আজকে আমি দেখাবো কিভাবে আপনারা আপনার ফোনের MX PLAYER এর মধ্যে SNOW ANIMATION অ্যাড করবেন। ডেমো হিসেবে নিচের স্কিন শর্টটা দেখতে পারেন।

ডেমো স্কিন শর্টঃ

সো যদি এরকমটা করতে চান তাহলে আজকের পুরো পোষ্টটি মনোযোগ সহকার ফলো করুন…

আপনার ফোনের MX Player এর মধ্যে যদি আমার মতো এরকম এনিমেশন অ্যাড করতে চান তাহলে প্রথমেই নিচ থেকে জিপ ফাইলটি এবং অ্যাপটি ডাউনলোড করে নিন

ফাইলসঃ

তারপর যেকোনো কিছুর মাধ্যমে জিপ ফাইলটি Extract করে নিন এবং ডাউনলোড করা অ্যাপটি ইনস্টল করে নিন

তারপর ইনস্টল করা এই অ্যাপটি অপেন করে নিন

তারপর নিচের স্কিন শর্ট গুলো সিরিয়াল ভাবে ফলো করুন এবং সেই মোতাবেক কাজ করুন।

**

তারপর আপনার জিপ ফাইলটি Extract করার পর সেটা যেখানে রেখেছিলেন সেই ফোল্ডারটি খুজে বের করুন এবং তার ভিতরে থাকা Drawable ফোল্ডারে ডুকে সেখানের সবগুলো পিক অ্যাড করে দিন এখানে




**

পিক গুলো অ্যাড হবার পরে Res লেখায় ক্লিক করুন। তারপর Layout ফোল্ডারে চলে যান

**

তারপর আবার আপনার জিপ ফাইলটি Extract করার পর সেটা যেখানে রেখেছিলেন সেই ফোল্ডারটি খুজে বের করুন এবং তার ভিতরে থাকা layout ফোল্ডারে ডুকে সেখানে থাকা ফাইলটি অ্যাড করে দিন এখানে

**

তারপর আপনারা ApK editor অ্যাপটি মিনিমাইজ করে বের হয়ে আসুন এবং ফাইল ম্যানেজার দিয়ে জিপ ফাইলটি Extract করার পর যেখানে রেখেছিলেন সেখানে যান এবং তারপর সেখানে File নামে একটি টেক্সট ফাইল পাবেন। সেটা অপেন করুন। তারপর একটা কোড পাবেন সেটা পুরোপুরি ভাবে কপি করে নিন

**

কোডটি কপি করা হয়ে গেলে আবার Apk editor অপেন করে layout ফোল্ডারে চলে যান এবং সেখানে গিয়ে list.xml নামক ফাইলটি খুজে বের করুন। তারপর সেটাতে ক্লিক করুন

**

তারপর সবার নিচে নামবেন। সবার শেষের দিকে লেখা আছে তার উপরে একটু স্পেস দিয়ে নিন ঠিক আমার মতো করে।

**

তারপর স্পেস দিয়ার পর ঠিক আমার মতো করে কপি করা কোডটি এখানে পেষ্ট করে দিন তারপর ফাইলটি সেব করে দিন।

**

তারপর Build অপশনে ক্লিক করুন।

**

প্রথমে আনস্টল করুন তারপর ইনস্টল করুন

তারপর অপেন করুন অ্যাপটি। তারপর দেখুন আপনার অ্যাপে এনিমেশন অাড হয়ে গেছে।


এই সিস্টেমটি অনেকেরই হয়তো জানা থাকতে পারে, কেননা এটা এর আগেও HQ SHAKIB & NS SABUR ভাই শেয়ার করছিলো। আর তারপর আমি শেয়ার করলাম। কিন্তু 3 জনই 3 রকম ভাবে এই মোড সিস্টেমটা আপনাদের সামনে তুলে ধরছি।

.

আপনি যদি চান এই এনিমেশন না দিয়ে অন্য এনিমেশন দিবেন সেক্ষেত্রে আপনি সেটাও ঠিক এই ভাবেই এই নিয়মে চেন্জ করতে পারবেন। বাট অবশ্যই এনিমেশন পিকের মধ্যে আমার দিয়া নামটা লিখতে হবে। মানে Drawable ফোল্ডারের মধ্যে আমি যেভাবে নাম লিখছি পিক গুলোতে আপনাকেও সেভাবেই নাম লিখতে হবে। নয়তো আপনার অ্যাপ
বিল্ড/মোডিফাইড হবেনা।

.

ব্যাস এই ছিলো সকল নিয়মকানুন। কেউ কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে জানাবেন। আর যদি পোষ্টটি খারাপ লাগে তাহলে কেন খারাপ লাগলো সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাট আউল ফাউল কথা বলবেন না।

নোটঃ অনেকেরই জানা আছে এই জিনিসটা, বাট যারা জানেনা তাদের জন্যই মূলত এটা পোষ্ট করলাম।


আমার পোস্ট এ যদি আপনার সামান্য হলেও উপকার হয়ে থাকে তাহলে আমাদের সাইট টি ভিজিট করে আসবেন।আমাদের সাইটের লিংক
TrickNow24.Com

আমাদের সাইটে ১ টি পোস্ট করেই ৫-১০ টাকা + ট্রেইনার রোল দেওয়া হয়।আপনার টাকার পরিমান সবনিম্ন ৩০ টাকা হলে পেমেন্ট নিতে পারবেন।


যেকোনো প্রয়োজনে,

  • টেলিগ্রাম গ্রুপঃ Join Now
  • মেসেন্জার গ্রুপঃ Join Now




5 thoughts on "[Snow Animation] আপনার MX Player এর মধ্যে অ্যাড করে নিন Snow Animation | How To Add Snow Animation On MX Player"

  1. Dip Dey Contributor says:
    Joos
    কিন্তু ডিমো হবে না ডেমো
    1. Mehedi Hasan Ariyan Author Post Creator says:
      Dhonnobad vul ta dhoriya diyar jnno.
  2. ভাই আপনার মুড করা এ্যাপটা আমাকে মেল করেদেন
    [email protected]

Leave a Reply