যতোই দিন যাচ্ছে দেশ ততোই ডিজিটাল হচ্ছে।
আগের দিনের কথা যদি একটু ভাবা যায় যেমন ৫বছর আগেই হসপিটালে রোগীর তূলনায় ডাক্তার ছিলো অনেক কম,
আর এখন ডাক্তারের তূলনায় রোগী অনেক কম।?
কি যুগ আহা!
আগের যুগের মানুষদের কাছে গিয়ে আপনি যদি বলতেন যে, অনলাইনে শোপিং করা যায়, তাহলে তারা আপনাকে পাগল বলে বের করে দিতো হয়তো,
যাক দেশ একটু ডিজিটাল হলো অনলাইনে নানান বড় বড় কম্পানি শোপিং মল তৈরী করলো,
আর যতো দেশ ডিজিটাল হচ্ছে ততোই জেনো অনলাইনে শোপিং মলের সংখ্যা বাড়ছে,
আমার এই টিউটোরিয়ালটি দেখার পর আবার ১০০জন শোপিং মল সাইট হয়তো তৈরী করবে?
আজকে আমি দেখাবো যে, খুব সহজে মাত্র ১০মিনিটে কিভাবে নিজেই একটি অনলাইন শোপিং মল তৈরী করবেন?
তাহলে আসুন শুরু করা যাকঃ
বিশ্বের সবথেকে জনপ্রিয় ওয়েবসাইট বিল্ডার ওয়ার্ডপ্রেস এটা দিয়েই আজ আমরা আমাদের অনলাইন শোপিং মল সাইট তৈরী করব।
সবার প্রথম হোস্টিং ও ডুমেইন দিয়ে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে নিন। এরপর yoursite.com/wp-admin এ যান,
এরপর মেনুতে ক্লিক দিন।
সবার প্রথম অনলাইন শোপিং মল তৈরী করতে প্রয়োজন হবে একটি E-commerce WordPress Theme এর জন্য Appearance এ গিয়ে Themes এ ক্লিক দিন।
এবার Add New এ ক্লিক দিন।
এবার Search এ গিয়ে E-commerce লিখে সার্চ দিয়ে থীম নিতে পারেন।
অথবা আমার পছন্দের অনেক ভালো একটি থীম নিচের লিংক থেকে ডাউনলোড করে আপলোড করে নিতে পারেন।
এবার আসুন থীম ইনস্টলেশন শেষ, Plugin এ গিয়ে Add New এ ক্লিক দিন।
এবার Woocommerce প্লাগিনটি নিচের লিংক থেকে ডাউনলোড করে। ইনস্টল করে নিন।
ইনস্টল করলে এরকম আসবে,
সব কিছু ঠিক করে দিয়ে Let,s Go তে ক্লিক করুন।
এবার Continue এ ক্লিক করুন।
আবার Continue এ ক্লিক করুন।
আবার Continue এ ক্লিক করুন।
এবার Visit Dashobard এ ক্লিক দিন।
এবার আবার Plugin এ গিয়ে Add New এরপর bKash প্লাগিনটি নিচের ডাউনলোড লিংক থেকে ডাউনলোড করে ইনস্টল দিন।
এবার Setting এ ক্লিক দিন।
আপনার বিকাশ ইনফরমেশন দিয়ে Save করে দিন।
এবার Setting এ যান এরপর Reading এ ক্লিক দিন।
উপরের মতো Homepage এ Shop দিন।
আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।
You must be logged in to post a comment.
wow.great
apni apnar post a link gulo te ki code use korcen?
Ami thik bujhlam na,
Apni kon code er kotha bolsen?
…
Apnar site link ki code diye likhcen?
apnar fb id er link din plz
facebook.com/0.baijit.bustami
apnar fb id er link din plz
Good
Tnx vai.
Apnar jonno amar trainer pod batil hoye gechilo.
Ja ihok firiye diyeche.
Please post kharap hole ektu bolben.
Emoji diben na.
Very nice very nice
Tnx
ভিডিও দেন ব্রু
Tech Baijit channel e dite pari.
Kisui buji nai, video link thakle den…
Wait
ভাই আমি একদম নতুন, কিভাবে শুরু করবো বুজতেছি না, প্রথমে কোন লিংকে গিয়ে স্টার্ট করতে হবে।
হেল্প মি…
Aapnake wordpress site ta to khulte jante hobe.
অসাধারণ পোষ্ট। তবে ইকমার্স বিজনেশ সাইটের জন্য অনেক পেইড থিম ফ্রিতে অনলাইনে শেয়ার আছে। themesfree তে।
Tnx and hm.
ভাই, Woocommerce plugin টা তো ইন্সটল হয় না। কি করবো??
কি সমস্যা হচ্ছে ইনস্টল হতে?
জ্বি। Install দিলে। Update Failed লেখা উঠে। এটা কেমন কথা!! প্লাগিন তো আমার আগে ইন্সটল ছিলো না।
Vai drive link den
bksh plagins ki 6 kb size
wardpress site kivabe ki kulbo tar way bolun or link din kono ja dekhe sikte para jabe
দারুন লিখেছো বোস ৷
nc post,,,, letest all sim offer visit now:https://www.httpsletestallsimoffer.xyz/
?