আজ যে এপস নিয়ে কথা বলতে যাচ্ছি তা নিয়ে আমার তেমন কোন অভিজ্ঞতা নেই, কারন এর আগে ব্যবহার করা হয়নি। কিন্তু অনেকের রিকুস্টনিয়ে পোস্ট করা, যেই কারনে সামান্য পড়ালেখা করতে হচ্ছে, কারন কিছুতো লিখতে হবে, আর সবার প্রিমিয়াম ভার্সন এর আবেদন ছিল তাই প্রিমিয়াম ভার্সন শেয়ার করতে যাচ্ছি আপনাদের মাঝে।
যতটুকু পড়ালেখা আর ব্যবহার করে বুঝতে পেরেছি তাহলো এই এপস আপনাকে আপনার ফোনের যেকোন এন্ড্রয়েড এপস এর ক্লোন করত পারে, এই আর এই ক্লোন এপস ও সেই অরিজিনাল এপস এর মত কাজ করে ব্যবপারটা ইন্টারেস্টিং কিন্তু আমার তেমন কাজে লাগে না তাই ব্যবহার করা হয়নি, যেই কারনে আনাড়ি রিভিও বলতে পারেন, তবে এখানে আগের পড়া লেখার পাওয়ার (ইংরেজি থেকে বাংলা, নোট গুগল ট্রান্সল্যাটোর) ব্যবহার করে আপনাদের ভালো একটি রিভিও দিতে পারব আশা করছি।
এই গুগল এর রিপোর্ট অনুযায়ি এপর্যন্ত ১ লাখ বার ডাউনলোড হয়েছে এপসটির এবং যার ভিতরে ১২০টাকা থেকে ৮৫০০টাকা পর্যন্ত ইন এপস পারচেস আসে, কিন্তু আমি সেই গুলো ফ্রিতে দিয়ে দিব সো নো টেনশন।
আগেই বলেছি যে এই এপস এর কাজ হলো আপনার ফোনের বাকি এপস গুলোকে ক্লোন করতে পারা, আর সেই ক্লোন এপস অরিজিনাল এপস এর মত কাজ করবে। মানে আপনি যদি ফেসবুক এপস ক্লোন করেন তাহলে এক সাথে দুইটা আইডি ব্যবহার করতে পারবেন, কুল হাহ?
কি কি করতে পারবেন এই এপস দিয়েঃ
- যেকোন এপসকে ক্লোন করা
- ক্লোন করা এপস এর আইকোন চ্যাঞ্জ করতে পারবেন
- ক্লোন করা এপস এর পাসওয়ার্ড প্রোটেকশন করতে পারবেন
কি কি করতে পারবেন প্রিমিয়াম ভার্সন দিয়েঃ
- Clone premium apps (Messenger, VK, Viber)
- Create multiple app clones & use batch cloning
- Save or share cloned apps
- Replace launcher icons
- Clone watch apps, watch faces
মোডিফিকিশন ভার্সনঃ
- সব প্রকার প্রিমিয়াম ফিচারস আনলোক করা আসে
- ব্লক এডস
- আর কি কি চান সবই তো দিয়ে দিলাম
ডাউনলোড করুন
ডিরেক্ট ডাউনলোড লিঙ্ক ১ঃ Download
ডিরেক্ট ডাউনলোড লিঙ্ক ২ঃ Download
প্রিমিয়াম সোর্সঃ Website Page
- নিয়মিত এই এপস এর প্রিমিয়াম ভার্সন আপডেট পেতে উপরে ওয়েবসাইট ভিসিট করতে পারেন। ?বা আপনি যদি ফেসবুক ব্যবহার কারি হয়ে থাকেন, তো নিয়মিত সব এন্ড্রয়েডের এর প্রো,পেইড,মুড – এপস,গেমস ফ্রিতে ডাউনলোড করার জন্য আপডেট পেতে এখানে গিয়ে ম্যাসেজ করুন “Android” লিখে এবং প্রতি সপ্তাহে কি কি সফটওয়্যার আপডেট হল বা নতুন কি কি সফটওয়্যার আসল তা আপনাকে মেসেজ করে জানানো হবে। মিস করলে লস। ?
গুগল প্লে স্টোরঃ Google Play
কিভাবে ইনস্টল ও একটিভ করবেনঃ
- উপরে ২টি ডাউনলোড লিঙ্ক থেকে যেটা ভালো লাগে সেটা থেকে এপস ডাউনলোড করুন
- ডাউনলোড হয়ে গেলে, সরাসরি ব্রাউজার থেকে বা যেখানে সেভ করেছেন সেখান থেকে এপস ক্লিক করুন
- আপনি যদি এর আগে প্লে স্টোর ছাড়া আর অন্য কোথাও থেকে এপস ইনস্টল না করে থেকেন এইটা ফলো করুন (settings > security > allow unknown sources.)
- ব্যাস, এইতো ছিল ডাউনলোড ও ইনস্টল করার পদ্ধতি
এইতো ছিল যত নিয়ম কানুন, আর কোথাও কিছু বুঝতে বা করতে প্রোবলেম হলে নিচে একটা বক্স দেওয়া আসে। সেখানে গিয়ে আপনার মনের কথা ব্যক্ত করতে পারবেন বা এই পোস্ট এর কোথাও কিছু বুঝতে বা করতে সমস্যা হলে উপরের ম্যাসেজ বাটনে ক্লিক করে লিখুন “Help” এবং সেন্ড করে দিন আশা করি খুব তারাতারি সাহায্য পেয়ে যাবেন। আর হ্যা কেমন হলো আজকের আয়োজন তাও জানাতে ভুলবেন না কিন্তু। টাটা
আর হ্যা, পোস্টা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না।
নিয়মিত এন্ড্রয়েড এবং উইন্ডোস এর নতুন সব এপস এর আপডেট পাওয়ার জন্য উপরের “Message Us” বাটনে ক্লিক করে এন্ড্রয়েড হলে “Android” আর উইন্ডোস হলে “Windows” লিখে সেন্ড করে নতুন সব এপস এর আপডেট এর মেসেজ পান ফ্রিতে।
But download link disen version 1.5.19
Bujlam na….
http://prntscr.com/pbtxzl
http://prntscr.com/pbtzlg