বাউবি বিএ বিএসএস ভর্তি বিজ্ঞপ্তি ২০২০, বাউবি বিএ/বিএসএস ভর্তি সার্কুলার ২০২০ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)-এর সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুল পরিচালিত ৩ বছর মেয়াদি বিএ এবং বিএসএস
আগ্রহী প্রার্থীদের উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে শুধুমাত্র অনলাইনে আবেদন করতে হবে। বাউবি বিএ/বিএসএস প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি ২০২০ ও। আবেদন সংক্রান্ত তথ্য নিচে তুলে দেওয়া হলো
বাউবি বিএ এবং বিএসএস প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি pdf ডাউনলোড
অনলাইনে আবেদনের ওয়েবসাইটের ঠিকানা
বাউবি বিএ এবং বিএসএস কোর্সে ভর্তির আবেদনের যোগ্যতা/ভর্তির ন্যুনতম যোগ্যতাঃ এইচএসসি/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
২৪ সেপ্টেম্বর, ২০১৯ থেকে ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখ পর্যন্ত। Online-এ আবেদন সম্পন্ন করার ১ সপ্তাহ অথবা ০৭ (সাত) কার্য দিবসের মধ্যে Online-এ আবেদনের কপিসহ শিক্ষাগত যোগ্যতার সকল সনদ ও নম্বরপত্র, চারিত্রিক সনদ ও জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম সনদের সত্যায়িত কপি সহ সংশ্লিষ্ট আঞ্চলিক কেন্দ্র/উপ-আঞ্চলিক কেন্দ্রে জমা দিতে হবে।
Online- এ ভর্তির সময় যা প্রয়োজন(ক) শিক্ষার্থীর সদ্য তোলা স্ক্যান করা ছবি (৩০০x৩০০ পিক্সেল) ও স্বাক্ষরের স্ক্যান করা কপি (৩০০x১০০ পিক্সেল)।
বাউবি’র আঞ্চলিক কেন্দ্র/উপ- আঞ্চলিক কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা প্রয়োজনীয় তথ্য ও সনদপত্র সমূহ যাচাই-বাছাইপূর্বক সত্যায়িত করে ভর্তির জন্য মনোনীত
প্রার্থীকে Online-এ Active করার মাধ্যমে সংশ্লিষ্ট শিক্ষার্থীর ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করবেন।
ভর্তি ফরম ফি ১০০/- টাকা, ডিজিটাল/প্লাস্টিক ও ID Card ফি ২০০/- টাকা, রেজিস্ট্রেশন ফি ২০০/- টাকা, প্রতি কোর্স ফি ৭৩৫/- টাকা হারে ০৪টি কোর্সের জন্য ২৯৪০/- টাকা, একাডেমিক ক্যালেন্ডার ৫০/- টাকা, পরীক্ষার ফি ৩০০/- টাকা এবং সিমেস্টার নম্বরপত্র ফি ১০০/- টাকাসহ সর্বমোট ৩৮৯০/- (তিন হাজার আটশত নব্বই) টাকা।
টিউটোরিয়াল ক্লাস শুরুর তারিখ: ১৭ জানুয়ারি, ২০২০
যারা এখনো বিকাশ একাউন্ট খুলেন নাই তাড়া এই পোষ্ট টা দেখে একাউন্ট খুলেন। আর ফ্রি ১৫০ টাকা বোনাস নিয়ে নিন।
3 thoughts on "২০২০ সালের বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে বিএ এবং বিএসএস প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি ।"