Breaking News FB

Breaking News FB

মোবাইল ফোনে ব্রেকিং নিউজ দিতে একটি
বিশেষ অ্যাপ্লিকেশন তৈরি করছে ফেসবুক
কর্তৃপক্ষ। ফেসবুকের তৈরি এই নিউজ
অ্যাপটি হবে স্বতন্ত্র।

নতুন এই অ্যাপটি কবে উন্মুক্ত হবে, এ
ব্যাপারে আনুষ্ঠানিকভাবে ফেসবুকের পক্ষ
থেকে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
ফেসবুকের একটি সূত্র প্রযুক্তি ও ব্যবসা
বিষয়ক ওয়েবসাইট বিজনেস ইনসাইডারকে
সম্প্রতি জানিয়েছে, একেবারে প্রাথমিক

পর্যায়ে পরীক্ষামূলকভাবে এটি চালু করা
হয়েছে। এই অ্যাপটিতে কোন প্রতিষ্ঠানের
‘ব্রেকিং নিউজ’ থাকবে, তা নিয়ে আলোচনা
চলছে।

অ্যাপটি যেভাবে কাজ করবে:

১. ফেসবুকের তৈরি নতুন একটি অ্যাপ
মোবাইলে ডাউনলোড করতে হবে।

২. কোন সংবাদমাধ্যমের কোন বিষয়ের
খবর পেতে আগ্রহী তা নির্বাচন করে দিতে
হবে।

৩. ব্রেকিং নিউজের ক্ষেত্রে বিভিন্ন
সংবাদমাধ্যম মোবাইল নোটিফিকেশনের
তৈরি করে ফলোয়ারদের কাছে ‘অ্যালার্ট’
আকারে পাঠাবে। এতে ১০০টি অক্ষরের
টেক্সট ও খবরের লিংকটি দেওয়া যাবে।

পাঠক যখন ওই লিংকে ক্লিক করবেন, তখন
সরাসরি সংবাদমাধ্যমটির ওয়েবসাইটে চলে
যাবেন ও খবরটি পড়তে পারবেন।

5 thoughts on "ব্রেকিং নিউজের অ্যাপ আনছে ফেসবুক"

  1. shakibjoy.heck.in Author says:
    ভালই হবে
  2. Mahedi Hasan Khoka Contributor says:
    Sorry..its code html test

Leave a Reply