আশা করি সবাই ভাল আছেন । আমাদের অনেকে এখন ১ম বর্ষে ভর্তি হয়ে গেছে। জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি হয়ে অনেকে ঘুরেফিরে ৪ বছর কাটিয়ে ফেলে।
তো আজ আমি আলোচনা করবো অনার্স ১ম বর্ষ ছাত্রছাত্রীদের কিছু করনীয়ঃ
১। অনার্স এ ভর্তি হয়ে পড়াশুনার পাশাপাশি কিছু করুন। যেমন পার্ট টাইম চাকরি, ব্যবস্যা, কৃষি কাজ ইত্যাদি। এতে পরিবার অর্থনেৈতিক সাপোর্ট পাবে। আর ভবিষ্যৎ এ চাকরির ক্ষেত্রে এই অভিজ্ঞতা কাজে আসবে।
২। আপনি যদি মুসলিম হন। যদি নিয়মিত নামাজ পড়ার অভ্যাস না থাকে। তাহলে এখনি নিয়মিত নামাজের অভ্যাস করুন।
৩। ইংরেজি শিখুন এখনি। চাকরির ক্ষেত্রে ইংরেজি খুব গ্রুরুত্ব পূন্য।
৪। আজ থেকে শুরু করে দিন চাকরি প্রস্তুতি। দেখবেন এই ৪ বছর অল্প অল্প করে নেওয়া প্রস্তুতি আপনার ভবিষ্যৎ এ কাজে আসবে।
আজ আর নয়। কোথাও ভুল হলে বলবেন। চাইলে আমার সাইটের পোস্টটা দেখতে পারেন।
দৈনিক পড়ার রুটিন
2 thoughts on "অনার্স ১ম বর্ষ ছাত্রছাত্রীদের করনীয় ( কেউ মিস কবেন না)"