আসসালামু আলাইকুম,
আশা করি সবাই ভালো আছেন , আবারও হাজির হলাম ফ্রি ব্লগ সাইট তৈরীর সিরিজ পোস্ট এ । গত তিনটা পর্ব যারা দেখেন নি তারা এখান থেকে পর্বগুলো দেখেন আসেন ।
কিভাবে ব্লগার দিয়ে একটি ফ্রী ব্লগ সাইট তৈরী করবেন । [ ব্লগ সাইট তৈরী পর্ব-০]
ব্লগ কি ,ব্লগিং কি , ব্লগার কাকে বলে ? ব্লগিং প্লাটফর্ম ব্লগার সম্পর্কে [ ব্লগ সাইট তৈরী পর্ব-১ ]
কিভাবে ব্লগার দিয়ে একটি ফ্রী ব্লগ সাইট তৈরী করবেন ও ড্যাশবোর্ড পরিচিতি । [ ব্লগ সাইট তৈরী পর্ব-২ ]
আজকের এই পর্বে আমরা দেখব কিভাবে ব্লগারে পোস্ট লিখবেন এবং ক্যাটেগরি বা লেবেল তৈরি করবেন ।
তো চলুন শুরু করা যাকঃ
১। প্রথমে ব্লগার ডট কমে প্রবেশ করুন ।
২। তার পর পোস্ট লিখার জন্য New Post এ ক্লিক করুন ।
৩। New Post ক্লিক করার একটি নতুন পেজ ওপেন হবে এখানে আপনি আপনার পোস্ট লিখতে পারবেন এবং কিছু প্রয়োজনীয় টুল বা অপশন পাবেন । পোস্টের টাইটেল এবং কনটেন্ট লিখা শেষে Publish ক্লিক করবেন ।
পোস্ট করার টুল সমূহঃ
ব্লগার পোস্ট করার জন্য অনেক গুলো টুলস রয়েছে তার মধ্যে থেকে প্রয়োজনীয় সকল টুলস গুলো আপনাদের সাথে পরিচয় করিয়ে দেওয়া হবে আপনারা যাতে ভালো বুঝতে পারেন এই নিয়ে একটি ভিডিও করছি যা পোস্টের শেষে দিয়ে দিব আপনার দেখে নিবেন ।
১। Compose: কম্পোজ এ আপনি MS WORD এ যেমন লিখেন ঠিক তেমন ভাবে লিখতে পারবেন এই অপশন টি সিলেক্ট করা থাকলে ।
২। HTML: আপনি পোস্ট টা লিখতে পারনে HTML আকারে বা ফরম্যাট এ । HTML ফরম্যাটে পোস্ট করার জন্য এটি সিলেক্ট থাকতে হবে ।
৩। Undo & Redo: আমরা যথাক্রমে HTML এর পরের অপশন গেলে আপনারা Undo ও Redo বাটন দেখতে পারব এটির কাজ আমরা সবাই জানি ।
৪। Font Style & Font Size: তারপর এ যথাক্রমে যে টুল টি রয়েছে তা দিয়ে ফন্ট স্টাইল সিলেক্ট করতে পারি , তার পর যেটা আছে ঐ টা ফন্ট সাইট নির্ধারণ করে দিতে পারি ।
৫। Heading: এরপর এর অপশন টি হলো হেডিং অপশন গুলো আছে ।
৬। Bold,Italic,Underline, Strike through: যথাক্রমে এই গুলো দিয়ে লিখা বোল্ড,ইতালিক, আন্ডার লাইন, লেখার মাঝে টান দিতে পারবেন এক কথায় ফরম্যাটিং এর কাজ গুলো করতে পারবেন ।
৭।Text-Color: এর পর যে অপশন টি পাবেন ঐ দিয়ে টেক্সট এর কালার জন্য ।
আরো সব টুলস এর কাজ গুলো এবং কিভাবে ক্যাটেগরি তৈরি করবেন তা ভিডিও টি তে দেওয়া আছে দেওয়া করে দেখে নিবেন ।
এর পরের পর্ব তে আমরা সাইটের বেসিক সেটিং গুলো করব তারপর টেমপ্লেট আপলোড ও কাস্টমাইজ করা দেখাব তো ততক্ষণ পর্যন্ত আপনি কপি মুক্ত পোস্ট লিখেন নিজের আর ক্যাটেগরি তৈরী করেন ১০ টি । আর যত বেশি পারেন পোস্ট করেন পোস্ট না থাকলে সাইট ডিজাইন করতে সমস্যা হবে ভাল হয় না ।
আমার ওয়েব সাইটঃ www.nanoblog.net
এটি Affiliate Marketing এর ৩২ ঘন্টার ভিডিও৷তাই আমার ক্রেডিট বা কয়েন দরকার।একটা ID খুলে আমাকে সাহায্য করুন Please. http://Www.bit.ly/redoy45
Please ভাইসব মাএ ২ মিনিট লাগবে,,,
এটি Affiliate Marketing এর ৩২ ঘন্টার ভিডিও৷তাই আমার ক্রেডিট বা কয়েন দরকার।একটা ID খুলে phone number verify করে আমাকে সাহায্য করুন Please. http://Www.bit.ly/redoy45
Please ভাইসব মাএ ২ মিনিট লাগবে,,,
N.B: trickbd k khub valobashi but aytar por maybe amk ban kora hobe….