CrazyHost এর পক্ষ থেকে বিশেষ হোস্টিং অফার। নতুন গ্রাহকদের জন্য বিশেষ হোস্টিং অফার প্রযোজ্য। এখন আপনি ফ্রীতে পাচ্ছেন 2GB প্রিমিয়াম হোস্টিং একদম ফ্রী। যাদের আগের ডোমেইন নেওয়া আছে তারা সহজেই এই অফার পেতে পারেন। যেকোন ফ্রী এবং পেইড ডোমেইন যদি আপনার আগে নেওয়া থাকে তাহলে আপনি ফ্রী হোস্টিং নিতে পারেন।
ফ্রী হোস্টিং এ যেকোন ডোমেইন হোস্ট করা যাবে
ফ্রী হোস্টিং মানে পুরোটাই ফ্রী। ফ্রী হোস্টিং গুলোতে সাধারণত যেকোন ডোমেইন ব্যবহার করা যায় না, শুধুমাত্র টপ লেভেল ডোমেইনগুলোই এতে হোস্ট করা যায়। কিন্তু, এই হোস্টিং এ আপনি চাইলে .tk, .ml. ,gq এইসব ডোমেইনও হোস্ট করতে পারবেন।অর্থাৎ, কোন টাকা খরচ না করেই একটা প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করতে পারবেন। অন্যান্য হোস্টিং এর মত এটাতেও Softaculous আছে। এটা ব্যবহার করে Wordpress বা, অন্য যেকোন ধরণের Script এক ক্লিকেই ইনস্টল করতে পারবেন। ওরা ৫ বছরের জন্য ফ্রীতে এই সেবা ব্যবহার করতে দিচ্ছে, যা আগে কখনো কেউ দেয় নি।
ফ্রী হোস্টিং তে সুবিধা
১. সম্পূর্ণ ফ্রীতে একটি ওয়েবসাইট তৈরি করা যাচ্ছে। WordPress এ সাইট তৈরি করা যারা শিখতে চান তাদের কাজে লাগবে।Softaculous ব্যবহার করে সহজেই যেকোন ধরণের সাইট এক ক্লিকে তৈরি করতে পারবেন।
২. এছাড়া Website Builder ব্যবহার করে খুব হালকা এবং যেমন চান তেমন সাইট যে কেউ বানাতে পারবে। কোন ধরণের কোডিং বা, পূর্ব অভিজ্ঞতা লাগবে না। যেটা লাগবে ধরে ধরে বসিয়ে দেবেন, আপনার ওয়েবসাইট তৈরি হয়ে যাবে।
৩. আগেই বলেছি, যেকোন ডোমেইন হোস্ট করা যায়, freenom.com থেকে .tk বা, অন্য যেকোন ফ্রী ডোমাইন নিয়ে এখানে হোস্ট করতে পারবেন।
৪. ফ্রী দিচ্ছে বলে ওরা কোন এড দেখাবে না।
৫. অনেক ফাস্ট এবং ৯৯% আপটাইম এবং পুরোপুরি ফ্রী, কোন অতিরিক্ত শর্ত দিয়ে টাকা চাইবে না।
অন্য সব সাইটের মতই খুব সহজে নাম, ই-মেইল এড্রেস, পাসওয়ার্ড এগুলো দিয়ে একাউন্ট খুলে হোস্টিং সুবিধা ব্যবহার করতে পারবেন। Sitebuilder, CPanel এবং File Manager এই তিনটা অপশনই ব্যবহার করতে পারবেন।
আসুন দেখে নেই কিভাবে ফ্রী হোস্টিং পাবেন।
প্রথম এ এই লিংক এ জান।
Order Now তে ক্লিক করুন।
এইখানে আপনার ডোমেইন নাম দিয়ে Use এ ক্লিক করুন।
নিছে নেমে Continue তে ক্লিক করুন।
আবার নিছে নেমে Checkout এ ক্লিক করুন।
এইবার আপনার সকল ইমেইল, পাসওয়ার্ড, মোবাইল নাম্বার দিয়ে Complete Order এ ক্লিক করুন।
এবার কাজ শেষ । আপনার ইমেইল এ সব ইনফর্মেশন চলে যাবে । আর হে Cpanel এর ইনফর্মেশন গুলা আপনার ইমেইল এর Spam ফোল্ডার এ যাবে ।
আর হে একজন একটি ইমেইল দিয়ে একটা হোস্টিং নিতে পারবেন ।
অনেক তো লিখলাম এখন উপসংহার করি।
tao deye dilam 😀
vigor1.dnssilo.pp.ua
vigor2.dnssilo.pp.ua
r 50 gb monthly bandwidth mane ki?
ektu bujhiye bolun vaiyara..plz
apni bollen keno je support kore
ব্যাকআপ বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আমি ওয়ার্ডপ্রেস বিষয়ে একেবারে নতুন।
এই সাইট দিয়ে ওয়েবসাইট বানানো কিছুটা শিখে নিই।
ভাই, namesarver এর নাম কি?
vhi plz bolban.
vigor1.dnssilo.pp.ua
and
vigor2.dnssilo.pp.ua