বিসমিল্লাহির রহমানির রাহিম
.
Hello Friends সবাই কেমন আছেন…..? আশা করি সবাই ভালো আছেন । আমি আল্লাহর রহমতে ভালোই আছি ।আসলে কেউ ভালো না থাকলে TrickBD তে ভিজিট করেনা ।তাই আপনাকে TrickBD তে আসার জন্য ধন্যবাদ ।ভালো কিছু জানতে সবাই TrickBD এর সাথেই থাকুন ।
.
বিশ্বসেরা নেইমার জুনিয়র । বর্তমানে সবচেয়ে আলোচিত ফুটবলারদের মধ্যে অন্যতম একজন । একজন বিশ্বসেরা নেইমার হয়ে উঠার পেছনে ছিলো কঠোর সংগ্রাম আর দুঃখ- দুর্দশার গল্প । সাও পাওলোর ফুটপাত থেকে আজ একজন সফল প্রফেশনাল বিশ্বসেরা ফুটবলার এক কঠিন বন্ধুর পথ পাড়ি দিতে হয়েছে তাকে ।
.
দা সিল্ভা স্যান্তোস জুনিয়র- যাকে আমরা সবাই নেইমার নামেই জানি । একজন চৌকস ব্রাজিলিয়ান খেলোয়াড় যিনি স্প্যানিশ ক্লাব বার্সেলোনা এবং ব্রাজিল জাতীয় দলের হয়ে একজন
ফরোয়ার্ড বা উইঙ্গার হিসেবে খেলেন । অন্য সব কিংবদন্তী খেলোয়াড়দের মত নেইমারেরও ফুটবল নেইমার জীবন শুরু হয় অলি-গলিতে খেলে ।
.

.
বাবা সিনিয়র নেইমার দা সিল্ভা একজন প্রাক্তন ফুটবলার এবং পরবর্তীতে নেইমারের পরামর্শক
হিসেবে কাজ করেন । নেইমার তাঁর পিতার ভুমিকা সম্পর্কে বলেন, “আমার পিতা আমার পাশেই থাকেন সেই ছোটবেলা থেকেই এবং তিনি সবকিছুর খেয়াল রাখেন । তিনিই আমার সব সময়ের সঙ্গী এবং আমার
পরিবারের অন্যতম একজন ।‘ খুব কম বয়সেই একজন দক্ষ ফুটবলার হিসেবে বেড়ে উঠে নেইমার । মাত্র ১৭ বছর বয়সে নেইমার প্রফেশনাল তার ফুটবলার হিসেবে খেলা শুরু করেন, আর
শুরু করার মাত্র দুই বছর পর
২০১১-২০১২ সালে সাউথ
আমেরিকান ফুটবলার অ্যাওয়ার্ড
নিজের নামে করে নেন । এছাড়াও আরও অসংখ্য পুরস্কার ঝুলে আছে তার ঝুড়িতে । চলুন তার আগে
আমরা নেইমারের জীবনের উত্থানের কথা জেনে নেই ।
আমার পিতা আমার পাশেই থাকেন সেই ছোটবেলা থেকেই
এবং তিনি সবকিছুর খেয়াল রাখেন নেইমারের জন্ম ৫ ফেব্রুয়ারি ১৯৯২, ব্রাজিলের মগি দাস ক্রুজেস নামক স্থানে । তার বাবা সিনিয়র নেইমার ডা সিল্ভা এবং মা নান্দিনি সান্তস । যেহেতু বাবা একজন প্রফেশনাল ফুটবলার ছিলেন, তাই প্রথম হাতেখড়িটা বাবার কাছেই । খুব অল্প সময়েই তিনি ব্রাজিলের সান্তস ফুটবল ক্লাব কর্তৃপক্ষের নজরে আসেন তিনি ।
.

.
সালে সান্তস ফুটবল ক্লাব খেলায় চুক্তিবদ্ধ করেন নেইমারকে । এবং তাঁকে যুব একাডেমিতে খেলানো
হয় । কয়েক বছর সান্তসের যুব
একাডেমিতে এ থাকার পর এই

ক্লাবেরই সিনিয়র টিমে তাঁকে সাইন করানো হয় । এভাবে তিনি ১৭ বছর বয়সে প্রফেশনাল ক্লাবে খেলা শুরু করেন । আর দেখতে দেখতেই সে তার টিমের একজন দক্ষ গোল মেকারে পরিণত হন ।
সান্তসের হয়ে ২২৫ ম্যাচে ১৩৬
গোল করেন তিনি ।
.
২০০৩ বার্সেলোনার হয়ে ৪০৬ ম্যাচে ২৩৬ গোল করেন
.

.
নেইমার মাত্র ১৪ বছর বয়সে
স্পেনের ক্লাব রিয়াল মাদ্রিদে
খেলার প্রস্তাব পেয়েছিলেন । কিন্তু
ব্রাজিলে ওই সময়ে তার অদ্ভুত
ট্যালেন্টের জন্য বিপুল অর্থের
বিনিময়ে নিজেদের ক্লাবে
খেলানোর জন্য তাঁকে রেখে দেয় ।
এদিকে নেইমার দিনে দিনে এই
ক্লাবের হয়ে তার খেলার ধারাবাহিকতাকে আরও জোরালো
করতে থাকে । নেইমার হয়ে উঠতে থাকলেন একজন নিখুঁত ফুটবল প্লেয়ার।
.
খেলা দেখে বড় বড় ফুটবল ক্লাবগুলো তাঁকে নেয়ার জন্য
আলোচনায় বসে গেল । ২৭ মে
২০১৩ সালে নেইমার প্রায় ৭৬
মিলিয়ন ডলারে বার্সেলোনায় হয়ে
খেলার জন্য চুক্তি স্বাক্ষর করেন ।
২০১৪ সালে বিশ্বকাপ ফুটবলে
নেইমার ব্রাজিলের একজন দারুণ
সম্ভবনাময় খেলোয়াড় হিসেবে দলে
খেলেছেন । এই বিশ্বকাপে তার দল
ব্রাজিল ছিল ষষ্ঠ বিশকাপ জয়ের
খোঁজে ।
.

.
কিন্তু চার ম্যাচ খেলায় পর তার দুর্ভাগ্যজনকভাবে তিনি কোয়াটার
ফাইনাল ইঞ্জুরিতে পড়েন । জার্মানির বিপক্ষে সেমিফাইনালে
সে ম্যাচে তার খেলা হয়নি । আর
ব্রাজিল ওই সেমিফাইনালে খুব
বাজেভাবে হেরে যায় । নেইমার
ইঞ্জুরি থেকে ফিরে আবারও আগের মত খেলা শুরু করেন, ২০১৪-২০১৫ সেশনে বার্সেলোনা হয়ে ৩৯ গোল করেন নেইমার ।
.
এখন পর্যন্ত তিনি বার্সেলোনার হয়ে
৪০৬ ম্যাচে ২৩৬ গোল করেন।
.
ফুটবল বিশেষজ্ঞদের ধারণা,
বর্তমানে হয়ত মেসি কিংবা
রোনালদোর প্রভাবে কিছুটা
আলোচনার আড়ালে পড়ে আছেন নেইমার কিন্তু আগামী ৫ বছরের মধ্যে ফুটবল রাজত্ব চলে আসবে নেইমারের হাতে । আগামী দিনগুলোতে নেইমার আসলেই
ফুটবল রাজত্ব করবে কিনা সেটা
সময়ই বলে দেবে । আপনার কি মনে হয়, নেইমার কি পারবে মেসি কিংবা রোনালদোকে ছাড়িয়ে যেতে ?
.
.
ফেসবুকে আমি = MD Shakib Hasan

30 thoughts on "[জানা অজানা পর্ব =৩] সাও পাওলোর ফুটপাত থেকে বিশ্বসেরা নেইমার | সংক্ষিপ্ত জীবনী"

  1. Mr.tech Author says:
    খুব ভাল পোস্ট।আপনি আর এগিয়ে যান।☺
    1. MD Shakib Hasan Contributor Post Creator says:
      Thank You 🙂
    1. MD Shakib Hasan Contributor Post Creator says:
      Thank You 🙂
  2. Ajidur Rahman Subscriber says:
    ভালো পোস্ট!
    কিন্তু কোথা হতে কপি করেছেন সেটা উল্লেখ করলে অন্তত ভালো হতো…?
    1. MD Shakib Hasan Contributor Post Creator says:
      আপনাদের কত বলবো পোষ্ট কপি করিনা ।বই দেখে লেখি
    2. MD Shakib Hasan Contributor Post Creator says:
      ভাই অন্য সাইটে যদি নেইমার সম্পর্কে থাকে তাহলে আমি কি করবো আমি তো আর কপি করিনি
    1. MD Shakib Hasan Contributor Post Creator says:
      Thank You 🙂
  3. Author says:
    ফৈন্নির পো, কপি করস আবার অস্বীকার করস :/ তোদের জন্যই ট্রিকবিডির মান খারাপ হচ্ছে দিন দিন।
    1. MD Shakib Hasan Contributor Post Creator says:
      ভাই মানুষের সাথে ভালো ব্যবহার করেন আমি কি কখনো আপনাকে গালাগালি দিয়েছি আপনি আমাকে এই রকম খারাপ ভাষায় গালি দিচ্ছেন কেন ….? আর হে কোন পোষ্ট কপি করা এটা Admin রা দেখবে আপনি এসব বলছেন কেন কপি পোষ্ট হলে এতক্ষণে worning দিতো Admin রা এবং পোষ্ট Delete করে দিতো ।
  4. SaifMahmud366 Contributor says:
    copy post..

    reported ??

    1. MD Shakib Hasan Contributor Post Creator says:
      আপনি কোন জিনিসের উপর ভিত্তি করে বললেন যে এটা কপি পোষ্ট ।
    2. BELAL12345 Contributor says:
      ara vi same to seme copy korso taw tomar goli ato jor kano tomar uchit selo sata bola
      tumi sata boloni abar pachal parso
      http://www.pifingersmotivation.com/বিশ্বসেরা-নেইমার ai ta vitt kora bolsa bojso
    3. MD Shakib Hasan Contributor Post Creator says:
      আমার মনে হয় আমি যে বই দেখে লেখি সেই বই দেখে ঐ সাইটে পোষ্ট করেছে তাই মিলে গেলে আমি তো আর জানিনা যে এই লেখা অন্য সাইটে আছে ।এই জানা অজানা পর্ব আর লিখবনা ।
    4. BELAL12345 Contributor says:
      likban na kano ata to trickbd ta ni toba
      jodi book daka lakhan sata uleak korba kono site daka lekhan sata uleak korban
      simple
    1. MD Shakib Hasan Contributor Post Creator says:
      Thank You 🙂
  5. Akash101 Author says:
    আচ্ছা এটা কি কপি পোস্ট???
  6. MD Shakib Hasan Contributor Post Creator says:
    আমি এই পোষ্ট বই দেখে লেখেছি আমি জানতাম না এই পোষ্ট অন্য সাইটে করা আছে ।এই জন্য সবাই বলছে যে এটা নাকি আমি কপি করিছি
    1. S.m Tariqul Islam Anny Author says:
      কোন বই হতে লিখেছেন সেটা ম্যানশন করেন নি কেন? কোন কিছু নিজে না লেখলে বা অন্য কোথাও হতে সংগ্রহ করা হয় তাহলে সেখানে সেই সোর্স, লেখক বা বই কে ক্রেডিট দিতে হয়। এখন আপনাকে কপি পেস্ট নিয়ে প্রশ্ন করাতে বলেন নিজে লেখছেন পরে বলছেন বই হতে লেখছেন। তাহলে সেই বইয়ের ক্রেডিট দেওয়া উচিত ছিলো।
    2. MD Shakib Hasan Contributor Post Creator says:
      মানুষ মাত্তই ভুল ।ভুল হয়ে গেছে ক্ষমার দৃষ্টিতে দেখবেন
  7. Ajidur Rahman Subscriber says:
    অামাকে তো কখনো বলেননি যে পোস্ট বই দেখে লিখেন ?
    1. MD Shakib Hasan Contributor Post Creator says:
      বলেছি
  8. Lipon Islam Author says:
    আরে ভাই এসব জীবন কাহিনী নিয়ে পোষ্ট করার কোনো দরকার আছে । এসব জানার জন্য তো Wikipedia সাইট আছে । যত্তসব….. এসব নিয়ে আর পোষ্ট করবেন না ।
    1. MD Shakib Hasan Contributor Post Creator says:
      😡 😡 😡
  9. MD Shakib Hasan Contributor Post Creator says:
    😡 😡 😡
  10. Ashiq Contributor says:
    The best Actor in football history…!

Leave a Reply