আসসালামু আলাইকুম।।।
কেমন আছেন আমার সকল সম্মানিত ভাই ও বোনেরা?
আশা করি ভালোই আছেন?
আসুন দেখে নেই কিভাবে মাত্র ১০দিনে আপনার সাইটে এডসেন্স পাবেন?
Google Adsens কি?
পৃথিবীতে সবাই নিজের সার্থ ছাড়া কোনো কাজই করে না।
কেউ কোনো কাজ করলে তার পেছনে অবশ্যায় একটা সার্থ থাকে।
আপনি হয়নি নানারকম সাইট দেখেছেন???
একটু খেয়াল করে দেখবেন “অনেক সাইটে ঢোকার পর হঠাৎ করে আপনার সামনে একটা Ad চলে আসবে।
Ad টাই দেখতে পারবেন নানারকম দেশি-বিদেশি জিনিসের ছবি ও ছোট ভিডিও দেখাই।
এটাই হলো Adsens।
এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে এটা দিয়ে কি হয়???
এটা দিয়ে টাকা ইনকাম হয়।
এটা এরকম ভাবে আপনিও আপনার সাইটে লাগাতে পারবেন।
এবং তার ফলে প্রতিমাসে অনেক টাকাও ইনকাম করতে পারবেন৷
এখন আপনার মনে হতে পারে আপনাকে কারা টাকা দেবে এই এডটা সাইটে লাগানোর জন্য???
আর এটাতে তার কি লাভ হবে যে সে আমায় টাকা দেবে???
হ্যা। এটাতে তারও লাভ হবে।
তার কারণঃ
আমি আগেই বলেছি পৃথিবীতে কেউ কারোর সার্থ ছাড়া কোনো কাজ করে না।
তাই এই গুগল এডসেন্স এর ও একটা সার্থ আছে।
কি সার্থ সেইটা???
সারা পৃথিবীতে অনেক রকম বড় বড় Office, Company আছে।।।
সেই সব কম্পানি তাদের কম্পানির জিনিসপত্র বিক্রির জন্য গুগল এডসেন্স এর কাছে দেই।
যাতে গুগল এডসেন্স তার জিনিসটা যেনো বিক্রি করে দেই।
এবং এর কারণে সেই কম্পানি Google Adsens কে তার জিনিসপত্র বিক্রির লাভের মধ্যো থেকে কিছু টাকা দেই।
Google Adsens সেই কম্পানির পোডাক্টা নানা সাইট কে দেই।
হুম এটা নিতে অনেক কষ্ট হয়।
গুগল এডসেন্স এই বিক্রির দায়িত্বটা যেকোনো সাইটকে দেই না৷
অনেক ভালো উন্নত মানের সাইটকে দেই।
এবং এটা যদি আপনার সাইটে দেই তাহলে আপনার সাইটে একটা এড শো করবে।
আর এডটা হবে নানা কম্পানির নানা রকম পোডাক্টের।
তারপর যখন আপনার সাইটের কোনো ভিজিটর ঐএডটা দেখে এবং সেই এডে যদি ক্লিক করে তাহলে আপনি টাকা পাবেন।।।
আর যদি ঐ এডে ক্লিক করে কেউ ঐ পণ্যটা কেনে তাহলে সেই পণ্যটার লাভের কিছু টাকা আপনাকেও দেওয়া হবে।
Adsens কিভাবে পাবেন???
আমি আগেই বলেছি যেকোনো সাইট গুগল এডসেন্স পায় না।
এডসেন্স পেতে হলে আপনার সাইটটাকে এডসেন্স এর,যোগ্য হতে হবে আগে।
তারপর এডসেন্স রিকুয়েস্ট করবেন।
এবং তারপর গুগল এডসেন্স আপনার সাইটটা পর্যবেক্ষণ করবে করার পর দিবে।
পর্যবেক্ষণ করতে কমকরে।
৫-৩০ দিন সময় লাগতে পারে।
এবার আসুন দেখি কেমন সাইট হলে এডসেন্স এর যোগ্য হবে?
Adsens Approved Site
আপনি যদি টেক সাইট খোলেন তাহলে?
কি কি থাকতে হবে???
১/ WordPress বা অন্যকোনো সাইট হলে Paid Host ব্যবহার করতে হবে।
২/ Blogger সাইটে Host লাগে না তাই এটাতে হোস্ট লাগবে না।
৩/ আপনার সাইটে একটি পেইড ডুমেইন ব্যবহার করতে হবে।
৪/ আপনদর সাইটে দিনে কম করে ১০টা ভিজিটর থাকতে হবে।।
৫/ আপনার সাইটে কম করে ৩০ টা পোস্ট থাকতে হবে।
৬/ ৩০টা পোস্টের মধ্যো ৬০% পোস্ট কপিমুক্ত থাকতে হবে।
৭/ প্রত্যেকটা ক্যাটাগরীতে কম করে ৩টা করে পোস্ট থাকতে হবে।
৮/ আপনার সাইটের ডিজাইনটা হতে হবে অনেক সুন্দর।
৯/ আপনার সাইটের নিচে কিছু পেজ দিতে হবে।
About us, Contact Us, Advertis, Etc…
এবং পেজ গুলো পূরণ ও থাকতে হবে।৯
১০/ আপনার সাইটের ও হোস্টিং ডুমেইন প্যানেল এর বয়স কমকরে ৩মাস হতে হবে।
এই ১০টি নিয়ম মেনে যদি আপনি সাইট তৈরি করেন তাহলে ১০০% গ্যারান্টি এডসেন্স পাবেন।
এবার আসুন দেখে নেই কিভাবে মাত্র ১০দিনে এডসেন্স পাবো???
Adsens Approve 10 Day
১০দিনে এডসেন্স পেতে হলেও উপরের
৯টি নিয়ম মেনে চলতেই হবে। সেগুলো হলোঃ
১/ WordPress বা অন্যকোনো সাইট হলে Paid Host ব্যবহার করতে হবে।
২/ Blogger সাইটে Host লাগে না তাই এটাতে হোস্ট লাগবে না।
৩/ আপনার সাইটে একটি পেইড ডুমেইন ব্যবহার করতে হবে।
৫/ আপনার সাইটে কম করে ৩০ টা পোস্ট থাকতে হবে।
৬/ ৩০টা পোস্টের মধ্যো ৬০% পোস্ট কপিমুক্ত থাকতে হবে।
৭/ প্রত্যেকটা ক্যাটাগরীতে কম করে ৩টা করে পোস্ট থাকতে হবে।
৮/ আপনার সাইটের ডিজাইনটা হতে হবে অনেক সুন্দর।
৯/ আপনার সাইটের নিচে কিছু পেজ দিতে হবে।
About us, Contact Us, Advertis, Etc…
এবং পেজ গুলো পূরণ ও থাকতে হবে।
এই ৯টি নিয়ম মেনে সাইট তৈরি করেন।
যেদিন ৯টি নিয়মি পূরণ করে ফেলবেন।
সেদিনই এডসেন্স রিকুয়েস্ট করবেন।
ইনশাআল্লাহ এডসেন্স পাবেন।
আশা করি এডসেন্স থেকে ইনকাম করার প্রথমিক ধারণা গুলি পেয়ে গেছেন।
Google Adsens এর বিষয় আরো জানতে বা কোনো রকম সহযোগিতার দরকার হলে এখনি কমেন্ট করুন।
ধন্যবাদ সাথে থাকার জন্য।।।
সৌজন্যেঃ
আমার ৪টা সাইটে এডসেন্স আছে।
আর আপনি বলছেন আমি কি জানি?
অনেক সময় এই টুকু ভুল হয়।
ওয়াপকিয ডাউনলোড সাইট কী অ্যডসেন্স আবেদন করা যাবে আমার সাইটে প্রতিদিন ২০০ জন লোক ভিজিট করে সাইট টি দেখে আসতে পারেন কাজে লাগতে পারে
সাইট লিঙ্কঃ https://gamingworldwide.wapkiz.com
এই সাইট টি তে সব ধরনের মোড গেম পাবেন
ডেমো:- Filmbd.net
এখানে গিয়ে একটা মুভি ডাউনলোড করার try করুন তাহলেই বুঝে যাবেন আশা করছি। ?
… moviezwap.org ei site dekhen r add gula dekhen tader erokm add bosate cai… ai nia parle help koren..
Kisuta vul hotei pare.
এই সাইটের যে মেইল টা দিয়ে সাইট টা করা। সেই মেইল দিয়ে প্রথম আবেদন করেছিলাম এখন অন্য মেইল দিয়ে আবেদন করলে বলে অলরেডি একান্ট আছে।
https://youtu.be/iQXRNTHvdYs
১. আমার সাইটে ১৩ টা পোস্ট। একটা ক্যাটাগরিতে মাত্র ৩ টা পোস্ট আছে। বাকিগুলোতে ১ টা করে।
২. ডোমেইন এর বয়স ১ মাস ও হয় নি।
৩. একটাও যদি কপি পেস্ট হয় তবে হবে না। কিন্তু অনেক সময় ফিল্টারিং এ একটা দুইটা পোস্ট এড়িয়ে যায়।
৪. কোন ১০ টা ভিজিটর লাগে না
এই কথাগুলো দুইবার বলেছেন। হুবহু এক কথা।
আর, ডুমেইন বলে কিছু নাই আছে ডোমেইন।
আর বাকিকিছু পড়ি নাই। ভুল গুলো ঠিক করুন।