হ্যালো বন্ধুরা কি খবর সবার নিশ্চয় অনেক ভালো আছেন???
এবারের বিশ্বকাপ রীতিমতো জমে উঠেছে দলগুলোর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই ও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে।
আমাদের মধ্যে অনেকেই আছেন যারা আমাদের হাতের স্মার্ট ফোন দিয়েই ক্রিকেট গেম খেলতে অনেক পছন্দ করেন।
তাদের জন্য ট্রিকবিডি খুঁজে বের করছে কয়েকটি সেরা জনপ্রিয় ক্রিকেট গেম এর খোঁজ। তো চলুন দেখে আসি???
গলি ক্রিকেট।
এই গেমটি রীতিমতো আমাদেরকে ঢাকার সেই অলিতে-গলিতে খেলার স্মৃতি মনে করিয়ে দিবে।
এ যেন একদম ঘরোয়া পরিবেশে, পাড়া বা মহল্লায় গলিতে যেভাবে ক্রিকেটের আসর জমে উঠে তারই আদলে গেইমটিকে সাজানো।
তাছাড়া দিনটির মধ্যে আপনি চাইলে নিজে টিম সাজিয়ে টুর্নামেন্ট খেলাসহ নানা আকর্ষনীয় ফিচার এ খেলতে পারেন।
আজকে গেমটি আইফোন এবং অ্যান্ড্রয়েড ব্যবহারকারী উভয়ের জন্য দিব তো গেমটি এন্ড্রয়েড ফোনের জন্য ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। এবং আইফোনের জন্য ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
এই গেমটি একটি চমৎকার ক্রিকেট গেম মনে হয়েছে আমার কাছে কারণ এতে রয়েছে থ্রিডি গ্রাফিক্স উপভোগ করার সুযোগ।
আর গেমটিতে প্রতিটি ম্যাচ খেলার জন্য রয়েছে গেইমার পছন্দমত প্রতিপক্ষ নির্বাচন সুযোগ আমার কাছে খুবই ভালো লেগেছে।
বাংলাদেশেসহ আইসিসির সবগুলো দল রয়েছে এতে। ইজি, মিডিয়াম, হার্ড এবং এক্সপার্ট মোডে ম্যাচ খেলা যাবে গেইমটি।
আর আপনি চাইলে সিলেক্ট করতে পারেন যে আপনি কত ওভারে খেলবেন একটি ম্যাচ ২, ৫, ১০, ২০ এবং ৫০ ওভার খেলা যাবে।
ম্যাচ শুরুর আগে মাঠের অবস্থা, টাইম এবং বৃষ্টি হওয়ার আশঙ্কা আছে কিনা তা দেখে নেয়া যাবে।
সব দিক থেকে দেখতে গেলে গেমটি মোটামুটি আমার কাছে চমৎকার লেগেছে তো আপনিও ট্রাই করতে পারেন ভালো লাগতে পারে।
অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য এখানে ক্লিক করুন। এন্ড আইফোন ব্যবহারকারীরা এখানে ক্লিক করুন।
ওয়ার্ল্ড ক্রিকেট চ্যাম্পিয়নশিপ-২
এই গেমটি সম্পর্কে তেমন কিছু বলার নাই আপনারা সবই জানেন কারণ এই গেইমটি খেলেননি এমন মানুষ খুবই কম আছেন???
এই গেমটিতেও নিজের মতো সাজিয়ে নেওয়ার অপশন আছে। আরো সাথে থাকছে ১৪০ ধরনের ব্যাটিং করার স্টাইল। যা আপনার গেম খেলার অভিজ্ঞতা কে অনেকটাই চমৎকার করে তুলবে।
আরো থাকছে টুর্নামেন্ট খেলার সুযোগ চাইলে টুর্নামেন্ট ও খেলতে পারবেন।
গেম থেকে এন্ড্রয়েড ব্যবহারকারীরা ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করতে হবে এবং আইফোন ব্যবহারকারীদের জন্য এখানে ক্লিক করতে হবে।
তো এই ক্রিকেট গেম গুলোর মধ্যে কোন গেমটি আপনার সব থেকে ভালো লেগেছে তা লিখতে ভুলবেন না।
আর পোস্টটি শেয়ার করে আপনার বন্ধুর মাঝে ছড়িয়ে দিন।
আমার পরবর্তী পোষ্ট হতে চলেছে কিভাবে স্কাইপে ৪০০ মিনিটের একাউন্ট নিবেন মাত্র ৬০ টাকা খরচ করে তো এই পোস্ট নিয়ে আপনার মতামত চাচ্ছি।
যেকোনো সমস্যায় ফেসবুকে আমি।
Vai dorkar nai amn ta
https://m.me/md.morshedulalam.180