আসসালামু আলাইকুম।
সবাই কেমন আছেন?
আল্লাহর রহমতে আমি ভালোই আছি
বরাবরের মতো আমি আজকেইও একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি । কি সম্পর্কে আজকে আমি পোস্ট করেছি তা আপনারা টাইটেল দেখেই বুঝে গিয়েছেন। তো আমি পোস্টের শুরুতে বেশি কথা বলবো না।
আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার iPhone এ ফ্লাশ লাইট নোটিফিকেশন ফাংশন চালু করবেন। ফ্লাশ লাইট নোটিফিকেশন ফাংশন অর্থাৎ আপনার আইফোনে যখন কোনো ফোন কল বা মেসেজ বা অন্য কোনো নোটিফিকেশন আসে তখন আইফোনের ক্যামেরার লাইটটি জ্বলবে আর নিভবে আর এভাবে আপনারে নোটিফিকেশন দিবে এটাকে ফ্লাশ লাইট নোটিফিকেশন বলে। তো চলুন কিভাবে এই ফাংশন টি চালু করবেন তা দেখে নিই।
বিস্তারিত পোস্টঃ
এই ফির্চারটা অনেক Android ফোনেই আপনারা দেখতে পারবেন। আজকে আমি আপনাদের এই ফাংশনটি iPhone ব্যবহার করে, করে দেখাবো।
কার্যপদ্ধতিঃ
1. প্রথমেই আপনাকে আপনার আইফোনের সেটিং এ যেতে হবে।
3. তারপর Accessibility তে যান
4. তারপর আপনি Accessibility তে অনেক অপশন দেখতে পারবেন। তার মধ্যে আপনারা LED flash for Alerts অপশনটি দেখতে পারবেন ওটাতে ক্লিক করুন।
5. তারপর আপনারা LED flash for Alerts অপশনটি on করে দিন। এবং দ্বিতীয় অপশন অর্থাৎ Flash on Silent এই অপশন টিও অন করে দিন।
আর এইভাবেই আপনারা ফ্লাশ নোটিফিকেশন অপশনটি চালু করতে পারবেন। আর এই অপশনটি চালু হওয়ার পর এখন যদি কোনো কল বা মেসেজ বা অন্য কোনো নোটিফিকেশন আসে তাহলে iPhone টি আপনাকে ফ্লাস দিয়ে জানিয়ে দিবে।
তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা নিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।
★যদি কোনো সমস্যা বা দরকার হয় তাহলে আমার সাথে যোগাযোগ করুন নিম্নউক্ত মাধ্যমেঃ
★Email: [email protected]
আল্লাহ হাফেজ
ধন্যবাদ সবাইকে
11 thoughts on "দেখে নিন, কিভাবে আপনি আপনার iPhone এ LED flash নোটিফিকেশন অন করবেন। বিস্তারিত পোস্টে।"