জানি সকলেই ভালো আছেন। তাই আর জিজ্ঞেস করলাম না কেমন আছেন।

এ ও জানি যে সালাম দিলে তার উত্তর টা কম্মেন্টে লিখবেন না। তবুও সালাম জানাই।

আসসালামু আলাইকুম


আমরা দেখি যে অনেক সেলিব্রেটিদের ফেইসবুক নামের পাশে ঠিক চিহ্ন দেখা যায়। নিচের ছবির মত।

আপনি নিজেউ ট্রাই করে দেখতে পারেন । পেতে পারেন এই ভেরিফিকেশন।

কিভাবে এই ভেরিফাই এর জন্য আবেদন করবেন সেটা বলার আগে বলে দিচ্ছি এর উপকারিতা।


ভেরিফাই পাওয়ার পর আপনার আইডি তে যতই রিপোর্ট পড়ুক। তাতে আপনার আইডির কোনো ক্ষতি হবে না না।

আইডি কখনো ডিজেবল হবে না।

ফেইসবুক অনেক সময় আইডি ফিলটার করে। যে ফিলটারের কবলে পড়ে অনেকের রিয়েল আইডিই ডিজেবল করে দেওয়া হয়। এই জন্য আবেদন করবেন এই ভেরিফিকেশনের জন্য।

তবে আবেদন করলেই যে ভেরিফাই পাবেন, তা কিন্তু তয়। যদি তাই ই হতো, তাহলে আমাদের সকলের ই একটি করে ভেরিফাই আইডি থাকতো। এবং এই ভেরিফাই এর স্পেশালিটি বলে কিছুই থাকতো না।


আমি এ সম্পর্কে ইউটিউবে বেশ কিছু ভিডিও দেখেছি। সেখানে শুধু দেখানো হয়েছে যে কিভাবে ভেরিফাই এর জন্য আপেদন করতে হয়। কিন্তু শুধু আবেদন করলেই ভেরিফাই পাওয়া সম্ভব নয়। আবেদন করার আগে আপনার আইডি identity_confirmation হতে হবে।

তাহলে চলুন শুরু করা যাক।


প্রথমে identity_confirmation করবো।

এর জন্য কম্পিটার ব্যাবহার করবো। আপনি চাইলে মোবাইলের ব্রাউজার Desktop Mode করেউ কাজ টা করতে পারেন। আপনি অ্যাপ দিয়ে ট্রাই করবেন না। অনেকেই এটা Facebook Lite অ্যাপ দিয়ে দেখিয়েছে। কিন্তু অ্যাপ দিয়ে ট্রাই করলে এখন পরবর্তি পেইজে যাওয়া যাচ্ছে না।

তো,

প্রথমে আপনার ফেইসবুকের Settings এ যান।

 

 

 

দেখুন নিচের মত পেইজ পাবেন।

 

নিচের ছবিতে দেখানো জায়গাতে ক্লিক করুন।

আপনার ফেসবুকের পাসওয়ার্ড দিন।

 

নিচের দেখানো জায়গাতে ক্লিক করুন।

দেশ সিলেক্ট করুন।

তবে তার আগে Two Factor Authentication টা অন করে রাখবেন।

(অনেকেই বলবে বাংলাদেশিদের জন্য এই সুবিধা নয়। আমি বল্বো এটা ভুল খবর। কিছুদিন আগেই এটা বাংলাদেশিদের জন্য available করা হয়েছে।)

 

নিচের ছবিতে দেখানো জায়গাতে ক্লিক করুন।

নিচের ছবিতে দেখানো জায়গাতে ক্লিক করুন।

 

 

নিচের ছবিতে দেখানো জায়গাতে ক্লিক করুন।

 

 

নিচের ছবিতে দেখানো জায়গাতে ক্লিক করুন।

 

 

আপনি যে আইডি টা দ্বারা আপনার অ্যাকাউন্ট ভেরিফাই করতে চান সেই আইডি নাম সিলেক্ট করুন এবং Next এ ক্লিক করুন।

সমস্যা হএ নিচের ছবিটি দেখুন।

এবার আপনার আইডি কার্ডের ছবি তুলুন।

মোবাইলে ।

তবে খেয়াল রাখবেন। ছবি যেনো ক্লিয়ার হয়। সমস্ত লেখা যেন ক্লিয়ার বোঝা যায়। ছবিটা একেবারে সোজাভাবে তুলবেন। এবং ব্যাকগ্রাউন্ডে একতা কালো কোনো কিছু নিবেন।  যাতে ফিন্টারিং করা সহজ হয় যে কোন টুকু আপনার আইডির ছবি। মনে রাখবেন। ছবি কিন্তু কোনো রকমের এডিট করে পরিষ্কার করার বৃথা চেষ্টা করবেন না।

এবং দুই সাইডের ছবি তুলে তা একটা ছবিতে রুপান্তর করবেন।

নিচের ছবির মত।

প্রাইভেসির জন্য আমি আমার আইডির তথ্য হাইড করে এখানে পোস্ট করছি।

আচ্ছা। এবার ফেইসবুকের পেজে যান। এবং নিচের ছবিতে দেখানো জায়গাতে ক্লিক করে আপনার আইডি আপলোড করুন।

 

Next এ ক্লিক করুন।

 

Submitting চলছে।

 

Finish এ ক্লিক করুন।

বাস সাবমিট হয়ে গেলো আপনার আইডেন্টিটি।

 

View তে ক্লিক করে দেখতে পারবেন যে আইডেন্টি ভেরিফাই হয়েছে কিনা।

Review তে আছে।

 

 

 

আইডেন্টি ভেরিফাই হওয়ার জন্য ১ সপ্তাহ মত অপেক্ষা করুন।

টেকনিক্যাল সমস্যার জন্য আরো বেশি দিন সময় লাগতে পারে।

চলুন এবার দেখাই কিভাবে প্রোফাইল ভেরিফাই (Blue Budge Verification) এর জন্য আবেদন করবেন।

এই লিংক টা কপি করুন।

https://www.facebook.com/help/contact/342509036134712

এবার Chrome ব্রাউজার দিয়ে প্রবেশ করুন।

(তবে তার আগে ঐ ব্রাউজারে আপনার ফেইসবুক লগিন করে রাখবেন।)

(যদি মোবাইল দিয়ে এসব করে থাকেন তাহলে অবশ্যই লিংক টি তে ঢোকার আগে ব্রাউজার Desktop Mode করে নিবেন।)

দেখুন নিচের ছবির মত একটা পেইজ পাবেন।

Profile সিলেক্ট করুন।

নিচের ছবিতে দেখানো বক্সে আপনার ফেইসবুক প্রোফাইল লিংক টা দিয়ে দিন।

নিচের মত করে।

এবার নিচের ছবিতে দেখানো জায়গাতে ক্লিক করে আপনার আইডি কার্ডের ছবি Attach করে দিন। যেহেতু বাংলাদেশের NID Card দুই সাইড আছে। তাই দুই সাইডের দুইটা ছবি সুন্দর করে তুলে Attach করবেন।

 

মনে রাখবেন। আপনার ফেইসবুক প্রোফাইল যেন সঠিক হয়। আপনার আইডি কার্ড এবং আপনার প্রোফাইল এর নাম + জন্ম তারিখ + ঠিকানা সব যেন ১০০% মিল থাকে।

 

 

দেখুন আমি দিয়েছি।

এবার নিচের দিকে আসুন। দেখুন Additional Information লেখার নিচে একটা বক্স আছে। সেখানে ক্লিক করুন। এবং সেখানে কিছু লিখতে হবে।

যেমন ধরুন আপনিই কেনো মনে করছেন যে আপনার আইডি টি ভেরিফাই হওয়া প্রয়োজন। তবে এগুলো English এ লিখবেন।

 

লেখা হয়ে গেলে Send বাটনে ক্লিক করুন।

দেখুন ফেইসবুক আপনাকে একটা নটিফিকেশন পাঠিয়েছে।

 

সেখানে ফেইসবুক আপনাকে ধন্যবাদ জানিয়েছে ভেরিফিকেশনের জন্য অ্যাপ্লাই করেছেন তাই।

এবং সেই সাথে জানিয়েছে যে আপনি আপনার মত করে ফেইসবুকে কাজ চালিয়ে জান। তারা এই মুহুর্তে বিষয়টি রিভিউ করতে পারছে না। তবে যত তাড়াতাড়ি সম্ভব তারা বিষয় টি দেখবে। এবং ৩০ দিনের ভিতরে আপনি ভেরিফিকেশন না পেলে আবার অ্যাপ্লাই করতে পারবেন। তবে ৩০ দিন পরে।


তবে খেয়াল রাখবেন আপনার নোটিফিকেশনে। ফেইসবুক আপনাকে এই বিষয়ে কখনো কিছু জানাতে বা চাইতে পারে।

এবং ভেরিফাই হয়ে গেলেও আপনি আপনার নোটিফিকেশনে তার খবর তো পাবেনই, সেই সাথে আপনার ফেইসবুকের নামের পাশে ঠিক চিহ্ন টি দেখতে পারবেন।


আমি আবারো বলছি। আপনি ভেরিফাই বাটন পাবেন কিনা তার গ্যারান্টি নেই। তবে অ্যাপ্লাই করতে তো আর দোষ নেই।


বুঝতে কোনো প্রকারের সমস্যা হলে নিচের ভিডিও টি দেখবেন।


যাইহোক,

অনেকক্ষণ সময় ব্যয় করার পরে পোস্ট টি লেখা শেষ হয়েছে।

আশাকরছি সকলেই ইতিবাচক মতামত পোষণ করতে ব্যগ্র হবেন।


এখানে ক্লিক করে ট্রিকবিডি তে আমার অন্যান্য পোস্ট গুলো দেখে আসতে পারেন।


ধন্যবাদ সবাইকে, পোস্ট টিতে মনযোগী হওয়ার জন্য।

 

প্রয়োজনীয় ১০০+ ভিডিও নিয়ে

আমার একটি ইউটিউব চ্যানেল আছে।

দাওয়াত খাইতে এখানে ক্লিক করুন

ফেসবুকে আমি আছি কিন্তু। প্রয়োজন হলে জানাবেন

 

40 thoughts on "ফেইসবুক ভেরিফাই করার সঠিক নিয়ম। ভেরিফাই ব্যাজ পেতে পারেন আপনিও।"

    1. Tuhin Author Post Creator says:
      thank you
  1. md mishu Contributor says:
    ভাই এত কষ্ট করে খুব সুন্দর একটা পোষ্ট লিখেছেন তবে ভাই আমার কয়েকটা প্রশ্ন ছিল আমি কি আমার কাছে স্মার্ট কার্ড আমি পাইনি আমি নতুন ভোটার তাই আমি কালকে এমনি আইডি কার্ড পাব সেই আইডি কার্ডের ফটো দিলে কি হবে
    1. Captain Author says:
      Smart card lagbe ba
      Apnar id card er photo dile o hobe
    2. Tuhin Author Post Creator says:
      birth id, j kono real nid, driving এসব দিলেউ হবে। তাছাড়া কি কি লাগবে তা আপনি দেখতে পারবেন। স্টেপ স্টেপ এগিয়ে গেলেই।
  2. md mishu Contributor says:
    মনে করেন ফেসবুক আইডি আমার কিন্তু আমি আমার বাবার আইডি কার্ড দিয়ে সবকিছু ভেরিফাই করব তাহলে কি হবে
    1. Incomer Contributor says:
      না।
  3. Incomer Contributor says:
    ভাই আপনি কি পেয়েছেন? প্রমাণ কোথায়?
    1. Tuhin Author Post Creator says:
      আমি এখনো সেলিব্রেটি হতে পারিনাই ভাই। তাই এখনো পাইনাই।
    2. Incomer Contributor says:
      পাবেন ও না ভাই। এতো সহজ না।
    3. Tuhin Author Post Creator says:
      Hm. You are brilliant
  4. Md Ashik Hossain Contributor says:
    very good post.
    1. Tuhin Author Post Creator says:
      thanks
    1. Tuhin Author Post Creator says:
      tnx
  5. md mishu Contributor says:
    মনে করেন ফেসবুক আইডি আমার কিন্তু আমি আমার বাবার আইডি কার্ড দিয়ে সবকিছু ভেরিফাই করব তাহলে কি হবে বলেন ভাইয়া
    1. Tuhin Author Post Creator says:
      না
    1. Tuhin Author Post Creator says:
      ধন্যবাদ
  6. MD Shahjalal Contributor says:
    সেলিব্রেটি na hole ki verify hobe na

    r like ba frnd limit ase naki

    1. Tuhin Author Post Creator says:
      Onek way ace. Try korar somoy segulo jante parben.
      Thanks for your comment
  7. Ashek Contributor says:
    Security verify in progress thaka obosthay blue badge er jonno apply korbo naki security verify howa porjonto wait korbo?
    1. Tuhin Author Post Creator says:
      Wait korte hobe
  8. Kafi Contributor says:
    Post sundor hoice tbe ageo onk bar try krchi konovabei blue badge deyna ora.. ami celebrity bollei to hobena ora seta chack kore dekhen..
    1. Tuhin Author Post Creator says:
      Hm
  9. MH Sumon Contributor says:
    আমার নামের আগে md আছে কিন্তু আমার fb তে md দেওয়া নাই, ত্হলে তো পসিবল না তাই না…..?
    1. Tuhin Author Post Creator says:
      Yes
  10. কমল Contributor says:
    বাংলা নামের অ্যাকাউন্ট ভেরিফিকেশনে এই প্রসেস কাজ করবে কি???
    1. Tuhin Author Post Creator says:
      Na.
      তবে যেহেতু এখন বাংলাদেশিদের জন্য চালু করে দেওয়া হয়েছে। সেহেতু হতেই পারে। তবে আগে আইডেন্টিটি ভেরিফাই করে দেখবেন।
    1. Tuhin Author Post Creator says:
      yes
  11. rizvi Contributor says:
    Kaj korbe bole Mone hoy na.
    1. Tuhin Author Post Creator says:
      thik bolecen
  12. Akas Seikh Contributor says:
    ভাইজান আপনার আই.ডি ব্লু ভেরিফাই হওয়ার পরে এই পোষ্ট দিলে খুব ভালো লাগতো।
    1. Tuhin Author Post Creator says:
      kotha thik. doa korun vai. ekhono selibreti hote parinai
    2. Akas Seikh Contributor says:
      Age bolbento…!

      Tahole ei post jara dekhce.
      Tader karoi apatoto kaje lagbena.

    3. Tuhin Author Post Creator says:
      yes bro. apni asolei জিনিয়াস
  13. Maruf Contributor says:
    আচ্ছা আইডেন্টি কনফারমেশনে স্কুলের রেজিষ্ট্রেশন কার্ড সাবমিট দিলে হবে ?
    1. Tuhin Author Post Creator says:
      অপশন পাবেন। কিন্তু তাতে কবে নাগাত ভেরিফাই হবে এ বিষয়ে বলা মুশকিল।
  14. Manzurul Mahin Contributor says:
    Tuhin vai,koto jon friend add thakte hobe????

Leave a Reply