যারা আগের পর্বটি পড়েননি তাদের জন্য নিচে প্রথম পোস্টের লিংক দেওয়া হলো। পড়ে নিতে পারেন।
FusionBD এর মতো ডাউনলোড সাইট তৈরি করুন ফ্রিতে খুব সহজেই মাত্র ১০ মিনিটের মধ্যে। (পর্ব- ১/২)
আগের পর্বে আপনাদেরকে Wapkiz এ রেজিস্টার করে একটা সাইট তৈরি করতে বলেছিলাম। এবং Preset Template থেকে Download এর টেম্পলেটটা সেট করতে বলেছিলাম।
আজকে দেখাবো কিভাবে আপনার সাইট কে FusionBDর মতো ডিজাইন করবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে নিচের লিংক থেকে txt ফাইলটা ডাউনলোড করে নিন।
এবার ফাইলটা ওপেন করে কোডগুলো কপি করে নিন। এবার আপনার ব্রাউজারে চলে আসুন।
আপনার সাইটের প্যানেল মোডে যান। এবার Panel এ ক্লিক করুন। এরপর Css Theme এ ক্লিক করুন।
এবার নিচে চলে যান। Edit Full CSS এ ক্লিক করুন।
এখন বক্সের ভেতর যে কোডগুলো দেখতে পাচ্ছেন, সবগুলো ডিলিট করে দিন। txt ফাইল থেকে যে কোডটা কপি করেছিলেন সেটা পেস্ট করে Ok তে ক্লিক করুন।
এবার আপনার সাইট ভিজিট করে দেখুন FusionBD র মতো হয়ে গেছে।
এবার ফাইল ম্যানেজারে যান। Upload File এ ক্লিক করে যে কোনো একটা ফাইল আপলোড করুন। আপনি ক্যাটাগরি ক্রিয়েট করতে চাইলে New Folder এ ক্লিক করে নতুন ফোল্ডার ক্রিয়েট করুন। এবং ফোল্ডারের ভেতর ফাইল আপলোড করুন।
সাইটের লগো চেঞ্জ করতে চাইলে panel এ ক্লিক করুন। এরপর Site Setting এ যান। এবার দেখুন নিচের স্ক্রিনশটের মতো পেইজ আসবে। এখনে logo বক্সে আপনি যে ছবি বা লগো সাইটের লোগো হিসেবে দিতে চান তার ইউয়ারঅএল বা লিংক দিন।
এবার ৯/১০ মিনিট পর আপনার সাইটের লোগো চেঞ্জ হবে। লোগোর সাইজ যদি ছোট হয় তাহলে Panel এ যান তারপর Header এবার Item এ ক্লিক করে প্রথম কোডটার E তে ক্লিক করুন এবার widhth=”250″ এরকম একটা লেখা পাবেন ওখানে width=”100%” দিয়ে সেইভ করুন। ব্যাস।
এবার আপনার সাইট ভিজিট করে দেখুন নিচের স্ক্রিনশটের মতো দেখাবে।
আপনি কোনো কোড ইডিট বা ডিলিট করতে চাইলে Item এ ক্লিক করুন।
আমার পোস্টি যদি আপনাদের ভালো লাগে আমার সাইট TipsNow24.Com ভিজিট করে আসবেন
আমাদের সাইটে ১ টি পোস্ট করলে ১০ টাকা।আর ৩০ টাকা হলে পেমেন্ট
Cradit: Shanto Vai
কোনো কিছু না বুঝলে কমেন্ট করে জানাবেন।
Part diban naki???
Ami eai bisoye post korbo to tai bolci