বিসমিল্লাহির রহমানির রাহিম
.
Hello Friends সবাই কেমন আছেন…..? আশা করি সবাই ভালো আছেন । আমি আল্লাহর রহমতে ভালোই আছি ।আসলে কেউ ভালো না থাকলে Trickbd তে ভিজিট করেনা ।তাই আপনাকে Trickbd তে আসার জন্য ধন্যবাদ ।ভালো কিছু জানতে সবাই Trickbd এর সাথেই থাকুন
.
আজকে আমি মূলত জাভার কিছু বেসিক জিনিস আলোচনা করব জাভা হলো একটি প্রোগ্রামিং language যেটি Sun Microsystems ১৯৯৫ সালে অনুমোদন করে পরে ২০০৯-২০১০ সালের দিকে
ওরাকল এটিকে নিজেদের আওতায় নিয়ে আসে । জাভাকে কেও হাই লেভেল language বলে আবার কেও কেও এটিকে হাই লেভেল ও মিড লেভেলের
মাঝামাঝি বলে থাকে ।
.
.
জাভা একটি অবজেক্ট ওরিয়েন্টেড
language । এখন প্রশ্ন আসতে পারে অবজেক্ট আবার কি ? অবজেক্ট চিনতে হলে ক্লাস কি এইটা জানতে হবে । আমরা তো সবাই মানুষ তাই না তাহলে সবারই কিছু বৈশিষ্ট আছে,
যেমন উদারনসরুপ কেও দেখতে কালো কেও আবার শ্যামলা আবার কেও ফর্সা । তারা সবই কিন্তু সেই মানুষই আর মানুষই এখানে সেই class,আর এই
মানুষের যে বৈশিষ্ট আছে সেটাই
হলো অবজেক্ট তাহলে আমরা এখানে দেখতে পাই যে এই যে কালো ,শ্যামলা ,ফর্সা এই সবই হল এক একটি অবজেক্ট ।
কি কঠিন হযে জাত্ছে তাহলে আরো সহজ করে বলি আমরা চোখ দিয়ে যা কিছু দেখছি সবই অবজেক্ট আর এই অবজেক্ট গুলোর সমষ্টি হলো ক্লাস; বৈশিষ্টের উপর ভিত্তি করে ক্লাস এর অবজেক্ট পরিবর্তর হতে পারে ।
এইবার মূল topic জাভা তে ফিরে আসি জাভা প্রোগ্রামিং করতে চাইলে কিছু টুলস এবং এডিটর লাগবে । প্রথমে জাভা ডেভলপমেন্ট কিট (JDK ) ইনস্টল করতে হবে এই ওয়েবসাইট থেকে তোমার অপারেটিং সিস্টেম অনুসারে JDK ডাউনলোড করে ইনস্টল দিবে এখানে
ইনস্টল দাও খুবই easy জাস্ট শুধু next দিতে হবে আর JRE (java run time environment ) auto ইনস্টল নিবে by default এটি C:\\ ড্রাইভ এ ইনস্টল নিবে । এখন কোড লেখার জন্য চাই এডিটর আমরা একানে eclipse
use করব eclipse এর সব থেকে latest ভার্সন ডাউনলোড করে নেওয়া ভালো
এখানে
এর পর eclipse set up দিতে হবে ।eclipse এর একটা সর্টকাট ডেস্কটপ করে রাখব যাতে future এ সুবিধা হয় ।এখন আমরা আমাদের eclipse টি ওপেন করব । এখন window option এ ক্লিক করব .এখান থেকে Reset Perspective এ ক্লিক করব এই option অ ক্লিক করের সাথে eclipse এর ভিউ টা চেঞ্জ হবে , এখন বাম সাইড এর একবারে কোনায়
file নামের একটি option আছে ।
.

এই file অপসনটিতে ক্লিক করলে
new অপসন পাব ।নিউ অপসনে ক্লিক করে আমরা java project সিলেক্ট করব ।
এরপর একটি window খুলবে ।
window টিতে আমরা project name দিব .আমরা একটি নাম দিলাম JavaProject .এখানে
খেয়াল রাখতে হবে যে প্রজেক্ট
name এর মাঝে কোনো রকম স্পেস হবে না । এখন প্রজেক্টটি আমরা কোথায় সেভ করতে চাই এর জন্য use default location এই অপসনটি
থেকে টিক উঠিয়ে দিব , এতে আমরা location browse
করতে পারব । এখন JRE এই
option এ jdk এর latest যে ভার্সনটি আমরা নামিয়ে ছিলাম সেটি এখানে show করবে । এখানে ভার্সনটি আমরা সিলেক্ট করে দিব ।এখন window টির next
অপসনে ক্লিক করব এতে আরেকটি window আসবে এখানে আমরা ফিনিশ বাটনে ক্লিক করব । eclipse এর বাম সাইডে আমাদের প্রজেক্টটি দেখতে পাব এখন প্রজেক্টটি সিলেক্ট করে মাউস এর রাইট ক্লিক করব । new অপসনটিতে ক্লিক করব এখান থেকে class অপসনটি সিলেক্ট করব । আবার একটি
window ওপেন হবে । আপাতত আমরা pakage name use করব না । এরপর name দিব এখানে আমরা প্রজেক্ট name এর মত একটি
নাম দিব কিন্তু কোনো রকম স্পেস
use করা যাবে না public static void main(String[] args) এই
অপসনটিতে ক্লিক করব বাকি সকল অপসন থেকে টিক চিন্ন উটিয়ে দিব । ফিনিস অপসনে ক্লিক দিব । এখন src ফোল্ডার এর মধ্যে default pakage folder এ ক্লিক করলে আমরা একটা জাভা ফাইল দেখতে পাব ।
eclipse এর কিছু image নিচের লিংক এ দেখলে concept আরো clear হবে
java ফাইলটি double ক্লিক করে ওপেন করি দেখা যাবে এই রকম একটি syntax :
public class Test {
public static void main
(String[] args) {
}
}
এখানে void main এর মধ্যে
আমরা code করব ।
আপাতত আমরা আজকে একটি লেখা প্রিন্ট করি
public class Test {
public static void main
(String[] args) {
System.out.println
(“Hello Viewer Welcome
To Efireit.com”);
}
}
এখানে আমরা দেখতে পারছি একটি নতুন লাইন লেখা হয়েছে
System.out.println(” “); এর ভিতর যা কিছু লেখব সবই প্রিন্ট হবে ।
.
আজকে আর নয় যে এই পোষ্ট টি করতে আমাকে সাহায্য করেছ তিনি হলেন M.Raihan ভাই ।এই পোষ্ট পুরা Cradite তার ।তার Photo

ফেসবুকে আমি = MD Shakib Hasan
.
আমি জাবা ইউজারদের জন্য Group খুলেছি সকলে Join করেন । Java Mobile Tips
.
আর হে পোষ্টটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন ।
.
Thanks

35 thoughts on "বাংলায় শিখুন জাভা! জাভা ব্যাসিক টিউটোরিয়াল পর্ব=০১"

  1. Shahriar Ahmed Shovon Author says:
    সুন্দর হয়েছে। কোড গুলো ট্যাগ এর ভেতর দিলে কোড গুলো ভালো মত বোঝা যেত। আর ভালো হত যদি আপনি এক ভূমিকা পর্ব দিয়ে শুরু করতেন সেখানে হালকা জাভা তৈরির ইতিহাস এবং জাভা কেন শিখবে কি হবে জাভা দিয়ে এগুলো বললে সবার শিখতে আগ্রহ বৃদ্ধি হত। তবে, আশা করি সামনে ভালো করবেন। সুন্দর করেছেন পোস্ট পুরো ব্যাসিক পর্যন্ত শেখানোর চেষ্টা করবেন।। ধন্যবাদ!!
    1. MD Shakib Hasan Contributor Post Creator says:
      Thank You
  2. Shahriar Ahmed Shovon Author says:
    ভাই ক্যাটাগরি টা এডিট করে ঠিক করুন। লিখেছেন জাভা টিউটোরিয়াল আর ভুল করে হয়ত জাভাস্ক্রিপ্ট দিয়ে ফেলেছেন ক্যাটাগরিতে।।
    1. MD Shakib Hasan Contributor Post Creator says:
      ভাই Trickbd তে কোন জাবা টিউটোরিয়াল নামা Categories নেই তাই Java scrite এ দিয়েছি
  3. Shahriar Ahmed Shovon Author says:
    কে বলেছে নাই?? Java Programming আছে তো
    1. MD Shakib Hasan Contributor Post Creator says:
      করে দিয়েছি
  4. NK NABID ISLAM Author says:
    Nc…Amer Post Publish Koren
    1. MD Shakib Hasan Contributor Post Creator says:
      Trainer Request করেছো কি …?
    2. MD Shakib Hasan Contributor Post Creator says:
      তাহলে অপেক্ষা করেন Admin রা পোষ্ট দেখে ভালো হলে Trainer করবে
    3. NK NABID ISLAM Author says:
      Apni Dekhte Paren.Kono Copy Noy Mansommoto.
    4. NK NABID ISLAM Author says:
      Apner Kache Akta Help Chai.Fb Massage Cheke Koren
    1. MD Shakib Hasan Contributor Post Creator says:
      Thank You
    1. MD Shakib Hasan Contributor Post Creator says:
      Thank You
  5. Monir Sarkar Pro Author says:
    অনেক দরকারি পোস্ট ?
    1. MD Shakib Hasan Contributor Post Creator says:
      Thanks
  6. Mr Special Contributor says:
    Valo Post..Bt Oi “Md.Raihan” K??? Unar Fb Id Er Link Dan Plz…
    1. MD Shakib Hasan Contributor Post Creator says:
      Sorry ভাই উনার ফেসবুক আইডি লিংক দিতে নিদেষ করেছে তাই দিতে পারলামনা
  7. Arafat Shahriar Contributor says:
    Post a aro explanation er dorkar cilo.R Vai, apni ki java language paren? Kono academics ase ai bishoye? Na thakle unar help niya amader shikhaitesen valo, tw be hariye jaiyan na! You must end the course!
    1. MD Shakib Hasan Contributor Post Creator says:
      Somasa ni ami aci tomedar sata….
  8. Sozib Alahi Contributor says:
    Viii tuner hobo kamne
    1. MD Shakib Hasan Contributor Post Creator says:
      ৩টা মান সম্ভত পোষ্ট করে Trainer request দিনে Admin রা Post Review করে দেখবে ভালো হলে Trainer করবে
    1. MD Shakib Hasan Contributor Post Creator says:
      Thank You
  9. Lipon Islam Author says:
    vai ai trick ta computerer ?
    1. MD Shakib Hasan Contributor Post Creator says:
      Yes 🙂
  10. nuhu25 Subscriber says:
    এন্ড্রয়েড এবং আইফোনের মধ্যে কোনটা Best?? | iPhone vs. Android: Which Is Better for You? | Ghaner Alo
    https://bit.ly/2RZPCHx
    1. MD Shakib Hasan Contributor Post Creator says:
      Spam করেন কেন…?
    1. MD Shakib Hasan Contributor Post Creator says:
      Thank You
    1. MD Shakib Hasan Contributor Post Creator says:
      Thanks
  11. asmaul2022 Contributor says:
    Good Post

Leave a Reply