যারা একাদশ শ্রেণীতে ভর্তি জন্য যে কলেজে মনোহীত হয়েছে সে কলেজে ভতি হওয়া ইচ্ছা থাকে তা হলে আপনাকে নিশ্চায়ন ফি বা রেজিস্ট্রেশন ফি প্রদানের করতে হবে (মানে আপনি সে কলেজে ভর্তি হবেন।)
নিশ্চায়ন ফি বা রেজিস্ট্রেশন ফি প্রদানের সময়সীমা ১১ থেকে ১৮ জুন তারিখের মধ্যে ১ম পর্যায়ের নিশ্চায়ন ফি
প্রদান করতে হবে না হলে আপনার ভতি বাতিল হয়ে যাবে ( তখন আপনাকে আবার কলেজ চয়েস দিতে হবে বা নতুন করে কলেজ চয়েস দিতে পারবেন।)
(১) টেলিটক – বোর্ডের ফি ১৯৫/- টাকা + টেলিটক সার্ভিস চার্জ ১৪.৮০ টাকা = ২০৯.৮০/- টাকা।
(২) শিওরক্যাশ – বোর্ডের ফি ১৯৫/- টাকা + শিওরক্যাশ সার্ভিস চার্জ ৩/- টাকা = ১৯৮/- টাকা।
(৩) রকেট – বোর্ডের ফি ১৯৫/- টাকা + রকেট সার্ভিস চার্জ ৪/- টাকা = ১৯৯/- টাকা।
টেলিটক, শিওরক্যাশ ও রকেট দিয়ে কি ভাবে টাকা পাঠাবে তা সুন্দর ভাবে ছবি আকারে দিয়া আছে নিছের লিংক থেকে নিয়ম গুলা ডাউনলোড করে নিন
কিছু জানার থাকলে ফেসবুকে আমি
Uzzal Mahamud
ধন্যবাদ
Akhane paben
ki kora jabe ekhon?
অভিজ্ঞরা জানালে উপকৃত হতাম ।ধন্যবাদ
প্রদান করবেন না তা হলে ঔ
কলেজে ভর্তি বাতিল হয়ে যাবে
এবং ১৯ তারিখে আবার নতুন করে
কলেজ চয়েস দিতে পারেন।
ধন্যবাদ