হ্যাল্লো বন্ধুরা !

আশা করি সবাই ভালো আছেন।

ইদানিং কম দামে ভালো মানের মোবাইল চালানো সম্ভব হয়েছে আনঅফিশিয়াল ফোনের কল্যানে। এই সিস্টেমে ফোনের দাম কম পড়ে কারন ফোনগুলো সকল ট্যাক্স ফাঁকি দিয়ে আসে দেশে। তাছাড়া অনেক ক্লোন ফোন আর নাম না জানা নকল ব্র‍্যান্ডও এর অন্তর্গত।

 

মোবাইল সিমের মতো হ্যান্ডসেটও আসছে নিবন্ধনের আওতায়। তাহলে আপনার আন অফিশিয়াল ফোনের কি হবে?

 

বাংলাদেশে ব্যবহৃত মোবাইল ফোনের ব্যবস্থাপনায় প্রতিটি হ্যান্ডসেটকে নিবন্ধনের আওতায় আনার কথা জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা-বিটিআরসি।

 

বাংলাদেশে বছরে ২৫ থেকে ৩০ ভাগ মোবাইল হ্যান্ডসেট নানা অসাধু উপায়ে সরকারি কর ফাঁকি দিয়ে দেশের বাজারে চলে আসছে। এতে প্রতিবছর ৮শ থেকে এক হাজার কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার।

 

তাই অবৈধভাবে আমদানি ও নকল মোবাইল হ্যান্ডসেট চিহ্নিত করার পাশাপাশি বাংলাদেশের মোবাইল নেটওয়ার্কে যতোগুলো রেডিও ডিভাইস অর্থাৎ মোবাইল হ্যান্ডসেট ব্যবহৃত হবে সেই সেটগুলোকে নিবন্ধনের আওতায় আনতে এই সিদ্ধান্ত নেয়ার কথা জানায় সংস্থাটি।

 

এতে গ্রাহকদের সিমের মতো হ্যান্ড-সেটটিও নিবন্ধিত থাকবে।

 

বিটিআরসি স্পেকট্রাম বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাসিম পারভেজ জানান এতে অবৈধভাবে আমদানি, চুরি ও নকল হ্যান্ডসেট প্রতিরোধ করা যাবে, গ্রাহকদের নিরাপত্তা নিশ্চিত করা যাবে, মোবাইল ফোনের হিসাব রাখা যাবে। সবশেষে সরকারি রাজস্বের ক্ষতি ঠেকানো সম্ভব হবে।

 

তিনি জানান মূলত তিনটি ধাপে এই প্রক্রিয়াটি শুরু করা হবে।

 

প্রথম ধাপ: বৈধ ফোন চিনে রাখুন

 

প্রথমত, বাংলাদেশে যতোগুলো হ্যান্ডসেট বৈধভাবে আমদানি হচ্ছে এবং স্থানীয়ভাবে যে মোবাইলগুলো অ্যাসেমব্লিং করা হচ্ছে বা উৎপাদিত হচ্ছে সেগুলোর ১৫ ডিজিটের স্বতন্ত্র আইএমইআই নম্বর নিয়ে একটি বৈধ ফোনের ডাটাবেজ তৈরি করা হবে।

 

এতে মানুষ যখন মোবাইল ফোন কিনতে যাবেন তখন তারা সেই সেটটির আইএমইআই নম্বর দিয়ে জানতে পারবেন যে তাদের সেটটি বৈধ নাকি অবৈধ।

 

দ্বিতীয় ধাপ: হ্যান্ডসেট কিভাবে নিবন্ধন করবেন

 

দ্বিতীয় ধাপে বিটিআরসি তাদের ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রার (ইআইআর) খসড়া নির্দেশনা- ইআইআর তৈরি করবে। যার আওতায় দেশের প্রতিটি সক্রিয় সেটকে নিবন্ধনের আওতায় আনা হবে।

 

এরইমধ্যে বিশ্বের বড় বড় কোম্পানির ইআইআর যাচাই করে বাংলাদেশের জন্য প্রযোজ্য ২৪ পাতার একটি প্রতিবেদন তৈরি করেছে বিটিআরসি।

 

প্রতিবেদনটি যাচাইয়ের জন্য মোবাইল অপারেটরগুলোর কাছে পাঠানো হয়েছে।

 

সেখানে যদি কোন সংশোধনের প্রয়োজন তাহলে সেটা সম্পন্ন করে চূড়ান্ত অনুমোদনের জন্য প্রতিবেদনটি বিটিআরসির কমিশনে পাঠানো হবে। প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরেছে বিবিসি বাংলা।

 

ওই প্রতিবেদনে আরও তুলে ধরা হয়েছে- খসড়া নির্দেশনাটিকে চূড়ান্ত হলে প্রত্যেক অপারেটরকে তাদের নেটওয়ার্কের আওতায় থাকা প্রতিটি সক্রিয় হ্যান্ড-সেটের ডাটাবেজ তৈরির সময় বেঁধে দেয়া হবে।

 

এখানে গ্রাহকদের হ্যান্ডসেট নিবন্ধনের জন্য কোথাও যেতে হবেনা।

 

তারা নিজেদের নিবন্ধিত সিমটি সেটে সক্রিয় করলেই সেটটি ওই নামে স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধন হয়ে যাবে।

 

ওই সেটে যদি দ্বিতীয় সিম ব্যবহার করতে হয় তাহলে সেটাও অবশ্যই একই নামে নিবন্ধিত সিম হতে হবে।

 

এছাড়া কারও যদি একাধিক সেট থাকে তাহলে তিনি দ্বিতীয় সেটটিতে যে নামের সিমটি সক্রিয় করবেন, সেই নামেই সেটটি নিবন্ধিত হয়ে যাবে। তখন ওই সেটে অন্য নামের কোন সিম চলবেনা। অর্থাৎ একটি সেট একজনের নামেই নিবন্ধিত হবে।

 

এভাবে একেকটি অপারেটরের আলাদা ডাটাবেজ সম্পন্ন হবে।

 

আপনার হ্যান্ডসেটটি কোন ক্যাটাগরির?

 

এরপর এই ডাটাবেজকে ব্ল্যাক, হোয়াইট ও গ্রে- এই তিনটি ক্যাটাগরিতে ভাগ করা হবে।

 

খসড়া নির্দেশনায় ‘হোয়াইট’ বলতে বোঝানো হয়েছে বৈধভাবে আমদানি করা এবং দেশে বৈধভাবে তৈরি হ্যান্ডসেটগুলোকে। অর্থাৎ যে সেটগুলো বিটিআরসি নিবন্ধিত।

 

‘গ্রে’ ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করা হবে। ক্লোন, অনুমোদনহীন নকল, অবৈধভাবে আমদানি হয়ে আসা সেটগুলোকে।

 

এই সেটগুলো অবৈধ হলেও এবারের মতো সেগুলোকে অনুমোদন দেয়া হবে।

 

যারা ইতোমধ্যে এগুলো ব্যবহার করছেন বা দেশের বাইরে থেকে আনিয়েছেন তাদেরকে একটি সময় বেঁধে দেয়া হবে যেন তারমধ্যেই তারা নিবন্ধিত সিম দিয়ে সেটটিকে সক্রিয় করে নেন।

 

অন্যদিকে চুরি যাওয়া হ্যান্ড-সেটের আইএমইআই, মেয়াদ উত্তীর্ণ আইএমইআই যুক্ত সেট, নকল আইএমইআই সম্পন্ন হ্যান্ডসেটগুলোকে ‘ব্ল্যাক’ ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করা হবে।

 

যখন পূর্ণাঙ্গ ডাটাবেজ তৈরি হয়ে যাবে তখন সম্পন্ন করা হবে সর্বশেষ অর্থাৎ তৃতীয় ধাপের কার্যাদি।

 

তৃতীয় ধাপ: কমন সার্ভার

 

তৃতীয় ধাপে সরকার একটি প্রতিষ্ঠানকে নির্বাচিত করবে যারা বিটিআরসির জন্য এই কেন্দ্রীয় প্লাটফর্ম বা কমন সার্ভার তৈরি করবে। যেখানে প্রত্যেকটি অপারেটরের ডাটাবেজগুলো সিঙ্ক্রোনাইজ হবে।

 

অর্থাৎ বাংলাদেশে সক্রিয় প্রতিটি হ্যান্ডসেট কেন্দ্রীয়ভাবে ব্যবস্থাপনার আওতায় আনা হবে। তখন এর নাম হবে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রার- এনইআইআর।

 

এতে ইআইআর এ নতুন কোন ডেটা সংযুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে সেটা এনইআইআরে চলে আসবে।

 

সেট বিক্রি করতে গেলে বা হারিয়ে গেলে কি করবেন?

 

কেউ যদি তার নিবন্ধিত সেট অন্য কাউকে দিতে চান বা বিক্রি করতে চান তাহলে সেটটিকে পুন:নিবন্ধন করতে হবে।

 

সেক্ষেত্রে নিজের নাম অনিবন্ধিত করে যার কাছে সেট দেবেন তার নামে হ্যান্ডসেটটি নিবন্ধিত করতে হবে। সেটা কিভাবে করা হবে সেটা কমিশন সিদ্ধান্ত নিয়ে জানিয়ে দেবে।

 

তৃতীয় কোন প্রতিষ্ঠান বা মোবাইল ফোন অপারেটরদের এই দায়িত্ব দেয়া হতে পারে বলে জানান তিনি।

 

এছাড়া যদি আপনার ফোন হারিয়ে যায় বা চুরি যায় সেক্ষেত্রে ওই প্রতিষ্ঠানটি আমার পরিচয় শনাক্ত করে ফোনটি লক করে দেবে। যেন আপনার ফোনটি কেউ কোথাও ব্যবহার করতে না পারে।

 

ব্যতিক্রম:

 

তবে কর্পোরেট সিম ও সেটের ক্ষেত্রে নিয়মটা কিছুটা ভিন্ন। যেমন আপনার অফিস যদি আপনাকে একটি সিম ও হ্যান্ডসেট দেয়।

 

সেক্ষেত্রে আপনার ব্যক্তিগত মোবাইল নম্বর দিয়ে ওই সেটটি আগে নিজের নামে নিবন্ধন করে নিতে হবে। তারপর তাতে কোম্পানির সিম ব্যবহার করা যাবে।

 

এছাড়া সরকার চাইলে তাদের বিশেষ নির্দেশনায় বিশিষ্ট তালিকাভুক্ত ব্যক্তিদের হ্যান্ডসেট ব্যবস্থাপনার বাইরে রাখতে পারবে।

সুত্রঃatctoto.com

38 thoughts on "[Must Read] আন অফিশিয়াল ফোনের দিন শেষ, খুব দ্রুত নেয়া হচ্ছে ব্যবস্থা(IMEI রেজিস্ট্রেশন) কি কি করা হবে? আর আমাদের করনীয় কি?"

  1. SafiullahArqami Contributor says:
    ধন্যবাদ
  2. SafiullahArqami Contributor says:
    ধন্যবাদ
  3. HollowMan Author says:
    বড়ই দুঃখের সংবাদ
  4. FS SAKIL Contributor says:
    আপনার বাজেটের মধ্যে আপনার পছন্দের যেকোনো ওয়েবসাইট তৈরি করতে আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের তৈরি ওয়েবসাইট এডমিন প্যানেল এর মাধ্যমে আপনি খুব সহজে নিজেই পরিচালনা করতে পারবেন। এই জন্য আপনাকে কোন কোডিং জানতে হবে না। ওয়েবসাইট টি সম্পূর্ণ রূপে রিস্পন্সিভ হবে যা কিনা কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল ফোনে সমান ভাবে কার্যকর হবে। বিস্তারিত জানার জন্য যোগাযোগ করুনঃ-
    Facebook: https://free.facebook.com/azizurrahman.santo
  5. MRI Riad Contributor says:
    Vi amr onek sim ace.
    Amr to akhn o NID card hoy ni . To ami kivabe sim gulo use korte parbo ?
    Plz aktu bolen vi
    1. A A Sakib Author Post Creator says:
      আপনার কি রেজিস্ট্রেশন হয়েছে ভোটার এর জন্য?
      যদি হয়ে থাকে তাহলে ভালো আর না হলে আজই করুন।
      তখন অনলাইন কপি দিয়ে কাজ চালাতে পারবেন।
      আর যার নামে ফোন রেজিস্টার করা থাকবে তার নামেই সিম থাকতে হবে তাহলে অটো রেজিস্ট্রেশন হয়ে যাবে
    2. MRI Riad Contributor says:
      Votar hote koto boyos lage
  6. BLACK sHaDoW298 Contributor says:
    bai jodi kew চুরির phone use kore akon tahole ki kunu somossa hobe baiya…চুরির phone tar imei change kora na…baiya tahole ki kunu somossa hobe baiya…kunu jamela hobe naki baiya…plz aktu bolben kosto kore…plz baiya…
    1. A A Sakib Author Post Creator says:
      চুরির ফোনগুলো ব্ল্যাকলিস্টে রাখা হবে
      আর নজর দারিতে থাকবে
      আপাতত কোন সমস্যা নেই তবে সামনে থেকে যেসকল ফোন চুরি যাবে সেগুলো নিয়ে সমস্যা হবেই
    2. Forhad Rahman Author says:
      IMEI চেঞ্জ করে ফেললেই তো কাহিনী শ্যাষ! ?
    1. VIP Contributor says:
      Keno?
  7. mdriaz.rs Contributor says:
    হায়রে বাংলাদোষ (বাংলাদেশ) আরাও কত কি দেখুম। গত বছর কিছু হইলেই নেট বন্ধ আর এইবার মোবাইল বন্ধ।
    ভাল লাগলো,।।।
  8. NS Sabur Legend Author says:
    এর পরে প্রেম করতে ও রেজিস্ট্রেশন করতে হবে।
    1. A A Sakib Author Post Creator says:
      ?
  9. Mdaltuf Contributor says:
    ভাই আমার ভোটার এর রেজিস্টার্ড করিনি তাহলে এখন কিভাবে রেজিস্ট্রেশন করব
  10. tanmoy Contributor says:
    Whan you full copy paste,you should mention the source
  11. AhsanBD Subscriber says:
    Dangerous ????????
  12. Cútê ßøy Contributor says:
    vai imei to change korle ki shomossha hote pare?
  13. md mamun rahman sikder Contributor says:
    বড়ই দুঃখের সংবাদ
    সিস্টেম loss বাংলাদেশে হবে না
  14. Bevuty Mondal Contributor says:
    ভইয়া, আমারটা ইন্ডিয়ান পুরাতন সেট। বর্ডার এলাকা থেকে ক্রয় করা। এটাতে কি কোনো সমস্যা হবে?
    1. Mahmudcnm Contributor says:
      সবকিছু স্পষ্টভাবে লিখা আছে। আগে পোস্ট পড়েন।
  15. Imran ahmed Esha Contributor says:
    ei news ta kotha theke songroho krsn
    ?
  16. DreamStar RoNy Contributor says:
    BTRC to kokhono kono subidhar kaj korei na,r je tuku kore jonogon der ek bishal baash diya dey…Er age callrate abr ei phn registration… Sorkar er taka khaoa kom hosse to,, tai eto bebostha
  17. Silent-Arif Contributor says:
    BTRC Purai Bangla Ma* Khaise.Pura World Jekhane Telecommunication er khoros komaitase, shekhane BTRC Baraitase..Onno deshe maximum call rate fixed kore..amader deshe minimum..er upor apni joto khaite paren khan..ebar ekhan thaikkao khaibo
  18. Silent-Arif Contributor says:
    Hai re Bangali..4000/5000 taka r laigga Chelera Kendro Dokhol Korsilo..Tarar ki Etotuku Buddi Silo na ,je bashta ke kake ditase..
    1. Silent-Arif Contributor says:
      World er 38th economical country hoilo,othoso net er dam ekhono asmane.price hike er best udhahoron bangladesh..saptahe 5/6 taka koira kg proti dam bare..
  19. Mahmudcnm Contributor says:
    অনেকক ধন্যবাদ
  20. lovelyboy Contributor says:
    একবার শুনছিলাম মহল্লায় মহল্লায় সামরিক বাহিনি সার্চ দিচ্ছে, যাদের ফ্রিজে তেলাপিয়া মাছ, চিংড়ি মাছ এমনকি গরুর মাংস রাখলে ও ফ্রিজ ভেঙে দিয়ে ও যাচ্ছে।।
    পরে শুনি গুজব। এলাকায় নাকি বাবা ওয়ালাদের রেট পড়ছে।।।
    তবে ভাই আমাদের দেশে এটা ও সম্ভব ছিল।।
    মাননীয়া প্রধানমন্ত্রী দেশের মানুষ কে ত খুব ভালবাসেন, দেশের সেবার জন্য জনগন আপনাদের আবার নির্বাচিত করেছে, তাই দেশের মানুষ এর দিকে তাকিয়ে হলে ও এই রকম জোড় জুলুম করবেন না।।
    হ্যা! মোবাইল নিবন্ধন করুন এটারর দরকার আছে, তবে একটা ফোন এ একের অধিক সিম (মানে এখন একটা মানুষ সমস্যায় পড়লো, ইমার্জেন্সি কল দিতে হবে ওনার।। অথচ ওনার ফোন এ চার্জ নেই।। কিন্তু উনি ত অন্য কোন মোবাইল ও এ সিম টা ইউজ করে কল দিতে পারতেন।। কিন্তু নতুন ভাবে করা এই নিয়মের ফলে দেশ কতটা এগিয়ে যাবে জানিনা তবে মানুষ গুলো অনেক সমস্যায় পরে যাবে।।
    তাই বলছি কি দেশের জন্য ভাবার আগে দেশের মানুষ এর জন্য ভাবুন।। তখন খেয়াল করে দেখবেন দেশের জন্য ও ভাবা হয়ে গেছে।।
    And
    নিজের বউ আরেক জনের সাথে পরকীয়া করলে পাড়ার কনডমের দোকান বন্ধ করে লাভ কি,নিজের বউ ঠিক করেন।শুল্ক,কর,ট্যাক্স ফাঁকি দিয়ে মোবাইল আসে কিভাবে,কাদের সহায়তায় আসে তাদের ঠিক করেন।দেশের কোটি কোটি মানুষরে হয়রানি না করে গুটি কয়েক অসৎ কর্মকর্তাকে সংসোধন করেন।আমাদের একটু শান্তিতে থাকতে দেন।
    Ar
    তাইলে সরকারের কাছে আমারও একটা আবেদন থাকবে,প্রতিটা বিএফ-জিএফ এবং স্বামী স্ত্রীকেও নুনু ছাপের আওতায় এনে নিবন্ধন করা হউক।✋
    তখন অন্ততপক্ষে ধর্ষণ থেকে নারী ও শিশুরা রেহাই পাবে এবং স্বাধীনভাবে চলার অধিকার পাবে।✌️
  21. asmasagor Contributor says:
    ….new drama
  22. Sharif Muktagasa Contributor says:
    আর্টিকেল টা কোথায় পেয়েছেন?
    সূত্র উল্লেখ্য করার দরকার ছিল?
  23. Imran Subscriber says:
    Bangla domain name
    Visit korun => ?
    http://Www.টেক.ml
    Ar dekhun ki hoy
  24. MD.Navid Contributor says:
    তাহলে আমি যে ইন্টারনেটের জন্য ৪,৫ টা সিন একই মোবাইলে ব্যাবহার করি সেটা আর করতে পারবো না?
    1. A A Sakib Author Post Creator says:
      nah
      apnar name e register sim diye phn calate parben only

Leave a Reply