আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের একটা অনেক বড় খুশির খবর দিতে এসেছি। আপনাদের সকলেরই Bkash একাউন্ট থাকার কথা। যেহেতু বিকাশ তাদের নতুন এপ্স নিয়ে নতুনভাবে এসেছে এবং যা থেকে নিজে নিজেই ঘরে বসেই একাউন্ট খুলা যায়। এছাড়া প্রতিটা একাউন্ট খুলার জন্য তারা আপনাকে ১০০ টাকা করে বোনাস দেয়। আবার প্রথমবার ২৫ টাকা Mobile Recharge করলেই আরো ৫০ টাকা বোনাস।
যাই হোক,,এটা নিয়ে ট্রিকবিড়িতে পোষ্ট হয়েছে। কিন্তু আজকে তারা বিকাশ এপ্স Refferal এর উপর নতুন অফার দিয়েছে। আমরা ইচ্ছা করলে এই এপ্স থেকে Reffer এর মাধ্যমে মাসে ৩০-৪০ হাজার টাকা ইনকাম করতে পারি।
তাদের দেওয়া Offer গুলো দেখলে আশাকরি সবাই অবাক হয়ে যাবেন। তো আমরা সেই অফার এর Details গুলো নিয়েই আলোচনা করবো।আর আপনারা ইনশাল্লাহ Reffer করার পদ্ধতি টা মনে হয় সবাই যানেন,,,তবুও দিয়ে দিচ্ছি,,,,
যদিও Reffer করার নতুন নিয়ম দিয়েছে তারা,,তারপরেও এই নিয়মে Reffer করলেও Reffer bonus দিবে,,,,নিচে তার প্রমান।
এখন আপনাদের কারো যদি Bkash account না থাকে তাহলে এই লিংক থেকে Apps download করে একাউন্ট খুলে নিবেন।
1.Bkash App Reffer Link
2.Bkash app Without Reffer
এবার রেফার করার জন্য প্রথমে bkash apps এ যান। তারপর নিচের দেখানো যায়গায় ক্লিক করুন,,,
এবার Reffer a friend এ ক্লিক করুন।
তো চলুন তাদের অফারগুলো দেখে নিই,,,,,,,
১.একজন গ্রাহক আপনার রেফারেল লিংকে ট্যাপ করে অ্যাপ দিয়ে নতুন একাউন্ট খুলে লগ ইন করলে একটি সফল রেফারেল হিসেবে বিবেচিত হবে।আপনার বন্ধু রেফারেল লিংকটি ব্যবহার করে বিকাশ অ্যাপ ডাউনলোড করে অ্যাপ থেকে নতুন একাউন্ট খুলে লগ ইন করলেই আপনি পেয়ে যাবেন (২৫ টাকা+২৫ টাকা)= মোট ৫০ টাকা বোনাস।
২.এভাবে প্রতিটি সফল রেফারেলের জন্য আপনি পাবেন ৫০ টাকা করে বোনাস।যাকে রেফার করবেন তিনি একজন বিকাশ গ্রাহক হয়ে থাকলে তিনি অ্যাপ এ প্রথমবার অ্যাপ এ লগ ইন করলে আপনি পাবেন ২৫ টাকা।
৩.বোনাসের টাকা সফল রেফারেলের পরবর্তী ১৪ কার্যদিবসের মধ্যে সরাসরি পেয়ে যাবেন আপনার বিকাশ একাউন্টে।
৪.রেফালের বোনাস পেতে হলে আপনার সক্রিয় বিকাশ একাউন্ট থাকতে হবে।
৫.প্রতি মাসে, আপনার সফল রেফারেলের সংখ্যা ২০-৪৯ টি প্রতি সফল রেফারেলের জন্য পাবেন আরও ৫০ টাকা করে সুপার বোনাস।
৬.প্রতি মাসে, আপনার সফল রেফারেলের সংখ্যা ৫০ বা তার বেশি হলে প্রতি সফল রেফারেলের জন্য পাবেন আরও ১০০ টাকা করে সুপার বোনাস।
৭.প্রতি মাসে ন্যূনতম ৩০০ বা তার বেশি সফল রেফারেল সম্পন্ন করা টপ ১০ রেফারেলকারী জিতে নেবেন আরো ২৫,০০০ টাকা।
৮.প্রতি মাসের ১ তারিখ থেকে নতুন করে আপনার রেফারেলের সংখ্যা গণনা শুরু হবে।
৯.এই অফারটি ১২ সেপ্টেম্বর, ২০১৯ থেকে ৩১ শে ডিসেম্বর, ২০১৯ পর্যন্ত চলবে।
১০.প্রতি মাসের শেষ হবার পরবর্তী ৭ কার্যদিবসের মধ্যে সুপার বোনাস এবং টপ ১০ এর প্রাইজ বিজয়ীদের বিকাশ একাউন্ট এ পাঠিয়ে দেয়া হবে।
১১.প্রতি মাসে, আপনার সফল রেফারেলের সংখ্যা ৫০ বা তার বেশি হলে প্রতি সফল রেফারেলের জন্য পাবেন আরও ১০০ টাকা করে সুপার বোনাস
অফার সম্পকে আরো বিস্তারিত জানতে ভিজিট করুন
Bkash officiall
ধন্যবাদ সবাইকে।
You must be logged in to post a comment.
3-4 jon e eki topic niye likhse tai maybe dlt korse
But ami to sobar age liksi….