হ্যালো বন্ধুরা
assalamu alaikum
আপনারা সবাই কেমন আছেন আশা করি ভাল আছেন
সবাইকে ট্রিকবিডিতে স্বাগতম জানাই। অনেকদিন ধরেই ট্রিকবিডিতে নতুন কোন পোস্ট করা হয় না বা পার্সোনাল কারণে আগের মত তেমন ভিজিট করা ও হয়না কিন্তু ট্রিকবিডিকে কখনোই ভুলতে পারবো না
কিন্তু অনেকদিন পর লিখতে বসলাম কি লিখব খুজে পাচ্ছিনা। এমন সময় পাশের এক বন্ধু বলল তোর ফোনের লান্সার টা নিয়ে একটা রিভিউ লিখে ফেল এটা অসাধারণ।
তো কথা না বাড়িয়ে আমরা কাজের দিকে যাই কিভাবে এটা ব্যবহার করব এর সুবিধা অসুবিধা এবং সেটার কিছু ভালো এবং খারাপ দিক একেবারে এ টু জেড সম্পূর্ণ এক্সপ্লেইন করব।
#Launcher review
(নতুনদের জন্য) যারা একেবারে নতুন শুধুমাত্র তাদের জন্য বলছি এটি এমন এক ধরনের সফটওয়্যার যা আপনাকে কাস্টম রম ইন্সটল ছাড়াই তার ইন্টারফেজ স্টক রম ব্যবহারের সুবিধা দেয়। যেমন আপনার শাওমি ফোনে নোকিয়ার মত ইন্টারফেস ব্যবহার করতে চান তাহলে আপনাকে নোকিয়া লাঞ্চার ব্যবহার করতে হবে ফোনটিকে কাস্টমাইজ করতে হয়। এককথায় ফোনের ভিতরে ডিজাইন করার জন্য লঞ্চার ব্যবহার করা হয়।
### প্রথমে আমরা লঞ্চের টি ইন্সটল করি তারপর এর গুনাগুন সম্বন্ধে কথা বলব
#এখান থেকে Click Here To Download অ্যাড ফ্রি প্রিমিয়াম লঞ্চার টি প্রথমে ডাউনলোড করে নিন
#তারপর ইন্সটল করে ওপেন করুন
#তারপর হোম থেকে অ্যাপটিকে লাঞ্চার হিসেবে অলওয়েজ করে দিন
তো লাঞ্চার সেটাপ দেওয়ার কাজ আমাদের কমপ্লিট
এখন আমরা এটার বৈশিষ্ট্য ও গুনাগুন সম্বন্ধে জানবো
#)এটার খারাপ দিক এবং বিরক্তিকর ফিচার
1)যেমন অফিশিয়াল ভার্সনে এ প্রচুর অ্যাড
2) এবং বারবার শুধু টাকা দিয়ে বাই করতে বলে যা খুবই বিরক্তিকর
কেউ এটা দেখে বিরক্ত হয়ে যাইয়ন না আবার।আমি উপরে আমি ad-free ভার্শন আপলোড করেছি।
#) এখন আমরা এটার ভালো দিক এবং স্পেশাল ফিচার সম্বন্ধে জানবো
1) এটাতে অ্যাপ হাইডার অপশন রয়েছে আপনি সহজেই যে কোন প্রয়োজনীয় সফটওয়্যার হাইড করে রাখতে পারবেন
2) ডিফল্টভাবে এটাতে একটি রেম ক্লিনার বা বুস্টার সফটওয়্যার দেওয়া আছে যার জন্য আপনার অন্য কোন সফটওয়্যার প্রয়োজন হবে না।সাথে আছে মেন+হাইড আপ লকার অপশন।যেকোনো আপে প্যাটান লক লাগিয়ে রাখতে পারবেন।
3) তবে সবথেকে সুন্দর লাগে যে ফিচারটি আপনি যেকোন সফটওয়ারের নাম এবং আইকন চেঞ্জ করতে পারবেন যা আসলেই অসাধারণ। যেমন আপনি ইমু সফটওয়্যার এর নাম চেঞ্জ করে ফেসবুক বানিয়ে রাখলেন।
এছাড়া এই সফট্ওয়ারে প্রচুর ফিচার রয়েছে কিন্তু আমার মনে হয় ট্রিকবিডির ইউজারদের এত এক্সপ্লেন করার দরকার নেই। তবুও যথেষ্ট বুঝিয়ে বলার চেষ্টা করলাম অনেকদিন পর যেহেতু পোস্ট করছি সেটা যেন সবাই বুঝে এবং সুন্দর হয়।
এবার যেহেতু এসেছি তাহলে আদাজল খেয়ে লেগে যাব প্রতিদিন সুযোগ পেলেই আপনাদের জন্য পোস্ট করব যত পারবো শুধু আপনারা পাশে থাকলেই হবে। এবার সিরিজ আকারে ট্রিকবিডিতে কিছু নিয়ে আসার চিন্তায় আছি, সময় এবং সুযোগ পেলেই কাজে লেগে যাব ইনশাআল্লাহ.
এছাড়া আমরা ফ্রেন্ডরা সবাই একটা নতুন সাইট তৈরী করেছি। পোস্টটা প্রথমে
Teambdtech.com
সাইটে প্রকাশিত হয়। আমাদের একটি মাত্র পোস্ট করলেই আপনাকে অথর পদ দেওয়া হবে।
পোস্টের কোথাও ভুল হয়ে থাকে বা কেউ কিছু না বুঝলে কমেন্ট করবেন
More Post Coming soon…. 😉