আসসালামু আলাইকুম
আজকে দেখাবো কিভাবে পাসওয়ার্ড দিয়ে লক করা জিপ ফাইল হ্যাক করতে হয়।
এর জন্য আমাদের প্রয়োজন হবে,
1. Termux
2. Encrypted ZIP
3. Password list file (Dictionary)
অনেকের হয়ত ডিকশনারি শব্দটা শুনে মাথা ঘুরে গেছে, যাইহোক এখানে ভয়ের কিছু নাই।
পাসওয়ার্ড ডিকশনারি কি??
এইটা হলো একটা .txt file যেটাতে হাজার হাজার পাসওয়ার্ড থাকে। আমাদের মেশিন সেখান থেকে পাসওয়ার্ড নিয়ে এক এক করে চেষ্টা করে যতক্ষণ পর্যন্ত কার্যকর পাসওয়ার্ড না পাওয়া যায়।
অনেক বকবক করলাম। চলেন শুরু করি।
প্রথমেই প্লে স্টোর থেকে Termux ডাউনলোড করে নিন।
তারপর একে একে কমান্ড দিন আর এন্টার চাপুন।
apt update
apt upgrade
apt install python
apt install python2
apt install git
cd /sdcard
এইটা কাজ না করলে , এটা দিবেন ,”cd /storage/emulated/0/”
git clone https://github.com/Ahsan-Kobir/AKCrack.git
cd AKCrack
তারপর SdCard এ গিয়ে দেখবেন, AKCrack নামে একটা ফোল্ডার তৈরী হইছে। ঐটাতে আপনার password এবং জিপ ফাইল ২ টা কপি করুন encrypted.zip, passwords.txt নামে।
তারপর termux এ এসে, কমান্ড দিন।
python2 crack.py
দেখেন শুরু হয়ে গেছে। কিছুক্ষণ অপেক্ষা করুন।
ধন্যবাদ।
বুঝলে কমেন্ট করুন। আর যদি চান যে, কিভাবে পাসওয়ার্ড ডিকশনারি তৈরি করে তাহলে ট্রিকবিডির অনেক পোস্ট আছে, দেখে নিন।
চাইলে এটা দেখতে পারেন।
Direct Link Click Here
Thanks
না কি শুধু নাম্বারিক
Rooted Device ?!!