply