আসসালামু আলাইকুম

আশা করি সকলে ভালো আছেন।

•আমরা অনেকেই সি প্রোগ্রামিং শিখতে চাই।সি প্রোগ্রামিং শেখার জন্য প্রয়োজন একটি কম্পাইলার সফটওয়্যার।
প্লে স্টোর এ অনেক কম্পাইলার আছে।যেমনঃ Mobile C,Cppdroid ইত্যাদি।

•কিন্তু সমস্যা হলো এই সফটওয়ার গুলো অনেক জায়গা দখল করে প্রায় ২০০-২৫০এম্বির মতো। ফলে আপনার মোবাইল স্লো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।

C4droid একটি শক্তিশালি সি প্রোগ্রামিং অ্যাপ।কারন,এটির সাইজ মাত্র ২.৬৪এম্বি। এটি আপনার মোবাইল স্লো করবো না।

সুবিধাঃ

-ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস
-প্রোগ্রামে ভুল হলে তা চিন্হিত করে দেখায়
-প্রোগ্রামে ফন্ট কালার চেন্জ করতে পারেন
-ব্যাকগ্রাউন্ড কালার চেন্জ করা যায়
– প্রোগ্রামকে apk ফ্রাইলে রূপান্তর করা যায়

– কম জায়গা দখল করে ইত্যাদি
-ইন্টারনেটের প্রয়োজন নেই

ডাউনলোড লিংক-
C4droid

চলুন কিছু স্ক্রিনসট দেখে নেয়া যাক-
•ইউজার ইন্টারফেস

•একটি প্রোগাম

•প্রোগ্রাম রান

টিউনটি কেমন হয়েছে তা পুরোটাই আপনাদের উপর নির্ভর করবে। So, কমেন্ট বক্সে লিখে ফেলুন কেমন হয়েছে। আর একটা ধন্যবাদ প্রাপ্য থাকলাম। যদি না বুঝতে পারেন, ১০ বার জিগ্যেস করুন। সমাধান দিতে চেষ্টা করব। রাত জেগে টিউন লিখতে কষ্ট ফিল করি না, তাহলে Reply দিতে দ্বিধা করব কেন.!!
আবারও ধন্যবাদ সবাই কে…

আমার পোস্ট এ যদি আপনার সামান্য হলেও উপকার হয়ে থাকে তাহলে আমাদের সাইট টি ভিজিট করে আসবেন।আমাদের সাইটের লিংক
TipsNow24.Com

আমাদের সাইটে ১ টি পোস্ট করেই ১০ টাকা + ট্রেইনার রোল দেওয়া হয়।আপনার টাকার পরিমান সবনিম্ন ৩০ টাকা হলে পেমেন্ট নিতে পারবেন।

ধন্যবাদ

ধন্যবাদ।
আজকে এই পর্যন্তই পরে আবার দেখা হবে।সবাই ভালো থাকুন ও অন্যকে ভালো রাখুন।

আজকের মতো এখানেই বিদায়।
সবাইকে আবারও সালাম,, আসসালামু আলাইকুম।

8 thoughts on "C4droid(paid) চমৎকার একটি সি প্রোগ্রামি অ্যাপ(মাত্র ২.৬৪এম্বি) রিভিউ ও ডাউনলোড লিংক"

  1. Shahriar Ahmed Shovon Author says:
    প্রোগ্রামকে .apk ফরম্যাটে কিভাবে করব সেটা দেখান.. আর সেটা কিভাবেই বা হবে। কারন, সি তে লেখা প্রোগ্রাম সরাসরি apk ফরম্যাটে আসে না। তারজন্য আলাদা ফ্রেমওয়ার্ক লাগে।।
  2. md mamun rahman sikder Contributor says:
    2 3 ta ss a temon balo hoy ni kintu thanks next post again please
  3. Mr.Bin Contributor says:
    ai app nia already post ace… report hobe ai post
  4. towfikomar Contributor says:
    ভাই আপনার সাইটে(tipsnow24) আমি এই পোস্ট করসিলাম।আপনি তো কপি পেস্ট করসেন।আর এই এপ নিয়ে আগেও পোস্ট করা আছে,তাই ট্রিক বিডিতে পোস্ট করিনি।
  5. towfikomar Contributor says:
    কোনায় 3-dot-menu তে ক্লিক করলে apk তে রুপান্তর করার অপশন পাবেন।
  6. Pshahriar Contributor says:
    ভাই cppdroid টা এর থেকে অনেক ভালো কাজ করে।

Leave a Reply