আসসালামু আলাইকুম
আশা করি সকলে ভালো আছেন।
কিভাবে Call Of Duty Mobile ডাউনলোড করবেন বাংলাদেশ থেকে এবং খেলবেন তা দেখাবো আজকের টিউটোরিয়াল এ।
আপনারা জানেন যে Call Of Duty Mobile কিন্তু এখনো গ্লোবাল ভাবে রিলিজ করা হয় নি। শুধু মাত্র অস্ট্রেলিয়া এবং ক্যানেডা তে রিলিজ করা হয়েছে।
১ অক্টোবর গ্লোবাল ভাবে রিলিজ করা হবে।
আর যারা এখন থেকে খেলতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই পোস্ট।
Call Of Duty Mobile ১.৫ জিবি র্যাম ওয়ালা ফোনেও চালাতে পারবেন।
আর এটার ডাটার সাইজ হচ্ছে ১.৩০ জিবি।
Call Of Duty Mobile যেভাবে ডাউনলোড করবেন
প্রথমে এই লিনক থেকে Tap Discover Superb Game এপ্সটি ডাউনলোড করে নিন।
Click Here To Download
ডাউনলোড করা হলে ওপেন করুন। ওপেন করলে অটোমেটিক Call Of Duty Mobile এ চলে যাবে। Call Of Duty Mobile আসলে Try বাটনে ক্লিক করে ডাউনলোড করে ইন্সটল করে নিন।আর অটোমেটিক না আসলে Call Of Duty Mobile লিখে সার্চ করুন Tap এপে।
এখন প্লেস্টোর এ গিয়ে UU Game Booster Apps টা ডাউনলোড করে ওপেন করুন।
Link: Download
তারপর Call Of Duty Mobile সিলেক্ট করে অপেক্ষা করুন।এবং যখন Call Of Duty Mobile এর লগো আসবে তখন সেটা তে ক্লিক করলে Call Of Duty Mobile ওপেন হবে।
এরপর আরামসে খেলা শুরু করুন Call Of Duty Mobile।
আর এখন যা খেলবেন তা আর ডিলিট হবে না। মানে গ্লোবাল ভারসন রিলিজ হলে এখন যতটুকু খেলবেন অই খান থেকে খেলতে পারবেন।
তবে আমি সিউর না এই বিষয়ে। অনেকে বলতেছে তাই বললাম।
আর যারা বুঝতে পারতেছেন না বা খেলতে পারতেছেন না তারা ভিডিও দেখুন।
ভিডিও টিউটোরিয়াল :
পোস্টটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
Call Of Duty Mobile নিয়ে যেকোনো সাহায্য পেতে এবং বিভিন্ন টিপস এন্ড ট্রিক পেতে নিচের গ্রুপে জয়েন করুন।
ধন্যবাদ সকলকে
Ami dekhi try kori nai
কিন্তু একবার ACTIVISION লোগো যাওয়ার সময় সেই যে আন্ধার হয়,কি আর কমু!
তোমার চোদ্দগুষ্টিতে কারো ছামা’ও অতো অন্ধকার হবে বইলা আমার ধারণায় আসেনা।
আমার সামনে ২ জিবি র্যামের ফোনে খেলতে দেখেছি।
আর হয়তো আপনার ফোন গুলিস্তানের, তাই কাজ হচ্ছে না??
ভিডিও তে ভিউ নেয়ার জন্য পোস্ট করলে এতো সময় দিয়ে এই পোস্ট না লিখে ১ ২ লাইন লিখে ভিডিও দেখে কাজ করার জন্য বলে দিতাম।