আমরা যারা প্রযুক্তির সাথে (বিশেষ করে মুঠোফোন এর সাথে) জরিত আছি তারা এ Social Engineering সমন্ধে কম বেশি জানি। কারন এর ফাদে পড়েননি বা এর ফাদের কথা শুনেননি এমন মানুষ খুজে পাওয়া কঠিন।
আমার মনে হয় না যে এখনো, এমন কোনো মানুষ পাওয়া যাবে যারা ‘ জিনের বাদশা ‘ এর কথা শুনে নি।
ওই জিনের বাদশা যে বুলি দেয় সেটাও এক ধরনের Social Engineering
কেউ যদি মনে করেন আমি বিকাশ ও ফেসবুক হ্যাকিং শিখাচ্ছি তাহলে কিন্তু ভুল ভাববেন
আমি social engineering বুঝানোর জন্য bkash ও facebook এর উদাহরন দিয়েছি মাত্র
Social Engineering হচ্ছে মানসিক বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে অন্যকে নিয়ন্ত্রন করার কলাকৌশল।
এজন্য কোনো coding জানা লাগে না। তবে আপনি যদি coding জানেন সেক্ষেত্রে আপনি আরো বেশি technique কাজে লাগাতে পারবেন।
Social Engineering এর ধারাবাহিক নিয়ম:
১. ব্যক্তিকে নির্বাচন করা
২. একে একে তাকে ফাদে ফেলার কৌশল বের করা
৩. কৌশল প্রয়োগ করা
Social Engineer রা যেভাবে Facebook Hack করে
১. নির্বাচিত ব্যক্তির কাছের লোক খুজে বের করা
২. তার দারা নির্বাচিত ব্যক্তির ফোনে যেকোনো একটি spy app install করিয়ে দেয়া।
৩. তারপর যেকোনো স্থান থেকে পুরো ফোন control করা যাবে।
কারন spy app দিয়ে অন্যের message, call সহ অনেক কিছু control করা যায়
৪. Facebook Hack করার জন্য তার যে নাম্বারে facebook id খোলা আছে, সেই নাম্বার দিয়ে facbook এ forget password করুন।
( কারন forget করলে pin client এর ফোনে যাবে। আর আপনি যেহেতু controller সেহেতু অনায়াসে pin পেয়ে যাবেন)
spy app এ গিয়ে message এ দেখতে পাবেন pin টি চলে আসছে
আর সেখান থেকে 6 ডিজিটের pin নাম্বারটি নিয়ে facebook এ বসিয়ে দিলেই Facebook id টি খুব সহজে আপনার হয়ে যাবে।
তারপর চাইলেই password change করে নেয়া যাবে
Social Engineer রা যেভাবে বিকাশ হ্যাক করে
Social Engineer (SE) & Client (CL)
i. প্রথমে কল দেয় নির্বাচিত ব্যক্তিকে।
কল দেয়ার ক্ষেত্রে সাধারন নাম্বার ব্যবহার না করে customised number ব্যবহার করে, যেন মনে হয় সত্যই customer care থেকে কল দিয়েছে।
( customised number বলতে 165268, 2002, 2888, 042865806227 এমন সব নাম্বার
এসব customised number এর জন্য free call app গুলা use করা যায়।
Dingtone, Talku ইত্যাদি
)
ii. তারপর মূল target হচ্ছে bkash hack করা। এজন্য প্রয়োজন bkash app এ login করার verification কোড এবং pin কোড যেকোনো কায়দায় client এর কাছ থেকে নেয়া
iii. pin কোড এবং verification কোড নেয়ার জন্য যে বুদ্ধিটি খাটিয়ে থাকে social engineer রা তা দেখুন
সুন্দর কন্ঠে,
SE : “আসসালামু আলাইকুম,স্যার। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন।
CL: হ্যা, বলুন।
SE: Customer Care থেকে নাহিদ বলছি। আমরা আপনাকে ৩ মাস আগে মেসেজ এ জানিয়েছিলাম যে, আপনার বিকাশ account টি ত্রুটির কারনে পুনরায় verify করতে হবে। এজন্য আপনাকে নিকটস্থ customer care এ যোগাযোগ করতে বলা হয়েছিল।
কিন্তু আপনি তা করেন নি। এজন্য আপনার bkash account টি লেনদেন বন্ধ করে দেয়া হয়েছে
আপনি কি account টি পুনরায় active করতে চান।
CL: হ্যা, অবশ্যই।
SE: তাহলে কিছু তথ্য দিয়ে সহযোগিতা করুন।
আপনার nid নাম্বারটি আমাদের কাছে share করুন।
(তারপর)
আপনার নাম্বারে একটা code যাবে code টা বলুন
(কোডটা দিয়ে bkash login করবেন।
আপনি হয়তো ভাবছেন সিম তো আপনার ফোনে থাকতে হবে। তাছাড়া তো bkash app এ code নিজে থেকে বসানো যায় না।
আসলে যায়, আপনি হয়তো জানেন না।
দেখুন কিভাবে সেটা করবেন।
১. client এর বিকাশ নাম্বার দিন
২. verification code চলে গেছে তার নাম্বারে
৪. তাহলে code টা আপনারই অন্য আরেকটা ফোন দিয়ে আপনার যে ফোনে bkash app আছে সেই ফোনের একটা নাম্বার এ forward করে দিন
৫.দেখুন message আসল এবং code একাই বসে গেল
)
(তারপর)
আপনার bkash pin নাম্বারটি বলুন।
iv. pin নাম্বার পাইলেই তার bkash এর টাকা send money & cashout করে বের করে নেয়া যাবে।
★এভাবে সব কিছুই একটু বুদ্ধি খাটিয়ে হ্যাক করা সম্ভব
Social Engineering জেনে আপনার কি কাজে লাগবে:
আপনি যদি এ বিষয়ে জানেন তাহলে আপনাকে আর কেউ Social Engineering এর ফাদে ফেলতে পারবে না।
★পোস্টটি হতে শিক্ষা নিন আর সতর্ক থাকুন
কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না।
কিছু কথা
পোস্টটি ভালো লাগলে
একটা like দিয়ে share করবেন please
আর যেকোনো সমস্যা হলে comment এ জানাবেন
আমারও খুব ভালো লাগে
ওই ad দেখার পরই আমি এ নিয়ে search করে অনেক কিছু শিখতে পারছি
ধন্যবাদ মতামত এর জন্য
আশা করি আপনাকে পাশে পাব সবসময়
এ পোস্ট এর কোনো সম্পর্ক নাই
আর ভাই জ্ঞান আহরন করতে মানুষ কম পছন্দ করে
কিন্তু ফান, ট্রল বেশি পছন্দ করে
তাই ফানি চ্যানেল এ ভিউ বেশি হয়
আশা করি বুঝাইতে পেরেছি
আশা করি আপনাকে পাশে পাব সবসময়
পোস্ট টা ২ বার সুন্দির করে পড়ুন বুঝতে পারবেন
আপনি just তার থেকে code শুনলেন
আর ওইটা অন্য আরেকটা মোবাইল দিয়ে forward করে পাঠালেন
আপনার সুন্দর মতামতের জন্য
আপনার সুন্দর মতামত এর জন্য
তবে স্বপ্ন অনেক বড়
আমার জন্য দোয়া করবেন যেন আপনার মুখে বলা ওই অস্কারটা আমি পেতে পারি
তবে স্বপ্ন অনেক বড়
আমার জন্য দোয়া করবেন যেন মানুষের মতো মানুষ হতে পারি
সকলের পাশে দারাতে পারি
আশা ককরিএভাবে পাশে থেকে support দিয়ে যাবেন
???
ধরুন আমার বিকাশ একাউন্টটি অন্য কোনো ফোনে বিকাশ এ্যাপের মাধ্যমে লগিন করা হয়েছে হোক আমার বিকাশ একাউন্টি পের্সোনাল হোক এজেন্ট এটা বুজার কোনো উপায় আছে….?
বা যে ফোনে লগিন করা হয়েছে সেই ফোনের লোকেশন বা ফোনের যে কোনো তথ্য কি কালেক্ট করা কোনোভাবে সম্ভব হবে….?
সেটা অফিস থেকে হোক বা যে কোনো যায়গা থেকে…..
Facebook টা ঠিক আছে ।
মানুষকে ঠকানোটা উদ্দেশ্য না
জ্ঞান আহরন করা মূল উদ্দেশ্য
না
অন্য মোবাইল থেকে কুট পাঠালে অটোমেটিক নেয় না ।
৩০ সেকেন্ড এর আগে দিয়ে দেখ।
বিকাশ থেকে কখনো কেউ কল দিয়ে পিন চাইতেই পারে না
???
পোস্ট এর মর্ম টা বুঝলেন না
আমি হ্যাকিং শিখাই নি
ওটা উদাহরন
কিছু কিছু লোক আছে যারা নিজে কিছু তো করেই না
বরং অন্যকে উৎসাহ না দিয়ে বাধা দেয়
আপনি একটা ভালো পোস্ট করে আমায় দেখিয়ে দিন এভাবে করতে হবে
আশা করি কথাগুলা মূল্যায়ন করবেন
যারা যারা খারাপ মন্তব করেছেন তাদের বলি আপনি কি পারবেন এরকম একটা পোস্ট করতে,
বুদ্ধিমান লোকদের দেখলে হিংসা হয় তা না।
আমার যুক্তিসম্পন্ন কথা বলার জন্য
??
tnx ভাই আরো এমন পোস্ট চাই
একটু help করলে ভালো হতো।
>> বাই মনে করন আমার টাচস্ক্রীন মোবাইলে বিকাশ apps.এখন আমার অন্য মোবাইল দিয়ে কিবাবে আমার টাচস্ক্রীন মোবাইলে sms forward করবো তা আমি বুঝতে পারলাম না একটু বুঝিয়ে দিলে ভালো হতো বাই ধন্যবাদ আমি আপনার Reply এর আসায় থাকব। #Nice Post