সবাই কেমন আছেন

আশা করি ভালো আছেন।

আছকে আমি এমন একটা অ্যাপ নিয়ে এসেছি যার মাধ্যে
আপনার যতটুকু স্ক্রিনশট দরকার ততটুকু স্ক্রিনশট তুলে নিতে পারবেন।

আনেক সময় আমাদের সামান্য একটু একটা স্থানের স্ক্রিনশট এর দরকার হয় কিন্তু গোটা ফোনের Screen shot ওঠে বা তুলতে হয়। তাই আপনার যত টুকু বা যে স্থান এর স্ক্রিনশট এর দরকার সেটুকু Screen shot তুলে নিতে পারবেন।

তো শুরু করা যাক।

প্রথমে এখান থেকে অ্যাপ টা ডাউনলোড করেন।

সাইজঃ 1MB

তার পর অ্যাপ টা ওপেন করেন।

তার পর এখানে ক্লিক করেন।

তার পর Allow দিয়ে দিন।

তার পর ok তে ক্লিক করেন।

তার এটা চালু করে দিন।

তার পর এখানে।

তার পর এখানে ক্লিক করেন।

তার পর যতটুকু স্ক্রিনশট এর দরকার ততটুকু কেটে নিন।

তার পর এখানে ক্লিক করেন।

তার পর দেখেন Screen shot ওঠে গিয়েছে।

তো আছকে এই পযন্ত অন্য কোনো বিষয়ে আবার দেখা হবে।

আর যে কোনো প্রযোজনে Facebook আমি।

তো সবাই ভালো থাকবেন।

ধন্যবাদ

12 thoughts on "আপনার যতটুকু স্ক্রিনশট দরকার ততটুকু স্ক্রিনশট তুলে দিন।"

  1. FAIHAD Contributor says:
    Good post
    1. Uzzal Mahamud Pro Author Post Creator says:
      thanks
  2. MD.RAKIBUL Contributor says:
    এটা কোন পোষ্ট হল নাকি??? এটাত মিয়া আমার ফোনে স্ক্রিনশট নেওয়ার সময়ই রিসাইজ করা যায়
  3. MD Shakib Hasan Contributor says:
    You Tube এ video দেখে আজকে শিখলাম আর আজকেই দেখি তুমি পোষ্ট করেছো Good Post ♥
    1. Uzzal Mahamud Pro Author Post Creator says:
      thanks
    1. Uzzal Mahamud Pro Author Post Creator says:
      কপি পোস্ট কাকে বলে তা আগে বলেন তো
    2. jahid71 Contributor says:
      ইউটিউবের ভিডিও দেখে সুজা ট্রিকবিডিতে পোষ্ট করে দিছেন।
      পারলে নিজের মাথা খাটিয়ে কোনো পোষ্ট করুন?
    3. Uzzal Mahamud Pro Author Post Creator says:
      আবুল এর মত কথা বলেন কেনো

      স্ক্রিনশট গুলা কি ইউটিউব তুলে দিয়েছে। পোস্টা কি ইউটিউব কি লিখে দিয়ে এই দুই না প্রশ্ন এর উওর দেনতো

    4. jahid71 Contributor says:
      নতুন কিছু সেয়ার করতে পারেন আবার অন্যের রিভিউ দেভে সেই পোষ্ট করছেন
    1. Uzzal Mahamud Pro Author Post Creator says:
      হুম

Leave a Reply