আসসালামুওয়ালাইকুম
আশা করি আপনারা সবাই ভালোই আছেন।অনেকদিন পর আজ আপনাদের সামনে হাজির হলাম নতুন একটি টিপস নিয়ে।যার মাধ্যমে আপনার প্রিয় ফোনটির ফন্ট চেন্জ করতে পারবেন,এখানে ৫০০ শতরও বেশী ফন্ট আছে।
অবশ্যই আপনাকে Root User হতে হবে
তাহলে চলুন শুরু করিঃ
এই কাজ করার জন্য আপনাকে অবশ্যই একটি apps install করে নিতে হবে।
তাহলে ইনষ্টল করে নিন
Google Playstore
আশা করি ইনষ্টল করে ফেলেছেন।
প্রথমে app টি open করুন,এবং Screenshot গুলো ভালোকরে ফলো করুন।
দেখুন অনেক ভাষার ফন্ট আছে, আমি English এ গিয়ে দেখালাম।দেখুন ফন্টগুলো, এখন Find এ যান
এখন পছন্দমত ফন্ট সিলেক্ট করুন,আমি করলাম
নিচে দেখুন Download আছে,ওখানে ক্লিক করে ডাউনলোড করুন
এখন SET এ ক্লিক করুন
এখন skip এ ক্লিক করুন
রুট পারমিশন দিয়ে নিন
এখন Ok তে ক্লিক করুন
এখন মোবাইল আপনা আপনি Reboot নিবে।
Font পরিবর্তন করার আরও পোষ্ট করা আছে।আমার পোষ্ট নতুন এপস নিয়ে।তাই দয়া করে বাজে কমেন্ট করবেন না
আমি জানি ifont দিয়ে হবে।
কিন্তু প্রশ্ন হলো যদি ifont দিয়ে ফন্ট সেটিং করি পরে আমি আমার ডিফল্ট ফন্টে ফিরে যেতে পারবো কি??
আর এই সুপার ইউজার ফোনে কিভাবে আনা যায়? সুপার ইউজার জিনিসটা কি কোন অ্যাপ?