বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড আওতাধীন বোর্ড সকল সরকারি টেকনিক্যাল স্কুল কলেজ ও পলিটেকনিক ইনিস্টিটিউটগুলোতে চার (৪) বছর মেয়াদি ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা-ইন-টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা-ইন-ট্যুরিজম এন্ড হসপিটালিটি কোর্সে ১ম ও ২য় শিফটে ভর্তি সংক্রান্ত নীতিমালা জেনে নিন।

ভর্তি আবেদনের জন্য যোগ্যতা বা পয়েন্ট লাগবে যা

এস.এস.সি./সমমান পরীক্ষায় উত্তীর ছেলেদের ক্ষেত্রে সাধারণ গণিত বা উচ্চতর গণিতে জি.পি.এ. ৩.০০ সহ ন্যূনতম ৩.৫০ জি.পি.এ. প্রাপ্ত শিক্ষার্থীরা মেয়েদের ক্ষেত্রেসাধারণ গণিত বা উচ্চতর
গণিতে কমপক্ষে জি.পি.এ. ৩.০০ সহ ন্যূনতম ৩.০০ জি.পি.এ. প্রাপ্ত শিক্ষার্থীরা। এবং ‘ও’ লেভেলে যে কোন একটি বিষয়ে ‘সি” গ্রেড এবং গণিতসহ অন্য যে কোন দুটি বিষয়ে কমপক্ষে ‘ডি’ গ্রেডে উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।

১) অন-লাইনে আবেদনের সময়সীমাঃ ১২/০৫/২০১৯ হতে ০৮/০৬/২০১৯ (রাত ১১:৫৯ টা পর্যন্ত)

২) মেধা তালিকার ফলাফল প্রকাশ (SMS এর মাধ্যমে ও ওয়েবসাইটে): ১৫/০৬/২০১৯

৩) মূল মেধাতালিকা হতে ভর্তির সময়সীমাঃ ১৬/০৬/২০১৯ থেকে ২৫/০৬/২০১৯ পর্যন্ত

৪) ১ম অপেক্ষমান তালিকার ফলাফল প্রকাশ (SMS এর মাধ্যমে ও ওয়েবসাইটে):-/০৬/২০১৯

৫) ১ম অপেক্ষমান তালিকা হতে ভর্তির সময়সীমাঃ ২৯/০৬/২০১৯ থেকে ২৫/০৭/২০১৯ পর্যন্ত

ফি জমা দেয়ার পদ্ধতি

টেলিটকের Prepaid মোবাইল ফোনের মাধ্যমে মেসেজ অপশনে গিয়ে BTAD লিখে, স্পেস দিয়ে শিক্ষাবোর্ডের নামের প্রথম তিনটি অক্ষর লিখে, স্পেস দিয়ে এস এস সি (SSC) পরীক্ষার রোল নম্বর লিখে , স্পেস দিয়ে এস. এস. সি. পাশের সন লিখে, স্পেস দিয়ে ভর্তির শিফটের নির্ধারণ অক্ষর লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠান।

উদাহরণঃ BTAD Space Dha Space 641322 Space 2019 Space A

আবেদনের যোগ্য হলে ফিরতি SMS –এ একটি PIN , প্রার্থীর নাম, পিতার নাম এবং পরীক্ষার ফি হিসেবে ১ম ও ২য় শিফটের যে কোন এক শিফটের জন্য আবেদন ফি বাবদ ১৫০.০০ (একশত পঞ্চাশ টাকা ) অথবা উভয় শিফটে আবেদনের জন্য আবেদন ফি বাবদ ৩০০.০০ (তিনশত টাকা) কেটে রাখার সম্মতি চেয়ে ফিরতি SMS দেওয়া হবে। ফিরতি SMS মনোযোগের সাথে দেখে নিয়ে তথ্যাদি সঠিক থাকলে সম্মতি দিতে হবে। সম্মতি দেয়ার জন্য নিম্নোক্ত ভাবে ১৬২২২ নম্বরে SMS পাঠাতে হবে ।

উদাহরণঃ BTAD Space YES Space PIN Space যোগা
যোগের Mobile Number

আবেদন করার পদ্ধতি
www.btebadmission.gov.bd/ এই লিংক গিয়ে
Application Form ক্লিক করে ফরম পূরণ করতে হবে


ভতির নিয়ম নীতিমালা ডাউনলোড করেন এখান থেকে।
www.btebadmission.gov.bd/Link/AdmissionNitimala2019.pdf

টেকনিক্যাল হেল্প ডেস্কঃ

মোবাইলঃ ০১৭২৭২৩৩৫২৪ / ০১৭৮৯৩০৯৯৮১
মোবাইলঃ ০১৭৮৯০২৮১৭৩ / ০১৭২৯৭২২৫৬১

11 thoughts on "পলিটেকনিক শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির নীতিমালা জেনে নিন।"

    1. Uzzal Mahamud Pro Author Post Creator says:
      thanks
    1. Uzzal Mahamud Pro Author Post Creator says:
      ki eta
  1. Arif Contributor says:
    post er title thik koren . polytechnic a ekados sreni abar kon jinis ? title a bolen j polytechnic diploma in engineering a vortir nitimala
    1. Uzzal Mahamud Pro Author Post Creator says:
      ধন্যবাদ
  2. Rezwan hossain Sajib Contributor says:
    Thank you vaiya..
    1. Uzzal Mahamud Pro Author Post Creator says:
      welcome
  3. Kazi Omar Faruk Contributor says:
    Vai HSC BM শাখায় আবেদন এর জন্য বিকাশ থেকে কিভাবে প্রেমেন্ট করতে হয়… জানা থাকলে প্লিজ একটু জানান
    1. Uzzal Mahamud Pro Author Post Creator says:
      এই এখনো চালু হইনি
    2. Uzzal Mahamud Pro Author Post Creator says:
      এটি এখনো চালু হইনি

Leave a Reply