হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভাল আছেন আজ আপনাদের জন্য ২য় টিউটোরিয়াল নিয়ে হাজির হয়ে গেলাম।যারা প্রথম পর্ব দেখেন নি তারা নিচে থেকে দেখে নিন।



 Seo নিয়ে প্রাথমিক ধারনা সাথে যেভাবে একটি ওয়ার্ডপ্রেস ওয়েব সাইট এর Seo করতে হয় সবথেকে সহজ উপায়ে। (পর্ব- ১) 


তবে শুরু করা যাক ২য় টিউটোরিয়াল। গত পর্বে কিছু খালি ঘর পূরণ করবো বলেছিলাম জেনে নেওয়া যাক তা সম্পর্কেঃ



উপরের খালি ঘর পূরন করতে হলে আপনাকে ৪ টি সাইটে রেজিস্ট্রেশন করতে হবে কারণ উপরের ছবিতে উল্লেখিত সাইটগুলো Baidu, Bing, Google, Yandex হলো সবথেকে ভালো মানের সার্চ ইঞ্জিন যা থেকে আপনি পেতে পারেন আনলিমিটেড ট্রাফিক।

প্রথমে আছে Baidu চলুন তাকে দিয়েই না হয় আজ শুরু করা যাক।  
প্রথমে নিচের লিংকে প্রবেশ করুন এবং নিচের মত উদ্ভদ চিত্র দেখুন।



উপরের মত Chinese ভাষায় সাইট টি চালু হবে যা দেখে হয়তো কিছু বুঝতে পারবেন না শত হলেও Chinese দের জনপ্রিয় সার্চ ইঞ্জিন বলে কথা।
তাই আমি পরামর্শ দিবো উপরের লিংক টি Google Chrome Browser দিয়ে ব্যবহার করার জন্য তাহলে উপরের মত English Translate  Option টি পাবেন।

Translate হয়ে গেলে উপরের মত দেখাবে আপনি উপরের ডান পাশে থাকা Registration লেখাটিতে ক্লিক করুন।  


 দেখুন রেজিস্ট্রেশন পেজ তবে আপনি কিন্তু চাইলেই এখানে একাউন্ট খুলতে পারবেন না এর জন্য দরকার পড়বে একটি Chinese LandLine Number. এখন কথা হলো এই চাইনিজ নাম্বার পাবেন কই আর না পেলে আপনি সাইন আপ করতে পারবেন না আর সাথে উদ্ভট লেখা গুলো তো আছেই মানে পুরো হ-য-ব-র-ল অবস্থা।


উপরের কিছু স্টেপ বাড়তি লিখলাম যাতে আপনারা এর সম্বন্ধে কিছুটা জানতে পারেন , তাহলে আর দেরী নয় এখন উপস্থাপন  করবো কিভাবে চাইনিজ নাম্বারের বদলে ?? বাংলাদেশ এর নাম্বার ব্যবহার করে   Baidu তে রেজিস্টার হতে হয় সাথে English Language তো আছেই।


নিচের লিংকে প্রবেশ করুন।


Create Baidu Account Without Chinese Number Click Here


উপরের ছবির মত সকল তথ্য দিয়ে চিহ্নিত স্থান
( Verify)  বাটনে ক্লিক করুন। তাহলে আপনার নাম্বারে একটি এসএমএস যাবে Verification Code সহ।

ঠিক উপরের ছবির মত অনেকটা


Verify Code টি যথাস্থানে বসিয়ে Registered বাটনে ক্লিক করুন।


 তাহলে হয়ে গেল আমাদের Baidu একাউন্ট কোন প্রকার চাইনিজ নাম্বার ছাড়াই আর উপরে রইলো Baidu সার্চ ইঞ্জিনের একটি চিত্র।


তাহলে আমাদের রেজিস্টার করা শেষ এবার সার্চ ইঞ্জিনে সাইট সাবমিট করবো।


  প্রথমে নিচের লিংক থেকে লগিন করে নিন।


Baidu Login


উপরের চিত্রটি লক্ষ্য করুন 1 মানে User Name দিয়ে লগিন 2 দিয়ে লগিন প্যানেল আর পাসওয়ার্ড ভুলে গেলে Forgot পাসওয়ার্ড  3 এবং 4 দিয়ে দেখানো হয়েছে মোবাইল নাম্বার দিয়ে লগিন।



ইমেইল ভেরিফাই করার জন্য 1। 
ইমেইল আইডি বসিয়ে ভেরিফাই কোড সেন্ড করার জন্য 2.
ভেরিফাই ইমেল কোড সহ লগিন 3.


এবার Bing সার্চ ইঞ্জিনে সাইট সাবমিট করার জন্য রেজিস্ট্রেশন করতে হবে নিচের লিংকে গিয়ে রেজিস্ট্রেশন করে ফেলুন।


  
Bing Sign Up Link




সাইন আপ হয়ে গেলে নিচের স্টেপ দেখুন।


 এবার আপনাদের দরকার হবে Yandex Registration.
নিচের লিংকে গিয়ে রেজিস্ট্রেশন করে ফেলুন।
  

Yandex Register Link 




আপনি যদি সব ঠিকঠাক ভাবে করে থাকেন তবে দেখা হবে আগামীপর্বে আর আগামীপর্ব হবে গিগাটিউন এবং শেষ পর্ব।


তাহলে আজকের মত বিদায় দেখা হবে অন্য কোন দিন নতুন কিছু নিয়ে।


চাইলে গরীবের ছোট্ট সাইট থেকে ঘুরে আসতে পারেন নিচে লিংক


DarkMagician


সৌজন্যেঃ সাইবার প্রিন্স



































3 thoughts on "যেভাবে একটি ওয়ার্ডপ্রেস ওয়েব সাইট এর Seo করতে হয় সবথেকে সহজ উপায়ে। (পর্ব- ২)"

  1. FAIHAD Contributor says:
    Good post
    1. Cyber Prince Author Post Creator says:
      ধন্যবাদ @ FAIHAD ভাই আপনার মতামত প্রকাশের জন্য
  2. JonyKar2 Contributor says:
    Ami kiso doge coin kinte chai. Kew sell korle msg me. https://www.facebook.com/profile.php?id=100027342769956

Leave a Reply