আসসালামু আলাইকুম
আসা করি সকলেই ভালো আছেন। আজকের বিষয় হলো “দারাজ হ্যাক”!
দারাজ কিঃ?
দারাজ সম্পর্কে আমি বেশি কিছু বলতে চাই না। এটি হলো একটি অনলাইন শপিং সাইট। এখানে প্রায় চার লাখ রকমের পণ্য রয়েছে।
দারাজের কোন কোন জিনিস হ্যাক করা যাবে?
দারাজ যদি সম্পূর্নরুপে হ্যাক করা যেতো তাহলে আমি হয়তোবা এতদিন বড়লোক হয়ে যেতাম। কিন্তু নাহ! দারাজ থেকে খুব নিম্ন দামের পণ্য গুলো খুব সহজেই হ্যাক করা যাই। এটা শুনলে খুশি হবেন যে, আমি প্রায় ৫ মাস আগে থেকে হ্যাক করে আসছি এবং তা এখনো চলমান। প্রধাণত যেসব পণ্য গুলোর দাম ১-২৫৳ -এর মধ্যে, সেগুলো সহজেই হ্যাক করা যায়। যেমনঃ খাতা, কলম, স্টিকার, সিম ইনজেক্টর, সিম রাখা বক্স, ওটিজি, ইউএসবি ক্যাবল, এল-ইডি লাইট, ক্লিপ, রিং, স্কেল সহ আরো অনেক কিছু আছে।
কখন হ্যাক করা যায়?
দারাজে সাধারণত ডেলিভারি ফি ৬০ টাকা। অনেক সময় দেখা যায় যে, দারাজের বিভিন্ন ক্যাম্পেইন চলে এবং উক্ত ক্যম্পেইনে তারা ডেলিভারি ফি ০ টাকা করে দেয়। ঠিক সেই সময়েই হ্যাক করা যায় যখন তাদের ডেলিভারি ফি ০ টাকা করে দেয়। আগামী ২৮-ই মার্চ থেকে ১৪-ই এপ্রিল পর্যন্ত বাংলা নববর্ষ উপলক্ষে ক্যাম্পেইন চলবে। উক্ত ক্যাম্পেইনে যদি কোনো একদিন ফ্রি ডেলিভারি দেয় তাহলে সেদিন হ্যাক করতে হবে। আপাতত, আগে-ভাগে ট্রিকটা শিখে রাখুন।
হ্যাক করতে কি কি প্রয়োজন?
• একটি ডিভাইস, যেটি দিয়ে দারাজ এপ চলে
• দারাজ এপ
• একটি মেইল এক্যাউন্ট (যেটা দিয়ে আগে কখনো দারাজে এক্যাউন্ট খোলা হয়নি, পারলে নতুন মেইল খুলে নিতে পারেন)
• একটি মোবাইল নাম্বার (যেটা দিয়ে আগে কখনো দারাজে পণ্য কেনা হয়নি)
আর বেশি কথা না বাড়িয়ে চলুন কাজ শুরু করি।
[বিঃদ্রঃ যারা পোষ্ট পড়ে বুঝতে পারবেন না! তারা সরাসরি পোষ্টের নিচে চলে যাবেন, নিচে ভিডিও ইম্বেড করে দিয়েছি]
হ্যাকিং শুরু করা যাক
প্রথমেই দারাজ এপ এ নতুন মেইল দিয়ে একটি এক্যাউন্ট খুলে নিন।
তারপর খুজে নিন এমন কিছু পণ্য, যেগুলোর দাম ২৫৳ এর নিচে।
এবার নিচের স্ক্রিনশুটের মতো কার্টে যোগ করে নিন [সতর্কতাঃ একই সেলারের একাধিক পণ্য বা একই পণ্য দুইটি দিবেন না। অর্থাৎ, ২× দেওয়া যাবে না। নিচের স্ক্রিনশুট দেখুন সব বুঝতে পারবেন।
এবার সবগুলো “√” মার্ক করে দেখুন কত টাকা হলো। ১০০০ টাকার থেকে যত টাকা কম হবে, তার কাছাকাছি টাকা দাম এমন আরো একটি পণ্য কার্টে যোগ করে ১০০০+ এর কাছাকাছি করুন।
এবার নিচে দেখুন ভাউচার ব্যবহার করার জন্য একটি বক্স আছে। ওখানে “NEWDARAZ” ভাউচার কোডটি লিখে “APPLY” তে ক্লিক করুন
দেখুন ২৫০ টাকা কমে গেছে,
এবার “Check Out” এ ক্লিক করুন
এবার “Place Order” এ ক্লিক করুন
এবার “Cash on Delivery” তে চাপিয়ে দিন
তারপর, শেষে ১০০০৳ পোজানোর জন্য যেই পণ্যটি যোগ করা হলো সেটি My order থেকে Cancelle করে দিন।
এবার মূল ঘটনা জেনে নিনঃ
আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে, আমিতো সাধারণভাবেই পণ্য অর্ডার করলাম তাহলে এখানে হ্যাকের কি হলো..?
[Img_hacked_prodeuct]
সতর্কতাঃ..!!!
• এই ট্রিকটা সবসময় কাজ করে না। যখন দারাজে ফ্রি ডেলিভারি চলে ঠিক তখনই এই ট্রিকটা কাজ করে। আগামী ২৮-ই মার্চ থেকে ১৪-ই এপ্রিল ২০১৯ পর্যন্ত নববর্ষ উপলক্ষে ক্যাম্পেইন চলবে, যদি ফ্রি ডেলিভারি অন করে দেয় তাহলে উপরের নিয়ম অনুযায়ী অর্ডার করে দিবেন। যখন ফ্রি ডেলিভারি অন হবে অন থাকা অবস্থার মধ্যেই অর্ডার প্লেস করতে হবে।
• অনেকেই এখন ট্রিকটা চেষ্টা করছেন, কিন্তু এখন করে লাভ নাই। এই ট্রিকটা সকল ফ্রি ডেলিভারি ক্যাম্পেইনের সময় কাজ করে। কারণ এখন ২৫ টাকার একটা পণ্য কিনলে তার সাথে ৬০ ডেলিভারি,তাহলে মোট ৮৫ টাকা বিল দাড়াবে। আর ৮৫ টাকা কখনোই “০৳” বিলে কুরিয়েরে আসবে না। তাই এই ট্রিকটা ফ্রি ডেলিভারির সময় কাজে লাগান।
• যেগুলো ২১৳ টাকা বিলে আসবে সেগুলো বলবেন রিটার্ন করে দিতে আর যেগুলো ০৳ বিলে আসবে সেগুলো রিসিভ করে নিবেন।
যদিও এখন ফ্রি ডেলিভারি চলছে না তবে আগামী ২৮-ই মার্চ থেকে ১৪-ই এপ্রিল এর মধ্যে বেশ কিছুদিন ফ্রি ডেলিভারি চালু হবে, অভিজ্ঞতা থেকে বলছি। আগে আগে পোষ্ট করে দিলাম যাতে আপনারা শিখতে পারেন ও প্রস্তুত থাকতে পারেন। আর হ্যাঁ, আগে পোষ্ট করার আরেকটা করন আছে তা হয়তোবা পোষ্টের ক্যাটাগরি দেখে বুঝে গেছেন। পোষ্টটি ভালো লাগলে অবশ্যই লাইক, সেয়ার করে পাশে থুকন আর কোথাও বুঝতে সমস্যা হলে কমেন্ট করুন।
ফেসবুকে আমিঃ Mir Mohit
না বুঝলে ভিডিওটি দেখুনঃ
খোদা হাফেজ। আজগের মতো এখানেই বিদায় নিচ্ছি আগামীতে দেখা হবে নতুন কেনো ট্রিকের সাথে।
Etar mane ki vai???
পেইজ লিংকঃ https://www.facebook.com/help.com.bd/
পেইজ লিংকঃ https://www.facebook.com/help.com.bd/
https://www.youtube.com/channel/UCEhPMq0sKQ5m8V0fpGZ12LQ
তবে এখন করে লাভ কি যদি দারাজ কোম্পানি শতর্ক হয়ে যায় & কাজের সময় যদি বন্ধ হয়ে যায় তখন তো আর কাজে লাগবে না।।
Etar mane ki?
bolen to ki karone free dicche??
ashol karonta ki???
Pubg trigger
Nossy sim slot
Otg cable
Aigulo lagbe ??
Help please keu