ব্লগিং এর জন্য Goolge Blogger নিঃসন্দেহে একটি ভালমানের প্লাটফর্ম। ব্লগার ডিফল্ট Template গুলি কাষ্টমাইজ করে ইচ্ছামত ডিজাইন করা যায়। আপনি যদি শুধুমাত্র Html এবং Css বিষয়ে ভাল জ্ঞান রাখেন তাহলে ব্লগের যে কোন ডিফল্ট Template কে কাষ্টমাইজ করে আপনার মনেরমত করে সাজিয়ে নিতে পারবেন।
আসলে ব্লগিং করা আমার কোন পেশা নয়। শুধুমাত্র অবসর সময়টুকুতে বেকার সময় ব্যয় না করে ব্লগিং এর পিছনে সামান্য সময় দিয়ে থাকি। তবে আপনার হাতে যদি যথেষ্ট পরিমানে সময় থাকে তাহলে ডিফল্ট ব্লগার Template গুলিকে কাষ্টমাইজ করে বিভিন্ন ডিজাইন করে অনলাইনে মার্কেটিং করতে পারেন। সেগুলি থেকে প্রত্যেকটি Template এর মান এবং ডিজাইন অনুযায়ী বিভিন্ন দামে বিক্রি করতে পারেন।
আজ আমি আপনাদের দেখাব কিভাবে ব্লগে বাড়তী কোন অপশন ছাড়া শুধুমাত্র Blank/Empty Template ব্যবহার করতে হয়। নিচের কোডগুলি কপি করে আপনার ব্লগের Template এ পেষ্ট করলেই একটি Blank Template তৈরি হয়ে যাবে।
কিভাবে করবেন?
প্রথমে ব্লগে লগইন করুন।
তারপর Template > Edit Html এ ক্লিক করুন।
এখন নিচের কোডগুলি কপি করে আপনার ব্লগের Template এ পেষ্ট করুন।
–
Download
সবশেষে Save Template এ ক্লিক করে Template টি Save করুন। That’s all.
File kore den..
er theme link ta dan. Plz.