আসসালামু আলাইকুম।
সবাই কেমন আছেন?
বরাবরের মতো আজকেও আবার হাজির হয়েছি নতুন একটি পোস্ট নিয়ে। আজকের পোস্টের বিষয় হলো সিলিকা জেল সম্পর্কে। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি পোস্টে চলে আসি।
বিস্তারিত পোস্ট।
মৌলিক রং তো তিনটি: লাল, সবুজ আর নীল। কিন্তু প্রিন্টারে রঙিন প্রিন্ট নেয়ার জন্য যে তিন ধরনের রং থাকে তা হচ্ছে: গাঢ় গোলাপি, হলুদ এবং সায়ান বা সবুজাভ নীল। মৌলিক রঙের ধারণাটি কি এখানে প্রযোজ্য নয়? তড়িৎচুম্বক তরঙ্গের পাল্লা গামা রশ্মি থেকে শুরু করে বেতার তরঙ্গ পর্যন্ত হলেও কেবল যে অংশটুকু দেখতে পাই তাকেই আমরা দৃশ্যমান আলো বলছি। এই দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্য মোটামুটিভাবে ৩৮০ ন্যানোমিটার থেকে ৭০০ ন্যানোমিটার।
আলোর এই তরঙ্গদৈর্ঘ্যই নির্ধারণ করে দেয় তা আমাদের চোখে কি রঙের আলো হিসেবে ধরা দেবে। যদি কোন টর্চ লাইট থেকে ৪০০ ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্যের আলো নি:সৃত হয় আমাদের মনে হবে সেখান থেকে বেগুনী রঙের আলো নি:সৃত হচ্ছে। আর ৭০০ ন্যানোমিটারের ক্ষেত্রে মনে হবে টর্চ লাইটটির আলো লাল।
নিউটন তার বিখ্যাত প্রিজম পরীক্ষার মাধ্যমে সূর্যের আলোকে বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্যে বিশ্লেষণ করে প্রমাণ করেছিলেন যে সূর্যের আলো আসলে সাত রঙের সমষ্টি। যার সাহায্যে রঙধনুর ঘটনা ব্যাখ্যা করা যায় এবং বাংলায় আমরা সাতটি রঙকে সংক্ষেপে ‘বেনীআসহকলা’ বলে থাকি।
বেনীআসহকলা: বেগুনী, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা এবং লাল।
সাদা রঙের ব্যাখ্যা:
নিউটনই আবার প্রমাণ করেছিলেন যে সূর্যের আলোর সাতটি রঙ মিশিয়ে সাদা রঙ তৈরি করা যায়।
আপনার কাছে যদি এমন সাতটি টর্চ বা অন্য কোন আলোক উৎস থাকে যেগুলোর প্রত্যেকটি থেকে সাতটি আলাদা আলাদা রঙের আলো নি:সৃত হয় তবে সাতটি টর্চ একত্রে জ্বালিয়ে আপনি সাদা রঙের আলো সৃষ্টি করতে পারবেন। অর্থাৎ সাদা হচ্ছে সব রঙের সমাহার। আর কালো হচ্ছে রঙের অনুপস্থিতি বা অন্ধকার।
মৌলিক রং
তবে সাদা রং সৃষ্টির জন্য সাতটি রং জরুরি নয়। কেবল তিনটি রঙের মাধ্যমেই সাদাসহ যেকোনো রঙে সৃষ্টি সম্ভব। এই তিনটি রঙকে বলা হয় মৌলিক রং (Primary color)। যেমন লাল ও সবুজ রঙের সমন্বয়ে হলুদ রং সৃষ্টি হয়। নিচের চিত্রের মাধ্যমে এটি দেখানো হল।
আমাদের চোখও তিনটি মৌলিক রঙের মাধ্যমেই রঙ সনাক্ত করে। কাজেই কোন আলোক উৎসের আলো কোন রঙের হবে হবে তা নির্ভর করছে সেখানে কোন কোন তরঙ্গদৈর্ঘ্যের আলো আছে এবং কোন তরঙ্গদৈর্ঘ্যের আলোর প্রভাব বেশি তার ওপর।
কিন্তু শুরু করেছিলাম যে প্রশ্নের মাধ্যমে:-
টর্চ লাইট বা যেকোনো আলোক উৎস থেকে নি:সৃত আলোর তরঙ্গদৈর্ঘ্য নির্ধারণ করে দেয়ে আলোর রং কি হবে। কিন্তু বস্তুর রঙের বিষয়টি একটু আলাদা।
১ | ২ |
---|---|
বস্তু। | কম্পিউটার মনিটর বা কোন আলোর উৎস। |
কোন রঙ শুষে নিতে পারছে না: সাদা | কোন রঙের আলো নিঃসৃত হচ্ছে না: কালো |
সব রঙ শুষে নিচ্ছে: কালো | সব রঙের আলো নি:সৃত হচ্ছে: সাদা |
কাজেই কাগজে ছবি বা রঙিন লেখা ছাপার সময় অন্যভাবে ভাবতে হয়। কালো লেখার জন্য কালো কালি ব্যবহার করা হয়। সেজন্য আলাদাভাবে কালো রঙের ব্যবস্থা থাকে। এর বাইরে থাকে আরও তিনটি রং, যেগুলো দিয়ে পছন্দমত যেকোনো রং সৃষ্টি করা যায়।
মৌলিক রঙ এবং পরিপূরক বা হ্রাসমূলক মৌলিক রঙ
You must be logged in to post a comment.
vlo
ধন্যবাদ
ভালো হয়েছে, তবে পোস্ট এ হলুদ কালার ব্যাবহার করবেন না। এতে পড়তে অসুবিধা হয়।
ধন্যবাদ। আপনার সুন্দর পরামর্শের জন্য
শিক্ষনীয় পোস্ট। ধন্যবাদ
♥
সুন্দর পোস্ট
ধন্যবাদ
ভালো লাগলো পোস্ট পড়ে।।
“ধন্যবাদ”
সত্যিই পড়তে সমস্যা হয়েছে।