আসসালামু আলাইকুম,
আশা করি ভালো আছেন।
আপনাদের জন্য আজকেও একটি টিপস নিয়ে আসলাম যা আপনাদের অনেক কাজে আসবে।তো চলুন শুরু করা যাক।
এবার থেকে আপনাকে আর ফোন স্কিন অন করে অ্যাপ খুজে ঢুকতে হবে না।। শুধু আপনার স্কিনে কিছু বর্ণমালা লিখেই আপনার অ্যাপ এ প্রবেশ করতে পারবেন খুব সহজে এবং স্কিন অফ থাকা অবস্তায় কিভাবে ২টি ক্লিক করে স্কিন অন করবেন তা নিচে দেওয়া আছে।। কাজ শুধু একটি অ্যাপ এই।
প্রথমে অ্যাপ টি ডাউনলোড করে নিন
app link:::;Smart gesture
প্রথমে অ্যাপ টি ওপেন করলে এরকম আসবে।
তারপর এখানে দেখতে পারছেন 6,b,c,m,…..আছে,, এগুলো হচ্ছে আপনি আপনার ফোন স্কিনে লিখলে কোন অ্যাপ এ প্রবেশ করবেন সেটার বর্ণ।
এবার আপনি আপনার ফোন স্কিন অফ করুন এবং ৫ সেকেন্ড অপেক্ষা করুন এবং আপনার যে অ্যাপ এ যে বর্ণ দেওয়া আছে একটি লিখুন।
এবার আপনার ফোনের লকটি আনলক করুন দেখুন আপনার আপ্পে চলে এসেছেন।
এবার এসেছি ২বার স্কিনে ক্লিক করলে কিভাবে ফোন স্কিন চালু করবেন।
শুধু এই অপশন টি চালু করুন এবং নোটিফিকেশন বারে রেখে দিন
•
• কোনো কিছু জানতে চাইলে ফ্রি ফেসবুকে আমি।
।
• খারাপ মন্তব্য থেকে বিরত থাকবেন।
ধন্যবাদ সকলকে।
6 thoughts on "ফোন স্কিন বন্ধ রেখে একটি ইংরেজি বর্ণমালা ফোন স্কিনে লিখে প্রবেশ করুন আপনার প্রয়োজনীয় অ্যাপ এ খুব সহজে এবং যাদের ফোনে পাওয়ার বাটন কাজ করে না তাদের জন্যও।। কাজ মাত্র একটি অ্যাপ এ।"