আমার জানামতে আমার আজকের কন্টেন্টি টাইটেল দেখে যারা দেখতে আসবে তারা আমার মতোই লেখক। কারণ এই পোস্টা আজকে তাদের জন্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আচ্ছা তাদের কথা বাদ দিলাম। যারা কন্টেন্ট লিখে তাদেরও এটা অনেক কাজে আসবে। মনে করেন, -আপনি আপনি ৯ম শ্রেণির ছাত্র (আমিও) এখন আপনি আপনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইটা পড়ছেন (এটা আমার প্রিয় বই)। বইটা পড়তে পড়তে হঠাৎ অনেক শিক্ষনীয় একটি বিষয় দেখতে পেলেন। দেখে আপনার ভালো লাগলো, আপনার ইচ্ছা হচ্ছে যে, আহা- যদি আমি এই বিষয়টি হুবুহু কপি করতে পারতাম তাহলে এটা টুইচবিডিতে লিখে দিতাম! -এমনটা হতেই পারে অবাক হওয়ার কিছু নাই। -শুধু বইয়েই নয়, নানা সংবাদপত্রেও নানান গুরুত্বপূর্ণ লেখা থাকতে পারে। -আসলে আমি দেখেছি যে, এখনকার মানুষ নতুন কিছু জানতে পারলে অথবা দেখতে পেলেই নানান সাইটের মধ্যমে অন্যদেরকে সেইটা জানিয়ে দেই (আমিও)। তো মনে করেন এমন কোনো কিছু সত্যিই পেলেন তখন কি করার? – কিছুই করার নাই হয় লেখাটা দেখবেন আর টাইপ করবেন, না হয় মনটা খারাপ করে এটার আশা ছেড়ে দিবেন। তবে এখন থেকে আর এরকম করতে হবে না। —কেনো? ‘হূম, কারণ আমি আপনাদের জন্য আজকে এই কন্টেন্টে নিয়ে এলাম অসাধারণ একটি এপস (আমি তৈরী করি নি এপসটা)। -যারা সাহায্য পৃথিবীর যেকোনো ভাষায় যেকোনো কাগজের লেখা বা যেখানেই লেখা হোক না কেনো সেইটা সরাসটি টেক্সট আকারে বের করে নিতে পারবেন। –আর ইংরেজি লেখা হলে তো কোনো কথাই না, কেনো? কেনো? -কারণ যেকোনো ইংরেজি লেখা এই এপসটা দিয়েই অফলাইনে টেক্সট আকারে বের করে নিতে পারবেন। এই বিষয়টা অনেকেই হয়তো জানে, তবে যারা জানেন না। এটা তাদের জন্য। -আসলে আমি দেখেছি যে, টেকটিউনস আর ট্রিকবিডি দুইটার মধ্যে বেশি পার্থক্য নেই। তবে টেকটিউনসে কোনো কন্টেন্ট কেউ যদি ভালো লেখে তাহলে সবাই তাকে সুন্দর মন্তব্য করে উৎসাহ দেই। আর কোনো যায়গায় ভূল হলে সেইটা সুন্দরভাবে ধরিয়ে দেই। ট্রিকবিডিও টেকটিউনসের থেকে কোন দিক থেকেই পিছিয়ে নেই। ট্রিকবিডিতে কোনো লেখক যদি কোনো কন্টেন্টে কোথাও ছোট্ট একটি ভূল করে তাহলে অন্য ইউসাররা এটা ধরিয়ে দেই, তবে, তাদের ভূলটা ধরিয়ে দেওয়ার কৌশলটা খুবই সুন্দর। কি রকম??? আসলে তারা নানান ধরণের খারাপ ভাষা অবলম্বন করে। এ কারণে যে কন্টেন্টটা লিখে সে খুবই লজ্জিত বোধ করে। এমনকি ছোট্ট একটু কমেন্টের জন্য সে দেখা যাচ্ছে যে, কন্টেন্ট লেখায় বন্ধ করে দিচ্ছে- কে জানে? -আর কোনো লেখক যদি ভালো কোনো কন্টেন্ট লিখে সেটাই যদি কোনো ভূল নাও থাকে। তাহলে অন্য ইউসাররা সেটা পড়ে বিষয়টা জেনে সোজা কেটে পড়বে। (এটাই সত্যি) -তবে তার লেখাটা ভালো হয়েছে এই যেনে যে, তাকে একটু উৎসাহ দিবে সেইটা না। -আমি তাদেরকে কিছু বলব না যারা এই ধরণের সুন্দর চরিত্রের লোক। -কারণ তারা আমার কথায় সোজা হওয়ার লোক না। তাই তাদেরকে বলব যারা আমার মতো লেখক “ভাইয়ারা আপনারা লিখে যান এদের কথায় কান না দিয়ে আপনার লক্ষ্যে এগিয়ে যান” এই টুকু বলার ছিলো। একটু বিষয় বলে ফেললাম আসলে আমি একটু বেশিই ইমোশোনাল। তাহলে আসুন কনেন্টি শুরু করেঃ সবার প্রথম নিচে দেওয়া লিংক থেকে আজকের এই এপসটি ডাউনলোড করে নিন। সাথে সাথে চলে আসবে। এবার দেখানো জায়গায় ক্লিক করে কপি করে নিন। তাহলে কি এখানেই শেষ করতে হচ্ছে আজকের লেখাটা। আশাকরি আপনাদের ভাল লাগছে না। যদি খারাপ লাগে তাহলে একটা কমেন্ট করবেন আর ভালো লাগলে এখান থেকে কেটে পড়বেন। আমার কথা না (আপনাদের স্বভাব)। এগুলা বাদ দেন এখন যে কথা না বললেই নয় তবুও বলতে হয়।
কিছু লেকচারঃ
Now Let’s start
এপসটি ডাউনলোড হয়ে গেলে- এপসটিতে প্রবেশ করুন।
এবার “Enter” লেখায় ক্লিক করুন।
আচ্ছা একটা কথা বলে নেইঃ এই এপসটা ব্যবহার করে আপনি সারাবিশ্বের যেকোনো ভাষার লেখাকে কপি করতে পারবেন। তবে এরজন্য আপনার অবশ্যয় নেট কানেকশনের প্রয়োজন হবে। তবে, হ্যা ইংরেজি লেখাটা কিন্ত অফলাইনেই কপি করতে পারবেন। তো এখন আগে বাংলা লেখা কপি করা দেখায় তাই আপনার ফোনের ডাটা কানেকশনটা অন করে নিন।
এবার উপরের দিকের ক্যামেরা আইকোণে ক্লিক করুন।
এখন আপনি যেই লেখাটাকে কপি করতে চান সেইটার একটা ছবি আপনাকে দিতে হবে। তো, এখন ছবিটা যদি ক্যামেরা দিয়ে তূলে দেন তাহলে “Camera” আর যদি গ্যালারীতে ছবিটা থাকে তাহলে “Gallery” চোয়েচ করুন। তো আমি “Camera” থেকে নিবো।
তো আমি আমার বইয়ের একটা পেজের কিছুটার ছবি তূলে নিলাম যেটুকু কপি করতে চায়।
এবার ছবিটা ঠিক তূলে থাকলে দেখানো জায়গায় ক্লিক করুন।
এবার আপনি যেটুকু লেখা কপি করতে চান সেটুকু কাট করুন।
কিছুক্ষণ অপেক্ষা করুন।
দেখুন আমার বইয়ের লেখাটা টেক্সট আকারে চলে এসেছে। তো এখন লেখাটা কপি করে নিন।
এবার আসুন দেখি কিভাবে অফলাইনে ইংরেজি লেখা কপি করব? তো এরজন্য দেখানো মেনুতে ক্লিক করুন।
এবার “Ofline Scan” এ ক্লিক করুন।
এবার আগের মতোই ক্যামেরা আইকোণে ক্লিক করুন।
এবার আমি গ্যালারী থেকে একটা স্ক্রিনশট নিবো।
এবার যেই স্ক্রিনশটটির লেখা কপি করতে চান সেইটা সিলেক্ট করুন।
আগের মতোই ক্রপ করে নিন।
আমাদের সাইটটা ঘুরে আসবেনঃ
★★TwiceBD.Com★★
Share:
Onek din por valo comment dekhchi.