হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, সবাই কেমন আছেন ?

আশা করি সবাই ভালোই আছেন , অনেক দিন পর আবার লিখতে বসলাম । আমি মূলত পিসি ক্যাটাগরি তে পোস্ট করি , তবে আজকের পোস্ট টি Android ইউজার ভাইদের জন্য ।

আমি অভ্র দিয়ে লিখি তাই বেশি কথা লিখতে পারছি না । তো বন্দুরা কথা না বাড়িয়ে কাজ এ আসি ।

প্রথমেই নিচের লিঙ্ক থেকে WINE HQ সফটওয়্যার টি ডাউনলোড করি ।

https://dl.winehq.org/wine-builds/android/

ডাউনলোড হয়ে গেলে সাধারণ ভাবে সফটওয়্যার টি ইন্সটল করি ।

 

সফটওয়্যার টি ইন্সটল হয়ে গেলে ওপেন করুন

ওপেন করার পর একটু লোড নিবে

লোড হয়ে গেলে এই রকম একটি পেইজ আসবে

এবার স্টার্ট এ ক্লিক করুন

এখনে রান কমান্ড দেখতে পাবেন

এখান এ ক্লিক দিয়ে আপনি উইন্ডোজ এর অ্যাপ আপনার মোবাইল এ রান করাতে পারবেন ।

Add/Remove Programs এ ক্লিক করে আপনি নতুন প্রোগ্রাম অ্যাড বা রিমুভ করতে পারবেন ।

অ্যাপ টা ডাউনলোড করে ইন্সটল করে সব আপনা থেকেই বুঝে যাবেন ।

install এ ক্লিক করে আপনার পছন্দের সফট রান করান ।

দেখুন চলছে

আশা করি সবাই বুঝতে পারছেন , কোনো সমস্যা হলে কমেন্ট এ জানান ।পোস্ট টা ভালো লাগলে একটা লাইক দিন ।

আর একটা কথা আমার android phone নাই , কাজেই স্ক্রীনশট গূূলা সংগ্রহ করা , যার কারণে আমি আন্তরিক ভাবে আপনাদের কাছে ক্ষমা পার্থী ।

সবাই ভালো থাকবেন সুস্ত থাকবেন ।

 

17 thoughts on "আপনার Android ডিভাইস এ চালান পিসি সফটওয়্যার , খুব সহজে [most see]"

  1. স্বপ্ন Author says:
    আগে তো জানতাম সাথে, এর এসিসটান্ট এ্যাপের ও প্রয়োজন হয়।
    আর দুই একটা সফটওয়্যার রান করে দেখালে ক্লিয়ার বুঝতে পারতাম ।
    1. Ariyan Ahmed Akash Author Post Creator says:
      আমার মনে হয়না wine এ আলাদা কোন সাহায্যকারী এ্যাপ এর দরকার । আগেই বলি লাইট এ্যাপ গুলা চলবে, ভারি এ্যাপ চলবে না ।
  2. স্বপ্ন Author says:
    ভালো পোস্ট
  3. Akash Contributor says:
    Run korate parcina
    1. Ariyan Ahmed Akash Author Post Creator says:
      কি সমস্যা হচ্ছে ভাই ? আপনি ওয়াইন এর সর্বশেষ ৪.৫ টি ব্যাবহার করেন , ভারি এ্যাপ চলবে না । লাইট এ্যাপ গুলা চলবে ।
  4. Tirtho Contributor says:
    Notepad,ms office, photoshop cholbe?
    1. Ariyan Ahmed Akash Author Post Creator says:
      নোটপ্যাড চলবে , কিন্তু ভারি অ্যাপ গুলা চলবে না ।
  5. Cyber Prince Author says:
    ভালো পোষ্ট তবে ঝামেলা বেশী Wine দিয়ে চালানো।
  6. Rezaul013 Contributor says:
    wine kon version download debo??
    samsung j7 prime oreo 8.1
    1. Ariyan Ahmed Akash Author Post Creator says:
      Wine 4.5
  7. FAIHAD Contributor says:
    Good Post
  8. SmNishan Contributor says:
    gp modem chalte parbo??
    1. Ariyan Ahmed Akash Author Post Creator says:
      na , tobe oder softer ta install hobe
  9. PC সফটওয়্যার ইন্সটল করে যদিWINE app টি আনইন্সটল করি তাহলে কি ইন্সটলকৃত সফটওয়্যারটি ব্যবহার করা যাবে
    1. Ariyan Ahmed Akash Author Post Creator says:
      Na
  10. Ariyan Ahmed Akash Author Post Creator says:
    notepad cholbe… photoshop , offce cholbe kina jani na
  11. MD ABDUR RAHMAN Contributor says:
    camtasia 9 colbe

Leave a Reply