আসসালামু আলাইকুম।
সবাই আশাকরি আপনারা সবাই ভালো আছেন। আজ দেখবেন কিভাবে মোবাইলকে অন্য মোবাইলের চেয়ে আলাদ করবেন।

মোবাইলের সব উল্টো করে দিন! ভড়কে দিন সবাইকে। আনকমন হয়ে যান।

এটি করতে হলে প্রথমে আপনাকে ডেভলাপার অপশন আনতে হবে। যাদের আগেই আছে তাদের নতুন করে আনার দরকার নেই।
ডেভলাপার অপশন আনতে চলে যান ফোনের সেটিংস এ। এর পর নিছ থেকে System ট্যাপ করে About Phone এ প্রবেশ করুন। এবার নিচ থেকে

Build Number এ ক্লিক করতে থাকুন!। দেখবেন আপনাকে Developer Option দেয়া হবে।

এবার Setting থেকে সিস্টেম এ প্রবেশ করে Developer option দেখতে পারেন।

এবার Developer Option চালু করুন। করে Force RTL Layout Direction অপশনটি চালু করে দিন। এতে আপনার স্ট্যাটস বার, নেভিগেসন বার সহ প্রায় সব অপশন উল্টে যাবে।

প্রথমে একটু বোরিং লাগবে পরে ঠিক হয়ে যাবে।

আর এই সেটিংস বন্ধ করতে সেটিংস থেকে সিস্টেম প্রবেশ করে নিচের Developer option থেকে Force RTL Layout Direction অপশন বন্ধ করে দিবেন। এতে সবকিছুর আগের অবস্থায় ফিরে আসবে।

পোস্ট পড়ার জন্য অনেক ধন্যবাদ।

Trickbd এর সাথেই থাকুন।

খোদা হাফেজ।

10 thoughts on "এক ক্লিকে মোবাইলের সব উল্টো করে দিন আর চমকে দিন সবাইকে"

  1. ibrahim Contributor says:
    আগে জানতাম না।
  2. ERROR Contributor says:
    এইসব ব্যাকডেটেট আবাল গুলা আসে কোথা থেকে??
  3. Rakebul Islam Contributor says:
    ???eta kono post holo?kibhabe setting e dhukte hoi sei niye ekta post koren??
    1. Polok Vuiya Contributor Post Creator says:
      tnx
  4. Turzo Subscriber says:
    ট্রিকবিডি Author আইডি সেল দিব যে নিবেন
    ফেসবুকে যোগাগযোগ করুন?

    https://www.facebook.com/shakib201

    1. Trickbd Support Moderator says:
      আপনার এই আইডিটাই সিল করে দেয়া হলো।
      ট্রেইনার আইডিও দেয়া হবে শীঘ্রই।
    2. JM Sujon Contributor says:
      Tnx good job boss!
  5. Sironamhin Author says:
    সব রকমের বাংলা বই বিনামূল্যে পড়তে এবং ডাউনলোড করতে ভিসিট করুন :- http://www.ebooksbd.xyz

Leave a Reply