হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি কোপা শামসু স্টাইলে কোপানোর জন্য সেই মানের একটি OLD School Games মন মত কোপাইতে খেলুন
Samurai ShoDown 3
 
 
 
 
চলুন জেনে নেওয়া যাক গেমসের ইতিহাস:
Samurai Shodown 3: Blades Of Blood এই গেমসকে অনেকে Samurai এর আত্মা বলে থাকেন।
গেমসটি কোরিয়া এবং জাপান থেকে প্রকাশ করা হয় ১৯৯৫ সালের ১৫ই নভেম্বর। গেমসটি Developed করেছে SNK.  বর্তমানে গেমস টি Arcade, Neo Geo, Neo-Geo CD, PlayStation, Sega Saturn, Game Boy প্লাটফর্ম থেকে খেলা যাবে।
 
মূলত এটি একটি Action ধাচের গেমস। গেমসটি Single এবং Multiplayer Mode এ খেলা যাবে।
গেমসটি তে পাবেন Character অনুযায়ী বিভিন্ন সুপার পাওয়ার আর সাথে স্টাইলিশ কোপানোর যন্ত্র তো আছেই।  প্রতিবার দুজনের মাঝে খেলা শুরু হবে নির্ধারিত সময়ের মধ্যে আপনার কাজ হবে প্রতিপক্ষ কে পরাজিত করা নয়তো নিজেই কোপ খেয়ে পরাজিত হবেন।
 
 
দেখে নেওয়া যাক কিছু ScreenShort.
 
 
 
 
 
যদি গেমস টি আপনার ভালো লেগে থাকে তবে নিচের লিংক থেকে ডাউনলোড করে নিন।
 
 
 
ডাউনলোড হয়ে গেলে ফাইলটিকে Rename করতে হবে নয়তো চলবেনা।


samsho3(darkmagician.wapkiz.com).zip

 

উপরের নামে ফাইলটি পাবেন আপনার কাজ হবে

 

(darkmagician.wapkiz.com)
লেখাটি কেটে দেওয়া তাহলে আপনার File এর নাম হবে samsho3.zip হয়ে যাবে।

 

  1.  
এবার আসুন যেভাবে খেলতে হবে তার নিয়ম দেখে নেই
 


এবার Android ব্যবহারকারীরা যেভাবে চালাবেনঃ


 

 

আপনি Tiger Arcade ফাইলটি download করুন। 

 

এবং Neo Geo BIOS ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
ডাউনলোড হয়ে গেলে ফাইলটিকে Neogeo.zip নামে Rename করুন।
 
 
 
neogeo.zip ফাইলটি ভুলেও Extract করবেন না। 
 
 
 
প্রথমে আপনার sdcard এ”ROMs” নামে একটি folder বানান। 
 
 
এবার “ROMs” folder টি ওপেন করে এর ভিতরে”arcade2″ নামে একটি folder বানান।
 
এবার neogeo.zip ফাইলটি সহ mslug.zip ফাইল টি sdcard এর ROMs/arcade2/ ফোল্ডারে রাখুন। 
 
Tiger.apk install দিন। 
Tiger Arcade open করুন।
 
এবার Tiger Arcade থেকে Samurai Shodown 3 এ প্রবেশ করুন।
এবার Android থেকে খেলার মজা নেন।
 
এবার যারা কম্পিউটার থেকে খেলতে চান তারা নিচের পোস্টটি দেখুন
 
নিচে ছোট্ট একটি ভিডিও

 
আজকের মত বিদায় দেখা হবে অন্য কোন দিন নতুন কিছু নিয়ে।
এরকম ছোট ছোট আরো কিছু গেমস পেতে ঘুরে আসতে পারেন আমার সাইটে সাইট লিংক

 

 
 

18 thoughts on "আসুন সামুরাই শোডাউন (|||) Games খেলি Android কিংবা PC থেকে একই ফাইল দিয়ে"

    1. Cyber Prince Author Post Creator says:
      ধন্যবাদ @ Md Gias Uddin ভাই আপনার মূল্যবান সময় নষ্ট করে ভালোবাসা প্রকাশের জন্য।
  1. Monir Sarkar Pro Author says:
    সুন্দর পোস্ট
  2. Cyber Prince Author Post Creator says:
    ধন্যবাদ @ Monir Sarkar ভাই আপনার মূল্যবান মতামত জানানোর জন্য।
  3. Bads Man Shakil Khan Author says:
    Samurai warrior গেম আমার সাথে এখানে কেউ পাবেনা,প্রতি ঘন্টায় ঘন্টায় শেষ করি
    1. Cyber Prince Author Post Creator says:
      ঠিক আছে মানলাম তবে কিং অফ ফাইটার 97 এ কেউ চ্যালেঞ্জ করতে চাইলে রাজি আছি
    2. Rakib khan Contributor says:
      Android এ চলে না আমার,Resose download failed ase king of fighter a
    3. Cyber Prince Author Post Creator says:
      ভাইয়া আপনি ডাউনলোড করতে পেরেছেন আর যদি করে থাকেন তবে ডাউনলোড করা ফাইলগুলোর নাম হুবহু বলেন। কারণ এই সমস্যা অনেকের হয়েছে।
    4. atikraz Contributor says:
      আসেন ২ হাত ২ হাত হয়ে যাক।তবে KOF 2004 এর পাওয়ার তুলতে ভালো পারি।
    5. Cyber Prince Author Post Creator says:
      হয়ে যাক তবে পিসি লাগবে অনলাইনে দুইজন খেলতে
  4. Abdur Rahman Bikash Contributor says:
    Author vai, ekta question ase…ei post na, onno bepar e….ask korte pari?
    1. Cyber Prince Author Post Creator says:
      অবশ্যই বলুন @ Abdur Rahman Bikash ভাই
    2. Abdur Rahman Bikash Contributor says:
      vai trickbd te ki shudhu english e post kora jay?
    3. Cyber Prince Author Post Creator says:
      না ভাইয়া এখানে বাংলাকে প্রাধান্য বেশী দেওয়া হয় তবে আপনি চাইলে সাপোর্ট টিম এর সাথে কথা বলে বিষয় টি জেনে নিতে পারেন পরিস্কার করে
  5. talhabd Contributor says:
    ভাই গেম চালো হয় কিনতু কিছু আসেনা এক্টু সাহাজ্জ করুন।।।।।
  6. Cyber Prince Author Post Creator says:
    স্যার আপনি আমার দেওয়া পোষ্টটি অনুযায়ী Rename এবং ফাইল সঠিক ফোল্ডারে পেস্ট করার পরও যদি না চলে তবে ফেসবুক লিংকে আসুন বিস্তারিত জানতে হবে।
  7. talhabd Contributor says:
    link দেন

Leave a Reply