আসসালামুআলাইকুম,
আমরা ট্রিকবিডি কে আরেক ধাপ এগিয়ে নিতে ট্রিকবিডি এর নতুন ভার্সন নিয়ে কাজ শুরু করেছি। নতুন ভার্সন এর ট্রিকবিডিতে থাকবে নতুন অনেক ফিচার।
আপনারা নতুন ট্রিকবিডি তে যে ফিচার টা চান সেটা কমেন্ট করুন, আপনাদের কমেন্ট থেকে চাওয়া ফিচার গুলো নিয়েই আমরা সাজাতে চাচ্ছি ট্রিকবিডি এর নতুন ভার্সন…
আমরা বর্তমানে যেসকল ফিচার গুলোর কথা ভাবছি তা নিচের লিষ্টে দিলাম, আপনাদের কমেন্ট থেকে কোন ফিচার সিলেক্টেড হলে আমরা এই লিস্টে আপনার নাম সহ পাবলিশ করে দিবো
১। নতুন ট্রিকবিডি তে সব ইউজার পোষ্ট পাবলিশ করতে পারবে, তাছাড়া অথর রা সাইটে পোষ্ট করার পাশাপাশি তাদের ব্যাক্তিগত প্রোফাইলেও পোষ্ট করতে পারবেন যেটা শুধুমাত্র তাদের ফলোয়ার রা দেখতে পাবে।
২। পার্সোনালাইজড হোমপেইজ থাকবে, যেখানে ভিসিটর রা ট্রিকবিডি এর রেগুলার পোষ্ট এর পাশা পাশি ফলো করে রাখা ইউজার/ক্যাটাগরী/ট্যাগ এর ব্যাক্তিগত এবং পাবলিক পোষ্ট গুলো দেখতে পাবে।
৩। মেসেজিং সিস্টেম থাকবে।
৪। সিরিজ/গ্রুপ পোষ্ট করার অপশন থাকবে যেখানে যেকেও একটা সিরিজ পোষ্ট করতে পারবে সহজেই।
৫। ডেডিকেটেড হেল্পলাইন সহ টেক রিলেটেড প্রশ্নোত্তর সেকশন থাকবে যেখানে যেকেও সমস্যা শেয়ার করতে পরাবে।
৬। টেকনোলজি সম্পর্কিত ভিডিও পোষ্ট করার অপশন থাকবে।
এইগুলো আমাদের লিষ্টে থাকা ফিচার এর আইডিয়া সমূহ, আপনাদের মাথায় কোন আইডিয়া, থাকলে যেটা ট্রিকবিডি তে থাকলে ভালো হতো বলে মনে হলে অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না…
ধন্যবাদ
আশা করি এ ব্যাপারে ভেবে থাকা হবে। ধন্যবাদ।
এর জন্য “Unpublished নামে একটি ক্যাটেগরি খোলা যেতে পারে, যেখানে ইউজার পোস্ট করতে পারবে।
তবে হ্যা অথর নয় এমন ইউজারদের কিছু ফিচার লিমিটেড করা উচিত যেমনঃ-
ইউজার যেন ৩ দিনে একটি পোস্ট করতে পারে (তা না হলে এক বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হতে পারে।)
ধন্যবাদ।
অথর তার নিজের পোষ্ট এর কমেন্ট ডিলেট করতে পারবে এই ধরনের কোন সুবিধা?
এটা লিস্টে দেয়া আছে।
অনেক ধন্যবাদ ট্রিকবিডি সকল এডমিনগন /আর ট্রিকবিডি সদস্যদের।
নিউ কিছু ভাল অথর নেওয়া হোক। যারা ভাল পোস্ট করে।
এখান থেকে আপনি যেকোনো বিষয়ে রিপোর্ট করতে পারবেন।
পিসি ভার্সনে এই ফিচারটি অলরেডি আছে।
সাধারণত আপত্তিকর শব্দগুলো ফিল্টার করায়,এগুলো ব্যবহার করলে কমেন্ট অটোমেটিক ব্লক হয়ে যায়।
তবুও যদি কেউ অন্যকোনো শব্দ/চিহ্ন ব্যবহার করে এই কাজ করে থাকে,তাহলে ঐ লিংক এ গিয়ে রিপোর্ট করবেন।
রিপোর্ট এ যার নামে রিপোর্ট করবেন তার আইডির লিংক এড করে দিবেন।
তবে আন্ডার রিভিউ এ থাকবে।
পরবর্তীতে এডমিন চেক করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।
তাছাড়া সকলের জন্য উন্মুক্ত করা হলেও কন্ট্রিবিউটর দের পোস্ট শুধু তাদের ফোলোয়ার রাই দেখতে পাবে।
ভাল পোস্ট করলে ওথর করা হবে, এমন সিস্টেম টা আমার মনে হয় ভাল হবে। আর সাইট টিকে একটু স্পিডাপ দিলেও ভাল হয়।
এক পোস্ট যেনো বারা না হয়,,
চ্যাট সিস্টেম, যাতে এক ইউজার অন্য ইউজার এর সাথে চ্যাটিং করতে পারে।
অামার কমেন্ট যেন অামি ইডিট, ডিলিট করতে পারি এইরকম সুবিধা থাকলেও ভালো হবে!এবং ফটো কমেন্ট, GIF কমেন্টের সুবিধা ও করলে ভালো হতো।
☺
বিশেষ করে ADMIN + MOD ভাইদের কাছে আমি আবদার করতে চাই,যে 1 নম্বর অপশন টা সচল করলে TrickBD’র বেশিরভাগ লোকই খুশি ও উপকৃত হবে।
#যারা আমার সাথে একমত আছেন, তারা সারা দিন#
সবকিছু স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত হবে।
সাথে হেল্পলাইনে ফিজিক্যাল সাপোর্ট ও থাকবে।
Only views ra Jader id nai tara sudhu author home page dekte parbe..
Akjon Contributor 7 ta post korar pore author request dite parbe and 12 ta post korle automatic author hoye jabe..
And Most Important Post korar jonno kono paymen deoya hobe na…
1. Tickbd user der profile e onnora jeno rating dite pare (there should be 3 option for rating: qualityful, adjustable, low-quality; whomw writing is helpful/good user may rate them qualityful, if any author sometimes gives good thing but he should develop himself then users may rate him adjustable, at last if any author posts low quality article them users may rate him “low-quality/qualityless”)
3. Trickbd next image gula zate nijeder server e upload hoy. Onno server e upload korar fole freebasics user ra purno subidha nite pare na.
4. Zekunu post e ekjon user comment korar por zeno oi user nijer comment edit/delete korte pare(as like facebook).
5. Author ra zano nijer article anytime unpublish (NOT DELETE) korte pare. (as like “privacy:only me”)..kenona onek somoy visit korte giye dekha jay kichu post e title e “please delete this post” lekha thake. Which decrease the sites beauty.
That’s all my opinion about improving trickbd.
প্লিজ আমাকে অথর করবেন
অনেকেই বাজে কমেন্ট করে থাকে, তাই Report Comment feature টি অত্যন্ত জরুরী…
এখান থেকে আপনি যেকোনো বিষয়ে রিপোর্ট করতে পারবেন।
পিসি ভার্সনে এই ফিচারটি অলরেডি আছে।
সাধারণত আপত্তিকর শব্দগুলো ফিল্টার করায়,এগুলো ব্যবহার করলে কমেন্ট অটোমেটিক ব্লক হয়ে যায়।
তবুও যদি কেউ অন্যকোনো শব্দ/চিহ্ন ব্যবহার করে এই কাজ করে থাকে,তাহলে ঐ লিংক এ গিয়ে রিপোর্ট করবেন।
রিপোর্ট এ যার নামে রিপোর্ট করবেন তার আইডির লিংক এড করে দিবেন।
সবার মতামত কাম্য
আমি ব্যাক্তিগত এটাই বলবো যে আপনারা মেসেজিং & কমেন্টে ইমেজ আপলোড দেওয়ার সিস্টেম করেন।
আর সবচেয়ে বেশি ভালো হয়, যদি মানথলি টপ অথরকে রেওয়ার্ড দেওয়া।
২.নতুনদের সুযোগ দিন।
৩.যার কমেন্টস তাকে ডিলিট করার সুযোগ দিন।
৪.কথায় কথায় ব্যান করা বন্ধ করে মত প্রকাশের স্বাধীনতা দিন।
৫. লাইভ ভিডিও করার ব্যবস্থা করুন এবং সাথে বিভিন্নকোর্স চালু করুন।
#ধন্যবাদ
#ধন্যবাদ
শীঘ্রই এড করা হবে।
.
.
1= Gmail Change করার ক্ষমতা আমরা Trickbd তে যে Gmail টা দিয়ে Regester করেছি এটা Change করতে পারিনা ।অনেকের Gmail ID সমস্যা হয় এবং Gmail Change করতে চায় কিন্তু Change করতে পারেনা ।এর জন্য তাকে অনেক সমস্যাই পড়তে হয় ।তাই Rana ভাই বলবো Author হক বা Contibititor হক সকলকে Gmail Change করার ক্ষমতা দেওয়া হক ।
.
.
2=Usename Change অনেকে প্রথম প্রথম Regester করার সময় তারাহুরা করে একটা Usename দিয়ে ফেলে এবং Regester করে ফেলে পরে দেখে যে এই Usename টা তাকে বার বার ব্যবহার করতে হয় এবং অনেক অনেক বড় নাম দিয়ে থাকে তাদের অনেক সমস্যা হয় তাই আমি চাই যাতে সকলে সবার Usename change করার ক্ষমতা পায় ।
.
.
3=Trainer Request বা Admin দের সাথে যোগাযোগ করার জন্য ভালো ব্যবস্হা ।এখানে Mail সিস্টেম চালু আছে কিন্তু আমি অনেক বার Mail করেছি এখনো কোন Reply পাইনি তাহলে Mail সিস্টেম রেখে কি লাভ যদি সকলে যোগাযোগ করতে না পারে ।আমি ৪ মাস আগে Mail করেছি এখনো Reply পাইনি ।তাই এমন কোন ব্যবস্হা করা যাতে সকলে সবসময় যোগাযোগ করতে পারে
.
.
Rana ভাই অনেক দিন যাবত Trainer Request দিয়েছি প্রায় 6 মাস হলো Plz আমাকে Trainer করেন ।Post করার সুয়োগ দিন ।
সব ফিচার পেতে হলে নতুন ভার্সনে যেতে হবে।
ক্ল্যাসিক থিমটাকে lite থিম হিসেবে রাখা হবে।
৫। ডেডিকেটেড হেল্পলাইন সহ টেক রিলেটেড প্রশ্নোত্তর সেকশন থাকবে যেখানে যেকেও সমস্যা শেয়ার করতে পরাবে।
৬। টেকনোলজি সম্পর্কিত ভিডিও পোষ্ট করার অপশন থাকবে।
অনেক অথর আছে যারা অ্যাপ বা কোনো ফাইল এর ডাউনলোড লিংক দেয় সে লিংক এ প্রচুর এ্যাড থাকে। এর ফলে কাঙ্খিত ফাইল ডাউনলোড করা খুব ঝামেলা হয়। অনেক ভিজিটর আছে যাদের পক্ষে ঐসব এ্যাড যুক্ত ঝামেলা পূর্ণ লিংক থেকে ডাউনলোড করতে পেরে ওঠেনা। যদিও এই ব্যাপার এ ট্রিকবিডি কর্তৃপক্ষ তাদের রুলস এ বলেছে এরকম এ্যাড/ঝামেলা পূর্ণ লিংক না দিতে। কিন্তু সে রুলস বেশির ভাগ অথর ই মানছে না।
আপনারা যদি এসব এ্যাড/ঝামেলা পূর্ণ লিংক না দিতে অথর দের কঠোর নির্দেশনা দেন, তাহলে ট্রিকবিডি ভিজিটর দের ডাউনলোড এর সময় ভোগান্তি পোহাতে হবে না। বিষয়টি একটু গুরুত্ব দিয়ে দেখবেন।
আর কমেন্ট সেকশন এ কমেন্ট ডিলেট, কমেন্ট এডিট সিস্টেম চালু করেন।
কারণ,
অনেক সময় ভুল করে কমেন্ট হতেই পারে বা এক পোস্ট এর কমেন্ট ভুল করে অন্য পোস্ট এ করে ফেলতেও পারে। মানুষ মাত্রই ভুল করে। এজন্য কমেন্ট ডিলিট সিস্টম টা জরুরী। অন্যদিকে, কমেন্ট করার সময় বানান ভুল হলো বা উল্টাপাল্টা হলো তখন কমেন্ট এডিট সিস্টেম এর খুব দরকার পরে। এটাও একটা জরুরী বিষয়।
আপনাদের বর্তমান আপডেট ভারসন ট্রিকবিডি থিম টা খুব লোড নেয় এজন্য অনেকে ট্রিকবিডি তে আর তেমন আসতে চান না। আর ফলে ট্রিকবিডি অনেক ইউজার হারাচ্ছে। আর থিম সুইচ করারও কোনো অপশন নেই। ডেস্কটপ ভারসন এ যাওয়ার অপশন রয়েছে কিন্তু মোবাইল ভারসন এ যাওয়ার কোনো অপশন নেই।
এই বিষয় গুলো বিবেচনা করে এবং আপনারা এই পোস্ট এ আপডেট এর যে ফিচার গুলো উল্লেখ, এভাবে ট্রিকবিডি এর আপডেট তৈরি করা হলে নিশ্চই ট্রিকবিডি অনেক এগিয়ে যাবে।
ধন্যবাদ।
অনেক অথর আছে যারা অ্যাপ বা কোনো ফাইল এর ডাউনলোড লিংক দেয় সে লিংক এ প্রচুর এ্যাড থাকে। এর ফলে কাঙ্খিত ফাইল ডাউনলোড করা খুব ঝামেলা হয়। অনেক ভিজিটর আছে যাদের পক্ষে ঐসব এ্যাড যুক্ত ঝামেলা পূর্ণ লিংক থেকে ডাউনলোড করতে পেরে ওঠেনা। যদিও এই ব্যাপার এ ট্রিকবিডি কর্তৃপক্ষ তাদের রুলস এ বলেছে এরকম এ্যাড/ঝামেলা পূর্ণ লিংক না দিতে। কিন্তু সে রুলস বেশির ভাগ অথর ই মানছে না।
আপনারা যদি এসব এ্যাড/ঝামেলা পূর্ণ লিংক না দিতে অথর দের কঠোর নির্দেশনা দেন, তাহলে ট্রিকবিডি ভিজিটর দের ডাউনলোড এর সময় ভোগান্তি পোহাতে হবে না। বিষয়টি একটু গুরুত্ব দিয়ে দেখবেন।
কারণ,
অনেক সময় ভুল করে কমেন্ট হতেই পারে বা এক পোস্ট এর কমেন্ট ভুল করে অন্য পোস্ট এ করে ফেলতেও পারে। মানুষ মাত্রই ভুল করে। এজন্য কমেন্ট ডিলিট সিস্টম টা জরুরী। অন্যদিকে, কমেন্ট করার সময় বানান ভুল হলো বা উল্টাপাল্টা হলো তখন কমেন্ট এডিট সিস্টেম এর খুব দরকার পরে। এটাও একটা জরুরী বিষয়।
এই বিষয় গুলো বিবেচনা করে এবং আপনারা এই পোস্ট এ আপডেট এর যে ফিচার গুলো উল্লেখ, এভাবে ট্রিকবিডি এর আপডেট তৈরি করা হলে নিশ্চই ট্রিকবিডি অনেক এগিয়ে যাবে।
ধন্যবাদ।
ওখানে ক্লিক করে Lite থিমে আসতে পারবেন।
সবকিছু গুছিয়ে আনতে পারলে তবেই এই সিস্টেম পুনরায় চালু/ডিলিট রিকুয়েষ্ট এর জন্য আবেদন করার সিস্টেম দেয়া হবে।
কিন্তু প্রায় ৪০ হাজার পোস্ট ড্রাফট ও পেন্ডিং এ আছে।
এতগুলোর মধ্য থেকে যাচাই করে দেখা প্রায় অসম্ভব।
তাই ট্রেইনার সিস্টেম চালু করা হয়েছে।
দৈনিক একশো+/- পোস্ট হয়।
কয়টা রিভিউ করা সম্ভব?
তাই নতুন ভার্সনে অটো এপ্রুভাল রাখা হচ্ছে।
সিরিজ পোস্ট এর আইডিয়া সবচেয়ে বেশী ভালো লেগেছে।
আর একান্ত নিজের মতামতঃ
বেশী সুবিধা দিতে গিয়ে ট্রিকবিডির সৌন্দর্য হারিয়ে ফেলবেন না যেন।তবে সবশেষে ধন্যবাদ আপনাদের এই উদ্যোগ নেওয়ার জন্য।
Jemon:jpg,png,webp,jpeg e.t.c
Ai option ta dile onek valo hoy..
Ai option ta dile onek valo hoy..
Mobile version ta best plzzz ata bibechonai rakben
? TRICKBD
3Year holo apnader sathe aci
2/Own group system.(Like Facebook)
3/Page system like FB
4/Post rating system.
5/Author badge system.
6/Weekly top post page.
7/Top Authors system.
8/Chating system.
9/Competition system.
এবং সবসময় এডমিনদের একটিভ থাকার জন৽ অনুরোধ করছি !
তবে আমি ট্রিকবিডি কে নিয়ে অন্য স্বপ্ন দেখি।
ট্রিকবিডি কে টেক সাইটের পাশাপাশি সামাজিক যোগাযোগের মাধ্যম করা হলে খুব ভাল হবে।
তাতে করে অন্য কোন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যাবহার করতে হবে না।
পৃথিবী র অনেক দেশের তাদের নিজেদের সামাজিক যোগাযোগের সাইট রয়েছে।
বাকিটা আপনাদের ইচ্ছা……..!
2..পোস্টে কে লাইক দিলো এটা ভিউ করার অপশন চালু করলেও ভালো হবে।।
3..অনেক অথর দের দেখা যায় 2-3মাস আগের পোস্ট পুনরায় করে কিছু ডিলিট হয় বাকি অনেক গুলা থেকে যায়,আবার দেখা যায় 2 দিন আগের পোস্টও পুনরায় করে,, এগুলা একটু ভালো করে দেখবেন তাহলে ট্রিকবিডি আরো মানসম্মত হতে পারবে।।
এবং অনেক সময় দেখা যায় পোস্ট এর আলোচনা অনেক বড় হয় এবং পোস্ট পাবলিশ করলে দেখা যায় 1 ঘন্টা এগো , এই বিষয়ে খেয়াল রেখে পোস্ট পাবলিশ করার সাথে সাথেই সময় গননা করা হলে ভালো হবে।।
তবে এই সিস্টেম টা করলে ভালো হয়।
যেখানে সবাই হেল্প চাইতে পারবে। এবং সবাই সবাইকে হেল্প করতে পারবে। ফেসবুক গ্রুপের মত। যারা লগিন থাকবে শুধু তারাই হেল্প ক্যাটাগরির পোস্ট গুলো দেখতে পারবে এবং হেলপ করতে পারবে।
তাই গল্প লিখার জন্য একটা ক্যাটাগরি খুললে ভাল হত।
আমরা শিক্ষার পাশাপাশি কিছু বিনোদনও পেতাম।
তাছাড়া নিজের কমেন্ট নিজেই Edit করা এবং Screenshot Add করার সুযোগ দিলে আরো ভাল হবে বলে আমি মনে করি।
Ekhon je post koreche se payment kore oi somoy 1 r jei somoy payment na korbe oi somoy 2 te click kore aste parbe r click korle lekhata tik cino hoye jabe ta hole sadaron manush sohojei bujte parbe konta payment korteche r kon ta ekhon r payment korchena r purano site kaj kore karo taka ba mb nosto hobena ta chara oho nijer published hoya post edit ba deleted korte parbe author ba contributor ra sovai ei rokom hole valo hobe
২* ট্রিক বিডির ইংলিশ ভার্শন তৈরি করা হোক । যেখানে অথর গণ বাংলায় পোস্ট করলেও ইংরেজিতে দেখা যাবে। এতে করে ইন্টারন্যাশনাল ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধি পাবে।
২। কমেন্ট ইডিট করার সবিধা। কমেন্টে পিক, গিফসহ লাইক, লাভ, ওয়াও, এংরি, স্যাড রিয়েক্ট এড করা চাই।
৩। প্রত্যেক মেম্বারের সাথে চ্যাটিং করার ফিচারটি চাই।
৪। লাইভ ভিডিও টিউটোরিয়াল চাই।
৫। খেলাধূলা সম্পর্কিত একটি ক্যাটাগরি চাই।
৬। সকল প্রকার এপ্স এন্ড গেমস আপলোড দেয়ার জন্য ট্রিকবিডি ড্রাইভ চাই।
৭। টপ এন্ড ফ্লপ পোস্ট অফ দি উইক/মান্থ ভোট প্রকিয়া চাই।
৮/ টেক রিলেটেড সাপ্তাহিক কুইজের আয়োজন করা।
৯। ছোটখাটো মাল্টিপ্লেয়িং মাইন্ড গেম এবং ড্যাশবোর্ড এড করা। যেমনঃঃ ওয়ার্ড ম্যাকিং, বিড ১৬, পাজল, টিক টু, ইত্যাদি।
১০। আরো কয়েকটি পদ সৃষ্টি করা। যেমনঃ প্রথমে সাস্ক্রাইবার তারপর কন্ট্রিবিউটর তারপর সিলভার অথোর, তারপর গোল্ডেন অথোর, তারপর, ডায়মন্ড অথোর।
এক্ষেত্রে আমি নিজেকে কন্ট্রিবিউটর মনে করি।
১১। আমরা ট্রিকবিডিকে খুবই ভালোবাসি এবং বিশ্বাস করি।
ডলার এক্সচেঞ্জ করার প্রক্রিয়া ট্রিকবিডিতে চাই।
message system, comment system স্ক্রিনশটসহ, কমেন্ট ডিলেটিং এডিটিং। অথর যেন পোস্ট ডিলেট করতে পারে।
WAPKA remove korte hobe. R besh kisu menu add korar prostab korchi.
1. Smart phone/pc review
2. Movie review
3. Graphic Design (Note: sobar eta shikhar agroho onek beshi ajkal. )
4. Pc tips and tricks
5. Programming languages (Etar bitor sub category create kore sokol computer+web programming language er name zukto korben. Baire jegulo already ase segulo ene ei category te rakhben. Tahole menu ta short hobe aro, r sundor lagbe dekhte.)
আর আরও একটি বিষয় রাখলে ভাল যে টিউনার
ফিচার দুই – পোস্ট এর সংখ্যা ও পয়েন্ট অনুযায়ী আলাদা আলাদা ব্যাজ
ফিচার তিন – ইউজার ভেরিফাইড করার সিস্টেম
Like:Health Tips,Adult Tips,Movie Review e.t.c…
I love all features and i want a bangla new movie server system on trickbd .
other wise a trick video publishing wall.
How many time needed for this all features..please reply
পার্ট টাইম ফুল টাইম কাজ করে আর্ন করা যায় এমন প্রোজেক্ট চালু করা
আশা করি বুঝতে পারছেন