আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক অনেক ভাল আছেন ভালো থাকবেন না কেন ট্রিকবিডি এর সাথে থাকলে সবাই ভাল থাকে এটা বাংলাদেশের টেকনোলজি বিষয়ে যারা কাজ করি এটা সবাই জানে।

তারপরেও আজকে আপনারা আরো একটু ভাল থাকবেন কারণ আমি আজকে এমন একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চলেছি যা আপনার কাছে ভালো লাগবে এবং জেনেও আপনি খুশি হবেন বন্ধুরা সেই বিষয়ে আমি আলোচনা করব।

ট্রিকবিডি তে এর আগে অনেকেরই কমেন্ট দেখেছি যখন কেউ প্রিমিয়াম ভার্সন অ্যাপস নিয়ে পোস্ট করে ও মুড এপস নিয়ে পোস্ট করে তখন অনেকেই কমেন্ট করে কিভাবে যে কোন অ্যাপস এর অ্যাড রিমুভ করা যায় এ নিয়ে সবারই প্রশ্ন তাকে অজানা ইচ্ছা ও আগ্রহ প্রকাশ করেছেন আজকে আমি এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব এতে আপনাদের অনেক ভালো লাগবে।

আমরা যখন বিভিন্ন এপস এর মধ্যে ভিজিট করি তখন এড এর ঝামেলার কারণে বিরক্ত হয়ে যায় বারবার অ্যাড আসে অনেক সময় অ্যাড এ জ্বালাতন করার কারণে অ্যাপ ডিলিট করে দেই অনেকে আবার প্রিমিয়াম ভার্সন খুজে কারণ প্রিমিয়াম ভার্সন অ্যাপ এর মধ্যে গুগল এড থাকে না।

এর আগে যারা এড এর সমস্যার কারণে জ্বালাতন এর কারণে প্রিমিয়াম ভার্সন অ্যাপ খুঁজছিলেন তারা আর কষ্ট করে টাকা খরচ করে প্রিমিয়াম ভার্সন অ্যাপ ইউজ করতে হবে না এখন যে কোন অ্যাপ এর এড রিমুভ করতে পারবেন খুব সহজে।

আজকে আমি আপনাদেরকে যে সিস্টেম শেখাবো এই সিস্টেম অনুযায়ী কাজ করলে 70 থেকে 80% অ্যাপ এর এড রিমুভ করতে পারবেন।

এখন ভাবছেন 100% নয় কেন আপনার ভাবনা চিন্তা একদম রাইট কেন বা আমি 100% এড রিমুভ করতে পারব না এটা এজন্যে ওই সকল অ্যাপ এর মধ্যে এডমোব এড থাকে না আমরা সেই সকল অ্যাপ এর এড রিমুভ করতে পারব যেগুলোতে এডমোব এড রয়েছে অন্য কোম্পানির থাকলে রিমুভ করতে পারব না।

তবে আপনি যদি সেই কোম্পানি এর যে এড কোড গুলো রয়েছে সেই এড এর প্রথম অংশ জানেন তাহলে হয়তো রিমুভ করতে পারেন সেটা পরের কথা চরণ কিভাবে আপনি এড কোড রিমুভ করবেন এডমোব এর প্রথমে আমি সেটা দেখাবো।

তবে যারা এই অ্যাপ এর এড কোড রিমুভ করে নতুন এড কোড পাবেন অর্থাৎ আপনার এডমোব এর এড কোড এবং ইনকাম করতে চাইবেন তাদের জন্য আলাদা একটি পোস্ট দেব দ্বিতীয় পর্বে সেখান থেকে আপনারা প্রত্যেকটি অ্যাপস এর অ্যাড মে অ্যাড রিমুভ করে আপনার এড কোড বসিয়ে ইনকাম করতে পারবেন।

অ্যাপ এর এড কোড রিমুভ করতে হলে আমাদেরকে একটি অ্যাপ ব্যবহার করতে হবে আমি লিংক দিয়ে দিচ্ছি ডাউনলোড অবশ্যই করে নেবেন এই অ্যাপ যদি প্লে স্টোর অথবা গুগল থেকে ডাউনলোড করেন তাহলে কিন্তু এড কোড রিমুভ করতে পারবেন না তাই এটাই ব্যবহার করতে হবে।

এই অ্যাপ ডাউনলোড করা হয়ে গেলে ওপেন করুন তারপর আপনাকে যে কাজ করতে হবে আমরা যে অ্যাপ এর অ্যাড রিমুভ করব সেই অ্যাপ যদি আপনার কাছে থাকে তাহলে এটাকেই কাজে লাগান আপনি চাইলে অন্য অ্যাপস একা নিউজ করতে পারেন যেহেতু আপনি এখন শিখবেন তাই আমি যা দেখার চেয়ে সেটাই করুন পরে অন্য অ্যাপ এর সমস্যা নেই।

আমি যে অ্যাপ ব্যবহার করছি অর্থাৎ এড কোড রিমুভ করতে চাচ্ছি সেটা ডাউনলোড করতে চাইলে নিচের লিঙ্ক থেকে ডাউনলোড করতে পারেন

এটি ডাউনলোড করা হয়ে গেলে ওপেন করুন এখন স্কিনের মধ্যে দেখুন অ্যাড শো করছে কিনা নিশ্চয়ই এর শুরু করেছে আমরা এটাকে রিমুভ করে দেব।
image
এই অ্যাপস এর অ্যাড করতে হলে আমাদেরকে প্রথমে যে অ্যাপস ডাউনলোড করেছিলাম সেটি ওপেন করতে হবে ওপেন করুন
image
এখন এখানে কিছু অপশন চলে এসেছে আপনাকে ক্লিক করতে হবে select Apk from app
image
এখন আপনাকে যে অ্যাপ এর এড রিমুভ করতে হবে সেটি খুঁজে বের করুন যেহেতু আমরা কাজ করব সেই অ্যাপ এর যে অ্যাপ আমি লিংক দিয়েছিলাম এবং আপনারা ডাউনলোড করেছেন এটির তাই এটাই খুঁজে বের করুন তারপর ক্লিক করুন
image
এখন এখানে আরো কিছু অপশন চলে এসেছেন হয়তো এর আগেও এরকম কাজ করেছেন কিন্তু এটি একটু টিপিকাল ক্লিক করুন Full EDIT (Resuurce Re-build)
image
এখন আর একটি ইন্টারফেস এসেছি ক্লিক করুন Decode All Files
image
এখন দেখুন আপনার সামনে কিছু পেজ চলে এসেছে আমরা এখানে কাজ করব আপনারা যারা বুঝতেছেন না তারা স্ক্রীনশট গুলা দেখলেই কাজ করতে পারবেন তাই পোস্ট একটু লম্বা হয়ে যাবে মনোযোগ সহকারে পড়বেন আপনাদের অনেক কাজে লাগবে Files এর মধ্যে ক্লিক করুন ফাইল এর মধ্যে আসার পরে আপনারা নিচে দেখুন সার্চ বাটন রয়েছে এখানে আমাদের কিছু সার্চ করতে হবে ca-app-pub এই কোড কপি করে সার্চ করুন
image
এই কোড সার্চ করার পরে দেখুন রেজাল্ট এসেছে কি দুটি এড কোড চলে এসেছে তার মানে আমরা বুঝতে পারছি এই অ্যাপ এর মধ্যে দুটি এড কোড বসানো আছে আমরা এডিট করে ফেলবো ক্লিক করুন অ্যাড কোড এর ওপরে
image
অ্যাড করে ক্লিক করার পর আপনাকে নিয়ে এসেছে এরকম একটি পেজে যেখানে শুধুই কোডিং আপনি কি এই এড কোড গুলা খুঁজে পাচ্ছেন না এডমোব এর সমাধান আছে দেখুন সার্চ বাটন রয়েছে নিচে এখানে ক্লিক করুন সার্চ দিন ca-app-pub এই কোড
image
ca-app-pub এই কোড সার্চ দেওয়ার পর নিশ্চয়ই চলে এসেছে অ্যাড কোড গুলা এগুলা কেটে ফেলবেন না এতে অ্যাপ ইন্সটল হবে না তাই এগুলা এডিট করে উল্টাপাল্টা কোড বসিয়ে দিন অর্থাৎ নাম্বার গুলো পরিবর্তন করে দিন এতে আর এড কোড কাজ করবে না আর অ্যাড ও show করবে না
image
এড কোড পরিবর্তন করলেন এখন নিশ্চয়ই ভাবছেন কিভাবে এটি সেভ করবো দেখুন সেইব বাটম এর মতন একটি অপশন রয়েছে ক্লিক করে দিন সেইভ হয়ে যাবে
image

সেইভ হয়ে যাওয়ার পর ব্রেক বাটনে দুটি ক্লিক করুন যখন এখানে চলে আসবে তখন অপরের দেখুন একটি অপশন রয়েছে BUILD ক্লিক করুন
image
এখন দেখুন REMOVE নামে একটি অপশন রয়েছে ক্লিক করতে হবে কারণ আগের অ্যাপ আনইন্সটল করতেই হবে ক্লিক করে দিন
image
এটাকে আনইন্সটল করে দিন ok
image
এখন এটিকে ইন্সটল করে নিন আপনার মোবাইলে তার জন্য Install বাটনে ক্লিক করুন
image
ইনস্টল করা হয়ে গেলে ওপেন করুন এখন ঘুরাঘুরি করুন দেখুন কোন অ্যাপ নেই নিশ্চয় আনন্দ লাগছে অথবা অনেকেই অবিশ্বাস করছেন তার জন্য দেখুন প্রমান দিয়েছি
image
এই পোষ্ট দিছি আপনার কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করি সকলের ভাল লেগেছে

নোট:: যারা আজেবাজে কমেন্ট করতে ভালোবাসেন তাদের কে বলব এদিকে আসবেন না যাদের সত্যিই প্রয়োজন জানার জন্য কমেন্ট করবেন আর এটি নিজে পরীক্ষা না করে উল্টাপাল্টা কমেন্ট থেকে নিজেকে বিরত রাখুন

56 thoughts on "যে কোন অ্যাপস এর অ্যাড রিমুভ করুন+ নিজের Ads বসিয়ে ইনকাম করুন( প্রথম পর্ব)"

  1. Gl sourov Contributor says:
    অসাধারন পোষ্ট।।।২য় পর্বের অপেক্ষায় আছি।।
    1. Hossain Ahmed Numan Author Post Creator says:
      ধন্যবাদ আপনাকে আগামীকাল আগামী পর্ব দিয়ে দেব
  2. Mdaltuf Contributor says:
    Valo post a rokom post aro chi bro
  3. Mdaltuf Contributor says:
    Admob ER payment system neya ekta post chi
    1. Hossain Ahmed Numan Author Post Creator says:
      এডমোব পেমেন্ট সিস্টেম নিয়ে হাজার হাজার পোস্ট আছে আপনি গুগোল এ সার্চ করলেই পেয়ে যাবেন
  4. Monir Sarkar Pro Author says:
    ভাই আপনি যেকোনো এপ বলতে কি বুঝাচ্ছেন??বলুন কিছু সংখ্যক এপ? ধন্যবাদ আপনার অসাধারণ পোস্ট এর জন্য
    1. Hossain Ahmed Numan Author Post Creator says:
      ধন্যবাদ আপনাকে আমার ভুল ধরিয়ে দেওয়ার জন্য পোষ্টের মধ্যে আমি বলে দিয়েছি ভাই আশা করি আপনার পোস্ট ভালো লেগেছে এবং কাজে দেবে
    1. Hossain Ahmed Numan Author Post Creator says:
      Thanks
  5. Ahmed ShahriaR Contributor says:
    অসাধারণ?
    1. Hossain Ahmed Numan Author Post Creator says:
      ধন্যবাদ আপনাকে
    1. Hossain Ahmed Numan Author Post Creator says:
      মানুষের আচরনেই বুঝা যায় বংশের পরিচয়
    1. Hossain Ahmed Numan Author Post Creator says:
      ধন্যবাদ আপনাকে মূল্যবান কমেন্ট করার জন্য
  6. trickbd te i post 10 tar opore hoiche
    1. Hossain Ahmed Numan Author Post Creator says:
      ট্রিকবিডিতে আমি সার্চ করে দেখেছি লাকি পার্টনার নিয়ে পোস্ট করা হয়েছে এটা নিয়ে একটি পোস্ট নেই আর থাকলেও আমার মতন নয় অন্য রকম পোস্ট হতে পারে আমি খুঁজে পাইনি
    1. Hossain Ahmed Numan Author Post Creator says:
      Thanks
  7. Dcntby1122 Contributor says:
    Nice but lucky patcher is better.
  8. Dcntby1122 Contributor says:
    Nice but lucky patcher is better.
  9. Dcntby1122 Contributor says:
    Nice but lucky patcher is better.
  10. Dcntby1122 Contributor says:
    Nice but lucky patcher is better.
  11. Dcntby1122 Contributor says:
    Nice but lucky patcher is better.
    1. Hossain Ahmed Numan Author Post Creator says:
      লাকি পার্টনার ব্যাটার হতে পারে কিন্তু এটা তো একটি অবৈধ অ্যাপস যার যেটা দিয়ে ভালো লাগবে সেটা দিয়েই কাজ করবে সমস্যা তো আর নেই ধন্যবাদ ভাইয়া আপনার মতামত প্রকাশের জন্য
    2. Turzo Contributor says:
      Thank you bro.
      একক্লিকে সকল বন্ধুদের গ্রুপে এড করার কোড থাকলে শেয়ার করে উপকৃত করবেন।
    3. Hossain Ahmed Numan Author Post Creator says:
      এক ক্লিকে সকল বন্ধুদের ইনভাইট করলে ফেসবুক গ্রুপ নষ্ট হয়ে যায় আমি যতটুকু জানি
  12. Prince Contributor says:
    এই পোস্টটি ৯৯% ই ভূয়া অকার্যকর #Numan
    1. Hossain Ahmed Numan Author Post Creator says:
      আমার কাছে যতগুলো অ্যাপস ছিল সব গুলো এড রিমুভ করে দিয়েছি দুই একটা ব্যতীত আপনি ট্রাই করেন তারপর বলুন কিছু
  13. Md Shahin Contributor says:
    অসাধারণ পোস্ট ভাই ।
    1. Hossain Ahmed Numan Author Post Creator says:
      ধন্যবাদ আপনাকে
  14. স্বপ্ন Author says:
    এককথায় অসাধারণ হইছে ভাই।
    1. Hossain Ahmed Numan Author Post Creator says:
      এত সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ
    1. Hossain Ahmed Numan Author Post Creator says:
      ধন্যবাদ
  15. Nafis Fuad Contributor says:
    Khub Valo Laglo Post Ta
    1. Hossain Ahmed Numan Author Post Creator says:
      ধন্যবাদ আপনাকে সুন্দর কমেন্ট করার জন্য
  16. unknown Contributor says:
    এই নিয়ে Trick bd তে আগেই পোষ্ট আছে ।
    1. Hossain Ahmed Numan Author Post Creator says:
      আমি যেরকম পোষ্ট করেছি এরকম ট্রিকবিডিতে নেই এই পোস্ট অন্য অ্যাপ নিয়ে বলা আছে নাকি পার্টনার নিয়ে
  17. Imran ahmed Esha Contributor says:
    kivabe nijer add bosabo
    1. Hossain Ahmed Numan Author Post Creator says:
      দ্বিতীয় পর্বে বলে দিচ্ছি
  18. Rifat Raj Author says:
    ভাই Developer রা এতো কষ্ট+Invest করে Apps Create করছে আর আপনারা বাশঁ দিয়ে দিচ্ছেন । এ দিয়ে যদি কিছু Income ও করেন তা হবে Cheating এর income যা হবে হারাম । এখন বিবেক আপনার।
    1. Hossain Ahmed Numan Author Post Creator says:
      আপনি সেটা ঠিকই বলেছেন কিন্তু যারা এ্যাপ তৈরী করতে পারে না কিন্তু ইনকাম করার ইচ্ছা আবার তারা গরিব সেই সকল লোকেরা কি করবে হয়তো এটি চিটিং বাকিটা যারা ইউজ করবে তাদের ব্যাপার….
  19. Rezaul013 Contributor says:
    vai kew ki add bosiye income korte parsen?
    1. Hossain Ahmed Numan Author Post Creator says:
      অন্যদের কথা বাদ দিয়ে দেন আপনি নিজেই ট্রাই করে দেখুন সবই বুঝতে পারবেন নিজের এডে নিজে ক্লিক করার চেষ্টা করবেন না এতে নিজেরই ক্ষতি হবে নিশ্চয়ই জানেন
  20. tusher Contributor says:
    Trickbd এর যারা পোস্ট ক্রিয়েটর আছেন কেও আমার সাথে যোগাযোগ করুন কাজ আছে মিস কল দিন ০১৭৯৩৫৬৫৩৫১
  21. Sayeed Author says:
    Vai laki partner ki??? Ami dekhlam oneker comment e liksen laki partner.eita ashole ki?
    1. Hossain Ahmed Numan Author Post Creator says:
      ভাই আপনি কি মজা করছেন আপনি তো নিশ্চয়ই জানেন লাকি পার্টনার দিয়ে অ্যাপ এডিট করা হয়
    2. A M Contributor says:
      লাকি প্যাচার
  22. Sayeed Author says:
    Vai oita laki partner na lucky patcher uccaron hobe.apnar banan vul hoise commente
    1. Hossain Ahmed Numan Author Post Creator says:
      হতে পারে ভুল সংশোধন করে দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ
  23. N.A.Khan Contributor says:
    অ্যাপ ডাউনলোড হয়না।
    1. Hossain Ahmed Numan Author Post Creator says:
      আপনার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে ডাউনলোড লিঙ্ক ঠিকই আছে
  24. Fahad56 Contributor says:
    apnar telegram link chai….

Leave a Reply