তো চলুন শুরু করা যাকঃ
আপনার অনেকেই হয়তো পিডিএফ পড়ে থাকেন। আমিও পড়ি।অনেক সময় হয়তো চিন্তা ভাবনা করেন, যে এই গুলো কিভাবে তৈরি করা হয়ে থাকে। আমিও একসময় ভাবতাম কিভাবে পিডিএফ ফাইল গুলো তৈরি করা হয়,আবার এগুলোতে ফটোও এড করা যায় কিভাবে সম্ভব। এখন থেকে আপনিও পিডিএফ ফাইল বানাতে পারবেন। এবং এগুলো নেটে আপ্লোড করলে অন্যরাও পড়তে পারবে৷আমাদের মধ্যে অনেকেই আছে যারা এক্সপার্ট, অনেক কিছুই জানে তারা পিডিএফ বানিয়ে এগুলো অনলাইনে বিক্রি করে আয় করতে পারবে। অনেক কথা বার্তা বলে ফেললাম এখন মুল কথায় আসা যাক। এখন আমরা দেখব কিভাবে একটি পিডিএফ ফাইল তৈরি করা যায়।

কার্য পদ্বতিঃ

১মে আপনাকে একটি এপ্স ডাউনলোড করতে হবে।,

এপ্সের বিবরণঃ

Apps details
Name: PDF creator Pdf Creator
size: 9.7 mb

এপ্স টি ডাউনলোড করা হয়ে গেলে, এপসটি ওপেন করুন এগুলো আপনার ইইচ্ছামত দেনএখানে ক্লিক করুন
এখন পিডিএফ টার নাম দেন। মানে আপনার পিডিএফ টার কি নাম হবে সেটা লিখুন এখানে আপনার pdf কন্টেন্ট লিখুন। আপনি যদি ফটো এড করতে তাহলে,, আপনি মনে করুন ২ লাইন পরে একটি পিক দিবেন তাহলে উপরে পিক আইকনে ক্লিক করে পিক এড করবেন। এখন পিডিএফ টি সেভ করার জন্য নিচের স্ক্রিনশট এ দেখানো যায়গায় ক্লিক করেন ব্যাস আপনার পিডিএফ তৈরি হয়স গিয়েছে। এখন আপনার পিডিএফ টা ওপেন করার পালা।

কিভাবে পিডিএফ টা ওপেন করবেন

১মে আপনার ফাইলে ম্যানেজারে যান। তারপর ফোন স্টোরেজে ঢুকুন তারপর দেখবেন আপনার ফোনে pdf creator নামে একটা ফাইল তৈরি হয়েছে সেটায় ঢুকুন এই যে দেখুন আমার তৈরি পিডিএফ। আশা করি সবাই বুঝতে পেরেছেন। না বুঝতে পারলে কমেন্ট করবেন। আজ আর নয় আজকের মত এখানেই শেষ। দেখা হবে আগামী কোন পোষ্ট এ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন।

পোস্টি সবপ্রথম লিখেছেন আমাদের সাইটের Author Rakhibul

টিউনটি কেমন হয়েছে তা পুরোটাই আপনাদের উপর নির্ভর করবে। So, কমেন্ট বক্সে লিখে ফেলুন কেমন হয়েছে। আর একটা ধন্যবাদ প্রাপ্য থাকলাম। যদি না বুঝতে পারেন, ১০ বার জিগ্যেস করুন। সমাধান দিতে চেষ্টা করব। রাত জেগে টিউন লিখতে কষ্ট ফিল করি না, তাহলে Reply দিতে দ্বিধা করব কেন.!!

আবারও ধন্যবাদ সবাই কে…

আমার পোস্ট এ যদি আপনার সামান্য হলেও উপকার হয়ে থাকে তাহলে আমাদের সাইট টি ভিজিট করে আসবেন।আমাদের সাইটের লিংক
TipsNow24.Com

আমাদের সাইটে ১ টি পোস্ট করেই ৫-১০ টাকা + ট্রেইনার রোল দেওয়া হয়।আপনার টাকার পরিমান সবনিম্ন ৩০ টাকা হলে পেমেন্ট নিতে পারবেন।

★★আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সুস্থ থাকবেন
★★আল্লাহ হাফেজ★★

আজকে এ পযন্তই আর হে আর সকল সিমের ফ্রি-নেট ও টিপ্স পেতে ভিজিট করুনTipsNow24.Com ধন্যবাদ।

2 thoughts on "এবার নিজেই বানান PDF ফাইল খুব সহজে।"

    1. Rj Sohan Contributor Post Creator says:
      ধন্যবাদ ভাই

Leave a Reply