SSC Result 2019 দেখতে এই পোষ্ট টি দেখুন
ফলাফল পুনঃনিরীক্ষণ:
- ফলাফল পুনঃনিরীক্ষণ: ৭ মে থেকে ১৩ মে ২০১৯ পর্যন্ত।
- শুধু টেলিটক প্রি-পেইড মােবাইল থেকে ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন করা যাবে। আবেদন করতে মােবাইলের Messgge অপশনে গিয়ে RSC লিখে। <Spgce> দিয়ে শিক্ষা বাের্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে <Space> দিয়ে প্রার্থীর রােল নম্বর লিখে <Space> দিয়ে Subject Code লিখে পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে। এক্ষেত্রে প্রতিটি বিষয় বা প্রতিটি পত্রের জন্য ১২৫ টাকা হারে ফি প্রযােজ্য হবে। • ফিরতি SMS-এ আবেদন ফি বাবদ কত টাকা কেটে নেয়া হবে তা জানিয়ে একটি PIN Number প্রদান করা হবে। আবেদনে সম্মত থাকলে Message অপশনে গিয়ে RSC লিখে <Space> দিয়ে YES লিখে <Space> দিয়ে PIN Number লিখে <space> Rice Contact Number face Send করুন ১৬২২২ নম্বরে।
তাহলে কি marks কমে?