গতকাল থেকে আমি আডসেন্স/আডমুব থেকে আর্নিং বিষয়ে পোস্ট করা শুরু করছি। তো এখানে সব চাইতে বড় সমস্যা আডসেন্স ডিজাবল্ড।

 

তো আডসেন্স কেনই বা ডিজাবল্ড ও কি করলে ডিজাবল্ড হবে না, আডস শো না করলে কিভাবে ঠিক করতে হবে সেটা নিয়ে আগের পোস্টে বিস্তারিত আলোচনা করেছি।

 

তো যারা এখনো সেই পোস্ট দেখেন তারা দেখে নিন পোস্টটা – Google Admob থেকে যারা আয় করেন বা করতে চান তাদের জন্য গাইডলাইন ও আডস সমস্যার সমাধান।

 

 

চলুন মুল পোস্টে যাই –

 

আমাদের আডসেন্স ডিজাবল্ড হবার প্রধান কারনিই হলো ইনভালিড ক্লিক (বিস্তারিত জানতে আগের পোস্ট দেখে নিন) । তো এই ইনভালিড ক্লিক যদি না পরে তবে আডসেন্স নষ্ট হবার ও কোন সম্ভাবনা নাই।

 

এখন এই ইনভালিড ক্লিক থেকে আপনার আডসেন্স রক্ষা করবেন কিভাবে?

 

নিজের অ্যাপ এ নিজে ক্লিক করলেন না তাহলেই তো ইনভালিড ক্লিক আর পরল না, কিন্তু এখন আপনার অ্যাপ এ যারা কাজ করবে তাদের কেউ যদি ইচ্ছে বা অনিচ্ছাকৃত ভাবে ইনভালিড ক্লিক করে তবে সেক্ষেত্রে কি হবে?

 

হ্যা, এখান থেকেও গুগল আডসেন্স বাচানোর উপাই আছে যেইটা আজকে শেয়ার করব।

 

আপনাকে একটা বিষয় মনে রাখতেই হবে যে, নিজের অ্যাপ নিজে কখনো ক্লিক দেয়া যাবে না।

আপনি চাইলে আপনার অন্য ফোন থেকে ক্লিক দিতে পারেন কিন্তু যেই ফোনে আডসেন্স আছে সেটা থেকে কোন ভাবেই একটা সিঙ্গেল ক্লিক ও দেয়া যাবে না।

 


 

যাই হোক আপনি যখন বুঝতে পারবেন যে আপনার একাউন্ট এ ইনভালিড ক্লিক পরছে বা CTR খুব বেড়ে যাচ্ছে বা হঠাৎ করেই খুব বেশি ক্লিক পরছে তখন আপনাকে একটা ইনভালিড কন্টাক্ট ফর্ম পুরন করতে হবে।

 

এই ফর্ম পুরন করার ফলে আপনার একাউন্ট এ যে ইনভালিড ক্লিক পরছে সেটা আপনি আগেই গুগল কে জানিয়ে দিলে তো,  সেই ইনভালিড ক্লিকের ব্যালেন্স আপনার একাউন্ট এ যুক্ত হবে না।

 

একাউন্ট এ কোন ইনভালিড ক্লিক ও ধরা হবে না ও ব্যালেন্স এ ও কোন ইনভালিড ব্যালেন্স কাটা হবে না।

 

যারা এডমুব নিয়ে অনেকদিন ধরে কাজ করেন তারা প্রায় অনেকেই এই ট্রিকস টা জানে, কিন্তু কেউ কখনো আপনার সাথে এভাবে শেয়ার করবে না। কারন প্রত্যেকে নিজেই কামাতে চায়, কাউকে ভাগ দিতে চায় না।

 

আমি আপনাদের সাথে ফ্রিতেই শেয়ার করছি, যদি উপকার হয় আমার ইউটিউব চ্যানেলের লিংক পোস্টের শেষে দিয়ে দিব একটু সাবস্ক্রাইব কইরেন। ?

 

ইনভালিড কন্টাক্ট ফর্ম লিংক-  https://support.google.com/adsense/contact/invalid_clicks_contact

 

 

ফর্ম কিভাবে পুরন করবেন?

 

সাইটে ভিজিট করলে এ রকম একটা পেইজ পাবেন এখানে প্রথম ঘরে আপনার নাম দিবেন।

 

 

এর পর নিচের দিকে দেখবেন আরেকটা ঘর “Contact Email Address”

এখানে আপনার যে মেইল দিয়ে আডমুব খোলা সেই মেইল দিবেন।

 

 

 

 

এর পর তার নিচের ঘরে দেখবেন “Adsense Publisher ID”

 

এখানে আপনার আডসেন্স/আডমুব এর পাবলিশার আইডিটা দিবেন।

 

 

 

এর পরের ঘরে সেখানে দেখবেন লেখা আছে “URL where adcode appear ” এখানে আপনার অ্যাপ এর লিংক দিবেন।

 

 

 

এর পর তার নিচের ঘরে ক্লিক করে “Reporting unusual activists in my account” এইটা সিলেক্ট করে দিবেন।

 

 

 

 

আপনার কাজ শেষ, বাকি ঘরগুলোতে কিছু দিতে হবে না। এবার একদম নিচ থেকে Submit লেখায় ক্লিক করেন।

 

 

 

কোথাও কেউ না বুঝলে ভিডিও দেখে কাজ করতে পারেন। নিচের লিংক থেকে ভিডিও দেখে নিতে পারেন।

ভিডিও লিংক- Adsense/ Admob disabled problem solve | No disabled for self click or invalid click!

 

আর কেউ এডমুব না খুলতে পারলে এইভিডিও দেখে খুলে নিবেন।

 

ভিডিও – How to create a professional admob / adsense account and get approved in 12 hours!

 

 

এই ছিল আজকের ট্রিকস। এটা মেনে চললে আশাকরি কোন সমস্যা হবে না। আর হা ফোর্স ক্লিক কিন্তু করা যাবে না কোনভাবেই না, আর করলে এই ট্রিকস কাজ করবে না।

 

এরকম ট্রিকস নিয়মিত পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন।

 চ্যানেল- Salam The XDA     

32 thoughts on "আডসেন্স ডিজাবল্ড সমস্যার সমাধান আর ডিজাবল্ড হবে না কখনো!"

  1. Robin_Raza Contributor says:
    CTR koto % rakha valo..??
    1. Tanzim Hasan Abir Author Post Creator says:
      CTR রাখলে গেলেই সমস্যা, কাজ করবেন যা থাকে থাক।

      যদি রিয়েল ভাবে কাজ করেন তবে CTR 50/60 হলেও সমস্যা নাই আর ফেইক কাজ করলে CTR 0.50/0.60 থাকলেও একাউন্ট নষ্ট হবে।

  2. Umar Author says:
    ব্যাক আসার প্রমাণ কোথায় ভাই।।।
    1. Tanzim Hasan Abir Author Post Creator says:
      আপনি সম্ভবত পোস্ট ভাল ভাবে পড়েন নাই। এটা ডিজাবল্ড আডসেন্স ফিরিয়ে আনার ট্রিকস না ব্র!

      এটা ডিজাবল্ড হবার আগেই করে রাখতে হবে যাতে ডিজাবল্ড না হয়।

  3. MD Shakib Hasan Contributor says:
    প্রমাণ টা দিন
    1. Tanzim Hasan Abir Author Post Creator says:
      Kiser proman bro? Seta to bolben?
  4. Tootadill Contributor says:
    amar AdSense ace… BT, Ami admob a aj akta account korchi oi gmail ta diye e tahole ki kono problem hobe??
    1. Tanzim Hasan Abir Author Post Creator says:
      Na bro!
  5. আচ্ছা ভাই আমার ৩ টা প্রশ্ন জানার খুব দরকার আশা করি উওর পাব !
    ১/আমার ফোনে আমার এডসেন্স আছে এখন আমি যদি অন্য কারো এপ এ ক্লিক করি তাহলে কি তার এডসেন্স এ কোন সমস্যা হবে ?
    ২/আর যদি আমার ফোন দিয়ে আমার এপ এ শুধু এড সোও করাই ক্লিক করবো না তাহলে কি কোন সমস্যা হবে?
    ৩/ আমার এপ এ অন্য ফোন দিয়ে যদি দিনে অনেক ক্লিক করি তাহলে কি কোন সমস্যা হবে?
  6. Akash5 Contributor says:
    valo kono high aia file thakle diyen bro
    1. Tanzim Hasan Abir Author Post Creator says:
      Ache, kal dibo.
    2. আচ্ছা ভাই আমার ৩ টা প্রশ্ন জানার খুব দরকার আশা করি উওর পাব !
      ১/আমার ফোনে আমার এডসেন্স আছে এখন আমি যদি অন্য কারো এপ এ ক্লিক করি তাহলে কি তার এডসেন্স এ কোন সমস্যা হবে ?
      ২/আর যদি আমার ফোন দিয়ে আমার এপ এ শুধু এড সোও করাই ক্লিক করবো না তাহলে কি কোন সমস্যা হবে?
      ৩/ আমার এপ এ অন্য ফোন দিয়ে যদি দিনে অনেক ক্লিক করি তাহলে কি কোন সমস্যা হবে?
  7. Nil digonto Contributor says:
    ফ্রি ডোমেইন নেওয়ার একটি কার্যকরী পোস্ট চাই
    1. Tanzim Hasan Abir Author Post Creator says:
      Ki rokom domain free te chan?
  8. Nil digonto Contributor says:
    ব্লগস্পটে এড করা যাবে এমন একটি ডোমেইন, যা যোগ করার পর এডসেন্স অনুমোদন পাওয়া যেতো পারে,
  9. vai apnar fb id ba contract korar moto kono way ase e bishoye kotha ase
    1. Tanzim Hasan Abir Author Post Creator says:
      Facebook.com/Salam.xda
  10. Johurul Contributor says:
    আচ্ছা আমার App তো play story তে নাই তাহলে app link কিভাবে দিবো
  11. Sajib Contributor says:
    Apk editor pro diye, operamini,mx player er moto apps edit kore amar add unit kivabe dibo kindly jodi bolten.apnar channel e khuje emon video pai nai
  12. Sajib Contributor says:
    Apk editor pro diye operamini mx player er moto apps edit kore amar add unit kivabe dibo kindly jodi bolten.apnar channel e khuje emon video pai nai
  13. Sajib Contributor says:
    Apk editor pro diye, operamini,mx player er moto apps edit kore amar add unit kivabe dibo kindly jodi bolten.apnar channel e khuje emon video pai nai den
  14. MD.SHARIF Contributor says:
    Hello brother Amar coment post a sho korena kno….?
    1. Tanzim Hasan Abir Author Post Creator says:
      এইতো করছে।
  15. Khundoker Contributor says:
    Vaiya ami Jodi computer a AdSense account kori ebong
    Wi-Fi use kore computer diye app baniye sei Wi-Fi a ph connect kore add view kori ebong click kori tahole ki invalid click hobe… Plz ans diben vaiya…
  16. Md Himul Contributor says:
    app bananu rr Apps a ads bosanur post din ekta,

Leave a Reply