আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন।।
আজ নিয়ে আসলাম ২২০ টাকা মূল্যের Offline Browser pro এপ ও এর রিভিউ ••••✓
⛔
⛔
??এপটি নিয়ে কিছু কথা??
বর্তমানে আমরা সবাই যে যার কর্ম নিয়ে ব্যস্ত থাকি,অনেক সময় আপনাদের কারো কারো খাওয়া দাওয়া করার টাইমও থাকেনা ।তো মূল কথা হলো আমরা যারা প্রযুক্তি নিয়ে ঘাটাঘাটি করি বা ভালোবাসি ।ধরুন ,এই ট্রিকবিডির কথা?মনে করেন আপনি একটা আপনার গুরুত্বপূর্ণ পোস্ট পেয়েছেন বা পড়ছেন,, হঠাৎ আপনাকে একটা কাজের জন্য ডাক পড়লো
এখন আপনার এদিকে এম্বির মেয়াদ ও শেষ হবে এখন ?এখন আপনি কি করবেন?
তো অনেকে এই সমস্যায় পড়ে থাকে ,তাই আজ এই এপ নিয়ে হাজির ,যেটায় আপনারা অনলাইন এ ওয়েব পেজের সবকিছু ডাউনলোড করে রাখতে পারবেন এবং তা আপনি পরবর্তিতে অফলাইন বা কোনো প্রকার নেট কানেকশন ছাড়াই ডাউনলোড কৃত পেইজটি ভিজিট করতে পারবেন
তো চলুন শুরু করা যাক
??⚠️??⚠️
এই পোস্ট এই প্রথম আমি নিজেই করলাম এবং Google এ এটি এই মাত্র প্রকাশিত হবে না কারন এর আগে এটি নিয়ে পোস্ট হয়েছে,কিন্তু সেটা ভিন্ন নিয়ম।তাই পোস্ট কপি করলে Credit দিবেন Full Credit : Monir Sariar ☺️amp; ?
আর কনো সমস্যা হলে কমেন্ট করবেন সমাধান দেওয়া চেষ্টা করবো।
নিচের দেওয়া লিঙ্ক থেকে প্রথমে এপটি নামিয়ে নিন
???
এখন নিচের স্ক্রিন শর্ট গুলো লক্ষ্য করুন
১ম এ এপটিতে প্রবেশ করি
তারপর Password চাবে, আপনারা monir দিবেন
তারপর দেখুন যদি এমন লেখা আসে তাহলে Buy এ ক্লিক করে ,প্লে স্টোর থেকে হালকা ঘুরে আসবেন তাহলে আর এই সমস্যা দেখাবেনা
তো অসব ঝামেলা পার হয়ে থাকলে এপটার দিকে একটু দেখি?দেখুন কতো মোলায়েম ???
তো আমরা কোনো পেইজে ভিজিট করি বা আমারা সেইভ রাখতে চাই সেই পেইজ এ ভিজিট করার জন্য দেখানো যায়গায়। ক্লিক করবেন
হা দেখুন আমার এই পেইজটি খুব গুরুত্বপূর্ণ ,এটি আমি অফলাইন এ পড়তে চাই
এখন এটি আপনারা 2 টি উপায়ে করতে পারবেন
প্রথম –পেইজ ডাউনলোড
তো ডাউনলোড করতে দেখানো যায়গায় ক্লিক করবেন
এখানে হালকা অপেক্ষা করবেন ।
দ্বিতীয়– Recording
এখানে Page Recording করতে দেখানো যায়গায় ক্লিক করুন✌️
মনে রাখবেন এখানে আপনি যা যা করবেন,অফলাইন এ তাই তাই করতে পারবেন
চলুন এখন অফলাইন এ যাই এবং পেইজ 2টি ভিজিট করি
?ব্যাস আজকের পোস্ট এখানেই শেষ হলো ??
তো আজ এই পর্যন্ত । কোনো সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করুন-
TrickBd.com
I Love TrickBD
আমার প্রশ্ন আমার মোবাইল এ ৪ থেকে ৫ দিন যেকোনো পেজ অফলাইন এ পড়া যায় এ এপ থেকে কত দিন পর্যন্ত পড়া যাবে
না লাগলে এড়িয়ে জান?️
পেইজ সেইভ করা যায় না এরকম কোন ব্রাউজার আমার চোখে পরে নাই।
Uc browser: পেইজের উপরে টাচ করে হোল্ড করেন পেইজ সেইভ এন অপশন পাবেন, সেইভ করুন। তারপর ব্রাউজারের ডাউনলোড অপশনে গিয়ে নিচের দিকে স্ক্রল করুন Webpage অপশন পাবেন, ক্লিক করুন। আপনার সেইভ করা পেইজ দেখতে পাবেন।
Opera Mini: পেইজ এর উপরে ডান কর্নারে থ্রী-ডট-এ ক্লিক করুন। save for offline অপশন পাবেন, সেইভ করুন। নিচে ডান কর্নারে অপেরা সাইনে ক্লিক করুন
Offline pages অপশন পাবেন, ক্লিক করুন। আপনার সেইভ করা পেইজ দেখতে পাবেন।
ভাই এগুলা এপ লাগে না। সব ব্রাউজারেই এরকম অপশন থাকে….