প্রতিদিন কোনো না কোনো মেডিসিন লাগে না এমন লোক আমাদের মাঝে প্রায় নেই বললেই চলে।যা আসলেই দুঃখজনক ব্যাপার আমাদের সকলের জন্যই।
তাছাড়া,যারা আমার মতো নিম্ন মধ্যবিত্ত তাদের যদি প্রতিদিন মেডিসিন নিয়ে স্বাভাবিক জীবন চালাতে হয় তাহলে তা আমাদের জন্য আসলেই খুব সমস্যার হয়।
তার উপর মরার উপর খরার ঘা হয়ে আছে অনেক ব্যবসায়ীদের অধিক মুনাফার লোভ।
এতে করে যারা মেডিসিন এর সঠিক দাম জানে না তাদের মেডিসিন ক্রয়ে আরো ঝামেলা পোহাতে হয়।
একটি বেসরকারি প্রতিষ্ঠান একটি যুগান্তকারী প্রযুক্তি চালু করল।যেখানে আমরা যেকোনো ক্যাটাগরির যেকোনো মেডিসিনের দাম,কি উপাদান রয়েছে,কোম্পানির অবস্থান,কোন কোন কোম্পানি সেইম মেডিসিন কি দামে দিচ্ছে।তা সব আমরা একটি সাইটে ভিজিট করেই জেনে নিতে পারব।
তার জন্য সার্চ করুন https://medex.com.bd অথবা এখানে ক্লিক করুন
সাইটে গেলেই চোখে পড়বে কত প্রকারের মেডিসিন, কোম্পানি,গ্রুপ এর তথ্য সাইটে রয়েছে।তাছাড়া রয়েছে সার্চ বক্স।যাতে মেডিসিনের নাম লিখবেন।
সার্চ বক্সে মেডিসিন এর নাম লিখলেই সেই মেডিসিনের অল্টারনেটিভ সো করবে।যেমন আমার চাই Montair 10 তাই আমি তা লিখলাম এবং Mobtair 10 সিলেক্ট করলাম।
এখন দেখাচ্ছে Montair10 এর প্রতি বক্স এবং প্রতিটি ট্যাবলেট এর মূল্য।যা দেখাচ্ছে ১৫ টাকা পিস।এতে করে প্রতি পাতা হয় ১৫০ টাকা।কিন্তু আমি পরিচিত দোকান থেকে ১৩০-১৩৫ টাকায় কিনি।যা আসলে একটা সীমিত লাভের দোকান।অনেক দোকানে ১৫০+ রেখে দেয়।
তাই এই সাইটটি আপনাকে একটি প্রাথমিক ধারণা দিবে।
এছাড়া এখানে দেখাবে এই মেডিসিন কি ক্যামিকেল দিয়ে বানানো হয়েছে।এবং সেইম ক্যামিকেল এর আরো অন্য নামের মেডিসিন দেখাবে।
এবং আপনি সেইম ক্যামিকেল দিয়ে কোন কোম্পানি কি নামে মেডিসিন বানাচ্ছে এবং তার দাম কত তাও দেখতে পারবেন।যা আসলে অনেক উপকারে আসে।যখন রেনিটিডিন এর মেডিসিন বন্ধ হয়েছিল তখন আমি এখান থেকেই সেটার অল্টারনেটিভ বেছে নিয়েছি।এবং পরে ডাক্তারকে বলায় তিনিও তাতে বাহবা দিয়েছেন।
তাই নিঃসন্দেহে বলাযায় সাইটটি সকলের খুব কাজে আসবে।
Play store e dekhen.
Atai sob theke best.
Dims is the best application for this purpose.
simply bollei to link thik kore dei.r apni maybe kal k rat 1 tar agei visit kore aj k comment korchen.karon aj k shokal 7 tay ami firect link diye siyechilam.shame on you